Singer Lee Sang Eun Death: বাথরুম থেকে মিলল জনপ্রিয় এই গায়িকার নিথর দেহ, স্টেজে ওঠার আগেই মর্মান্তিক পরিণতি!
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Singer Lee Sang Eun Death: আর কিছুক্ষণ পরেই মঞ্চে উঠে পারফর্ম করার কথা ছিল জনপ্রিয় গায়িকার৷ তার মধ্যেই মিলল মর্মান্তিক দুঃসংবাদ৷ মিনিট কয়েকের মধ্যেই শৌচাগার থেকে উদ্ধার হল জনপ্রিয় কোরিয়ান গায়িকা লি সাং ইউনের নিথর দেহ৷
মুম্বই: বিনোদন জগতে আবারও দুঃসংবাদ! একের পর এক খারাপ খবর মনটা ভারাক্রান্ত সকলের৷ আর কিছুক্ষণ পরেই মঞ্চে উঠে পারফর্ম করার কথা ছিল জনপ্রিয় গায়িকার৷ তার মধ্যেই মিলল মর্মান্তিক দুঃসংবাদ৷ মিনিট কয়েকের মধ্যেই শৌচাগার থেকে উদ্ধার হল জনপ্রিয় কোরিয়ান গায়িকা লি সাং ইউনের নিথর দেহ৷ জীবনের ৩৩ তম কনসার্টে আর গান গাওয়া হল না লি সাং-এর৷
বেশ কিছুদিন ধরে যেন মৃত্যুর মিছিল চলছে৷ বিনোদন জগতের একের পর এক ব্যক্তিত্বরা একে একে ছেড়ে চলে যাচ্ছেন৷ এবার চলে গেলেন জনপ্রিয় কোরিয়ান গায়িকা৷ গিমচেওন মিউনিসিপ্যাল কোয়্যারে পারফর্ম করার কথা ছিল লি সাং ইউনের৷ চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি৷ আর মাত্র কয়েক মিনিটের মধ্যে তিনি স্টেজে উঠবেন৷ দর্শকরাও সকলে অপেক্ষা করছেন৷ তখনই তাকে ব্যাকস্টেজে দেখতে না পেয়ে তাঁর দলের সদস্য ও অনুষ্ঠানের আয়োজকরা খুঁজতে শুরু করে৷ তারপরই শৌচাগারে গিয়ে দেখা যায় লি সাং-এর নিথর দেহ মাটিতে পড়ে রয়েছে৷
advertisement
advertisement
লি সাং ইউনকে সঙ্গে সঙ্গে শৌচাগার থেকে উদ্ধার করে তড়িঘড়ি নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ হাসপাতালের চিকিৎসকরা গায়িকাকে মৃত বলে ঘোষণা করে৷ তারপরই লি সাং -এর মৃত্যুর খবর জানানো হয় পুলিশকে৷ তবে স্টেজে ওঠার আগে কীভাবে আচমকা মৃত্যু হল গায়িকার, তা নিয়ে তদন্ত করছে পুলিশ৷ গত কয়েকমাস ধরেই প্রয়াত হয়েছেন আর দু’জন গায়ক-গায়িকা। কোরিয়ান তারকাদের এই অকাল প্রয়ানে শোকের ছায়া নেমে এসেছে তাদের পরিবারে।
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 08, 2023 1:21 PM IST