বোন অমৃতা অরোরার দুই ছেলে, সঙ্গে নিজের ছেলেকে নিয়ে ট্রেকে গিয়েছিলেন তিনি। আর গোটাটাই শ্যুট করে দেখানো হয়েছে 'মুভিং ইন উইথ মালাইকা' শো-তে। সেখানেই দেখা গেল, তিন ছেলেকে সামলাতে পারছেন না মালাইকা। কেউ তাঁর কথা শুনতেই রাজি নন।
ফিটনেস ক্যুইন মালাইকার পরিকল্পনা ছিল, হোটেলে বসে না থেকে, ছেলেদের নিয়ে ট্রেকে বেরোবেন। কিন্তু মায়ের এই প্রস্তাবে রাজি নন আরহান। শুধু তা-ই নয়, অমৃতার সন্তানরাও এত খাটুনি মেনে নিতে রাজি নন। যাওয়ার সময়েই সফরে ক্লান্ত দুই খুদে। তাই বিরক্ত হয়েই তাঁদের বক্তব্য, "মা থাকলে এরকম করত না, খাওয়াত, বিশ্রাম নিতে দিত, বা কেনাকাটা করাতে নিয়ে যেত। মিমি (মালাইকা) বলেই এরকম খাটাচ্ছে আমাদের।"
advertisement
আরও পড়ুন: রণবীরের গালে সপাট চড় জ্যাকলিনের! ধুন্ধুমার কাণ্ড রোহিতের ছবির সেটে
মালাইকা অন্য পন্থা বার করেন বোনপোদের রাজি করানোর জন্য। আরহানকে ডেকে তাঁর তুতো ভাইদের রাজি করানোর দায়িত্ব দেন। কিন্তু তাতেও ব্যর্থ হন নায়িকা। খানিক পরে দেখেন আরহান নিজেই হোটেলের ঘরে নিদ্রা গিয়েছেন।
আরও পড়ুন: জীবনের নতুন অধ্যায় শুরু! বাবা হলেন প্রিয়াঙ্কা চোপড়ার প্রাক্তন প্রেমিক
এই দৃশ্য দেখে রেগে আগুন মালাইকা সকলকে বলেন, "ব্যাগ প্যাক করে নাও। তোমাদের দ্বারা আর কিছু হবে না। এখানে এসে শুয়ে থাকার মানে হয় না। আজই মুম্বই ফেরত যাব।" বলেই ঘর থেকে গটগট করে বেরিয়ে যান অর্জুন কাপুরের প্রেমিকা।
এদিকে আরহানও জানিয়েছেন, মায়ের থেকে তিনি মাসির বেশি ঘনিষ্ঠ। অমৃতা যেন তাঁর 'দ্বিতীয় মা'।