সম্প্রতি সুরভির সাধের অনুষ্ঠান হল। খুশির মুহূর্তদের লেন্সবন্দি করে তা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন ৫১-র মনোজ। ইনস্টাগ্রামে ভিডিয়ো পোস্ট করে লিখলেন, 'কিছু খুশির কথা শুধু শব্দ দিয়ে প্রকাশ করা যায় না, শুধু অনুভব করা যায়।'
প্রথম পক্ষের স্ত্রী রানি তিওয়ারির সঙ্গে মনোজের একটি সন্তান আছে। বিয়ের ১১ বছর পর বিচ্ছেদ হয় তাঁদের। তার পর সুরভির সঙ্গে নতুন করে সংসার পাতেন অভিনেতা। আপাতত নতুন অতিথির অপেক্ষায় তাঁরা।
advertisement
আরও পড়ুন: 'বোধহয় ওঁর ফিরে আসার ছিল না', ঐন্দ্রিলার মৃত্যুতে শোকাহত অরিন্দম শীল
আরও পড়ুন: দেখা হবে আবার, বিয়ের রিসেপশনে ঐন্দ্রিলার সঙ্গে স্মৃতিটুকু তুলে ধরলেন হৃতজিৎ
সাধের অনুষ্ঠানে একটি ভারী কাজের লেহঙ্গায় সেজে উঠেছিলেন সুরভি। হবু বাবা সেজে উঠেছিলেন বেইজ রঙের শেরওয়ানিতে। তারকা-দম্পতিকে শুভেচ্ছা জানাতে প্রচুর অতিথি আসেন অনুষ্ঠানে। তাঁদের আপ্যায়নে কোনও ত্রুটি রাখেননি মনোজ এবং সুরভি।