অচনি রবি ১৯৬৭ সালে কেরলের ইন্ডাস্ট্রিতে পা রাখেন প্রযোজক হিসেবে। তাঁর সংস্থা ‘জেনারেল পিকচার্স’-এর ব্যানারে একাধিক জনপ্রিয় ছবি মুক্তি পেয়েছে, যেগুলির মধ্যে উল্লেখযোগ্য, ‘কাঞ্চনা সীতা’, ‘থাম্পু’, ‘কুম্মাট্টি’, ‘এসথাপ্পান’, ‘অনন্তরাম’, ‘মঞ্জু’ ইত্যাদি। কেরিয়ার জীবনে প্রযোজক হিসেবে ২০টির বেশি জাতীয় পুরস্কার পেয়েছেন অচনি রবি।
আরও পড়ুন: একরত্তিকে সারেগামাপা-র মঞ্চে আনেন কাবো! ছোট্ট মেয়েকে ঘিরে হাজার স্বপ্ন আজ অতীত
advertisement
অচনি রবি প্রথম ভারতীয় যিনি আর্ট ফিল্ম প্রযোজনা করেছেন, ডিস্ট্রিবিউট করেছেন সে সময়ে। সে সমস্ত ছবি আবার বাণিজ্যিক ভাবেও সাফল্য পেয়েছিল। আর সে কারণেই মালয়ালি ইন্ডাস্ট্রিতে তাঁর অবদানকে স্মরণ করে জেসি ড্যানিয়েল অ্যাওয়ার্ড এবং কেরল স্টেট ফিল্ম অ্যাওয়ার্ড পুরস্কারে সম্মানিত করা হয়েছিল প্রয়াত প্রযোজককে।
আরও পড়ুন: বাথরুম থেকে মিলল জনপ্রিয় এই গায়িকার নিথর দেহ, স্টেজে ওঠার আগেই মর্মান্তিক পরিণতি!
অচনি রবি কিন্তু কেবল একজন ব্যবসায়ী, বা এক প্রযোজক ছিলেন না। সেবামূলক কাজেও খ্যাতি অর্জন করেছিলেন। কোল্লামের সাধারণের জন্য নিজের খরচায় একটি পাবলিক লাইব্রেরি বানিয়েছিলেন তিনি।