TRENDING:

বলি নায়িকাকে বিশেষ উপহার কিং মেসির! জন্মদিনে ছবি পোস্ট করে হইচই ফেললেন অভিনেত্রী

Last Updated:

আর্জেন্টিনার জার্সি পরে গ্যালারিতে বা বাড়িতেই উদযাপনে মেতেছেন সকলে। মেসিপ্রেমীদের যেন স্বপ্ন পূরণ হল। লিয়োনেল মেসির হাতে উঠল বিশ্বকাপ। তবে এই বলিউড নায়িকার কাছে ১৯ ডিসেম্বর দিনটা দু'টি কারণে স্মরণীয় হয়ে থাকল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ইতিহাস তৈরি হল লুসেইলে। রবিবাসরীয় রুদ্ধশ্বাস রাতের কথা কেউই ভুলতে পারছেন না। তা সে সাধারণ হোন বা তারকা। আর্জেন্টিনার জার্সি পরে গ্যালারিতে বা বাড়িতেই উদযাপনে মেতেছেন সকলে। মেসিপ্রেমীদের যেন স্বপ্ন পূরণ হল। লিয়োনেল মেসির হাতে উঠল বিশ্বকাপ। তবে এই বলিউড নায়িকার কাছে ১৯ ডিসেম্বর দিনটা দু'টি কারণে স্মরণীয় হয়ে থাকল।
advertisement

প্রথমত লিও বিশ্বকাপ জিতলেন। দ্বিতীয়ত তাঁর জন্মদিন। ৪৭-এ পা দিলেন মাহী গিল। ইনস্টাগ্রামে নিজের ছবি দিলেন 'ডেভ ডি' খ্যাত নায়িকা। যেখানে দেখা যাচ্ছে, ফিফা বিশ্বকাপের আদলে তৈরি একটি কাপ হাতে নিয়ে তাতে চুম্বন করছেন মাহী।

আরও পড়ুন: বাঁধনহারা হয়ে আর্জেন্টিনাকে নিয়ে এ কী শব্দ প্রয়োগ অনুপমের! আগে থেকে চাইলেন ক্ষমা

advertisement

আরও পড়ুন: ও মা গো! গ্যালারিতে ভয়ে কাঁটা রণবীর, বুকে জড়িয়ে সান্ত্বনা দীপিকার, দেখুন ভিডিও

একই রকম তিনটি ছবি দিয়ে লিখলেন, 'কী অসামান্য খেলা... ঐতিহাসিক... বিশুদ্ধ ম্যাজিক। মেসি তোমার জন্য প্রচণ্ড খুশি। জন্মদিনে কী যে ভাল উপহার পেলাম!' মেসির এই জয় তাঁর কাছে জন্মদিনের উপহারের মতো। এই উপহারের জন্য মেসিকে প্রাণভরা ভালবাসা জানালেন তিনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

পাঁচটি বিশ্বকাপ খেলার পর অবশেষে লিয়োনেল মেসির হাতে বিশ্বকাপ। ম্যাচের পর সোশ্যাল মিডিয়াজুড়ে ঝড় তুলেছেন কোটি কোটি মানুষ। সেই তালিকায় বলিউডের শিল্পীরও রয়েছেন। যাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, সোনু সুদ, প্রীতি জিন্টা, কার্তিক আরিয়ান, অর্জুন রামপাল, অনিল কাপুর, মোহনলাল, রণদীপ হুডা, অভিষেক বচ্চন, সুস্মিতা সেন, রণবীর সিং, অজয় দেবগণ, শাহরুখ খান, অনুপম খের প্রমুখ।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
বলি নায়িকাকে বিশেষ উপহার কিং মেসির! জন্মদিনে ছবি পোস্ট করে হইচই ফেললেন অভিনেত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল