TRENDING:

Mallika Sherawat : আবির্ভাবে ১৭ চুম্বন, দু’ দশকের কেরিয়ারে নিজেকে ফের আবিষ্কার করতে চান মল্লিকা

Last Updated:

প্রথম ছবিতেই ১৭ টি চুম্বন এবং সাহসী দৃশ্যে ইন্ডাস্ট্রির আলোচনার কেন্দ্র হয়ে উঠেছিলেন তিনি ৷ তিনি মল্লিকা শেরাওয়াত (Mallika Sherawat)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই : প্রথম ছবিতেই ১৭ টি চুম্বন এবং সাহসী দৃশ্যে ইন্ডাস্ট্রির আলোচনার কেন্দ্র হয়ে উঠেছিলেন তিনি ৷ তিনি মল্লিকা শেরাওয়াত (Mallika Sherawat) ৷ ২০০৩ সালে মুক্তি পেয়েছিল তাঁর প্রথম ছবি ‘খোওয়াইশ’ ৷ এর পরের বছর মহেশ ভাটের ‘মার্ডার’ ছবিতে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছন মল্লিকা ৷ জ্যাকি চানের সঙ্গে কাজ করারও সুযোগ পেয়েছিলেন তিনি ৷ ‘দ্য মিথ’ নামের সেই ছবি ছিল মল্লিকার প্রথম আন্তর্জতিক মঞ্চে পদার্পণ ৷ এর পর ‘প্যায়ার কে সাইড এফেক্টস’, ‘শাদি সে পেহলে’, ‘গুরু’, ‘আপ কা সুরুর’, ‘ওয়েলকম’-সহ বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন ৷
advertisement

কিন্তু প্রায় সব ছবিতেই তিনি একই ধরনের চরিত্র পাচ্ছিলেন ৷ ‘সাহসী’ তকমা ছাড়িয়ে বাইরে পা রাখতে পারছিলেন না ৷ সেই কারণে বেশ কয়েক বছর দূরে ছিলেন অভিনয় থেকে ৷ নিজেই জানিয়েছেন তিনি ৷ বলেছেন, ‘কোনও আকর্ষণীয় কাজের সুযোগ আমার কাছে আসছিল না ৷ সাহসী তরুণী বা ডান্স নাম্বার করে অর্থোপার্জন করছিলাম ঠিকই ৷ কিন্তু সেটা আমি চাইনি ৷ অর্থহীন গ্ল্যামারসর্বস্ব চরিত্রে অভিনয় করে যেতে আমি আগ্রহী নই ৷ সেভাবেই এগোতে থাকলে চ্যালেঞ্জিং কাজ কিছু পেতাম না ৷ কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসা খুব প্রয়োজনীয় ছিল ৷’’ স্বীকার করছেন তিনি ৷

advertisement

বিনোজন জগতে ২০ বছর কাটিয়ে দেওয়ার পর নিজেকে নতুন করে আবিষ্কার করতে চাইছেন মল্লিকা ৷ আমেরিকায় গিয়ে অভিনয়ের পাঠও নিয়েছেন তিনি ৷ মল্লিকা মনে করেন, ওটিটি-র যুগে অভিনেত্রী হিসেবে নিজেকে নতুন করে আবিষ্কার খুবই প্রয়োজনীয় ৷

আরও পড়ুন : ‘হাজার ব্যাঙের ডাক আসলে তাঁর সমাজসেবা’! কটূক্তির সপ্রতিভ উত্তর ‘ব্যর্থ নায়ক’ ফরহান আখতারের

advertisement

খুব শীঘ্র তাঁকে দেখা যাবে ওটিটি মঞ্চে ৷ তিনি মনে করেন ওটিটি অনেক বাধা ভেঙে দিয়েছে ৷ কুশীলব, বিশেষ করে অভিনেত্রীদের কাছে ভাল সুযোগ পৌঁছনর পথ খুলে দিয়েছে ৷

মল্লিকা বলেছেন, ‘‘এমনকি আজও মূলধারার বাণিজ্যিক ছবিতে অভিনেত্রীরা নীতিশিক্ষার গণ্ডিতে ঘেরা ৷ পুরুষশাসিত ইন্ডাস্ট্রিতে ছেলেদেরই কাজের সুযোগ বেশি ৷ কিন্তু ওটিটি-র আগমনে পুরো ছবিটাই পাল্টে গিয়েছে অভিনেত্রীদের সামনে ৷

advertisement

আরও পড়ুন : সন্তানের নাম কী হবে, ঠিক করতে পারেন শুধু তার বাবা, মা-ই, করিনার পাশে ননদিনী সাবা

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তিনি যে বিদ্যা বালন এবং শেফালি ছায়ার অভিনয়ের ভক্ত, সে কথা জানাতে ভোলেননি মল্লিকা ৷ ‘শেরনী’, ‘পিকু’, ‘রাজি’-র মতো নারীকেন্দ্রিক ছবি তাঁর পছন্দের ৷ তিনি মনে করেন, সব ধরনের স্টিরিয়োটাইপ ধ্যানধারণা ভেঙে চুরমার করে দেবে ওটিটি মঞ্চ ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Mallika Sherawat : আবির্ভাবে ১৭ চুম্বন, দু’ দশকের কেরিয়ারে নিজেকে ফের আবিষ্কার করতে চান মল্লিকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল