Singer Lee Sang Eun Death: বাথরুম থেকে মিলল জনপ্রিয় এই গায়িকার নিথর দেহ, স্টেজে ওঠার আগেই মর্মান্তিক পরিণতি!

Last Updated:

Singer Lee Sang Eun Death: আর কিছুক্ষণ পরেই মঞ্চে উঠে পারফর্ম করার কথা ছিল জনপ্রিয় গায়িকার৷ তার মধ্যেই মিলল মর্মান্তিক দুঃসংবাদ৷ মিনিট কয়েকের মধ্যেই শৌচাগার থেকে উদ্ধার হল জনপ্রিয় কোরিয়ান গায়িকা লি সাং ইউনের নিথর দেহ৷

মুম্বই: বিনোদন জগতে আবারও দুঃসংবাদ! একের পর এক খারাপ খবর মনটা ভারাক্রান্ত সকলের৷ আর কিছুক্ষণ পরেই মঞ্চে উঠে পারফর্ম করার কথা ছিল জনপ্রিয় গায়িকার৷ তার মধ্যেই মিলল মর্মান্তিক দুঃসংবাদ৷ মিনিট কয়েকের মধ্যেই শৌচাগার থেকে উদ্ধার হল জনপ্রিয় কোরিয়ান গায়িকা লি সাং ইউনের নিথর দেহ৷ জীবনের ৩৩ তম কনসার্টে আর গান গাওয়া হল না লি সাং-এর৷
বেশ কিছুদিন ধরে যেন মৃত্যুর মিছিল চলছে৷ বিনোদন জগতের একের পর এক ব্যক্তিত্বরা একে একে ছেড়ে চলে যাচ্ছেন৷ এবার চলে গেলেন জনপ্রিয় কোরিয়ান গায়িকা৷ গিমচেওন মিউনিসিপ্যাল কোয়্যারে পারফর্ম করার কথা ছিল লি সাং ইউনের৷ চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি৷ আর মাত্র কয়েক মিনিটের মধ্যে তিনি স্টেজে উঠবেন৷ দর্শকরাও সকলে অপেক্ষা করছেন৷ তখনই তাকে ব্যাকস্টেজে দেখতে না পেয়ে তাঁর দলের সদস্য ও অনুষ্ঠানের আয়োজকরা খুঁজতে শুরু করে৷ তারপরই শৌচাগারে গিয়ে দেখা যায় লি সাং-এর নিথর দেহ মাটিতে পড়ে রয়েছে৷
advertisement
advertisement
লি সাং ইউনকে সঙ্গে সঙ্গে শৌচাগার থেকে উদ্ধার করে তড়িঘড়ি নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ হাসপাতালের চিকিৎসকরা গায়িকাকে মৃত বলে ঘোষণা করে৷ তারপরই লি সাং -এর মৃত্যুর খবর জানানো হয় পুলিশকে৷ তবে স্টেজে ওঠার আগে কীভাবে আচমকা মৃত্যু হল গায়িকার, তা নিয়ে তদন্ত করছে পুলিশ৷ গত কয়েকমাস ধরেই প্রয়াত হয়েছেন আর দু’জন গায়ক-গায়িকা। কোরিয়ান তারকাদের এই অকাল প্রয়ানে শোকের ছায়া নেমে এসেছে তাদের পরিবারে।
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
Singer Lee Sang Eun Death: বাথরুম থেকে মিলল জনপ্রিয় এই গায়িকার নিথর দেহ, স্টেজে ওঠার আগেই মর্মান্তিক পরিণতি!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement