বাঁধনহারা হয়ে আর্জেন্টিনাকে নিয়ে এ কী শব্দ প্রয়োগ অনুপমের! আগে থেকে চাইলেন ক্ষমা
- Published by:Teesta Barman
Last Updated:
সোশ্যাল মিডিয়াজুড়ে ঝড় তুলেছেন কোটি কোটি মানুষ। তালিকায় বলিউডের শিল্পীরও রয়েছেন। সোনু সুদ, প্রীতি জিন্টা, কার্তিক আরিয়ান, অর্জুন রামপাল, অনিল কাপুর, অভিষেক বচ্চন, সুস্মিতা সেন, রণবীর সিং, অজয় দেবগণ, শাহরুখ খান প্রমুখ।
#মুম্বই: পাঁচটি বিশ্বকাপ খেলার পর অবশেষে লিয়োনেল মেসির হাতে বিশ্বকাপ। কাতারে ফিফা বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদির বিরুদ্ধে পরাজয়ের পর থেকে প্রত্যেকটা ম্যাচে বাঘের মতো খেলেছেন তারকা ফুটবলার। আর তারই ফলাফল প্রকাশ পেল ফাইনালে। আর রবিবাসরীয় রাতে রুদ্ধশ্বাসে ম্যাচ দেখতে বসেছিলেন বিশ্বের সিংহভাগ মানুষ। এখনও যেন হৃদস্পন্দন ছুটে চলেছে। আর সেই ম্যাচের কথা ভুলতে পারছেন না কেউই। সেই তালিকায় সাধারণ থেকে বিভিন্ন ক্ষেত্রের তারকারা।
সোশ্যাল মিডিয়াজুড়ে ঝড় তুলেছেন কোটি কোটি মানুষ। সেই তালিকায় বলিউডের শিল্পীরও রয়েছেন। যাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, সোনু সুদ, প্রীতি জিন্টা, কার্তিক আরিয়ান, অর্জুন রামপাল, অনিল কাপুর, মোহনলাল, রণদীপ হুডা, অভিষেক বচ্চন, সুস্মিতা সেন, রণবীর সিং, অজয় দেবগণ, শাহরুখ খান, অনুপম খের প্রমুখ।
advertisement
advertisement
অনুপমের আবেগ এমনই বাঁধনছাড়া যে ভাষা নিয়ে চিন্তা করার সময় পাননি তিনি। তাই লিখলেন, 'কী ফাড়ু (দু্র্দান্ত) ম্যাচ বন্ধুরা! আমার ভাষার জন্য ক্ষমাপ্রার্থী। কিন্তু আর কোনও শব্দ মানানসই হচ্ছিল না। মেসির কোনও তুলনা হয় না। ম্যাচ চলাকালীন মনে হচ্ছিল, যখন তখন যা খুশি হতে পারে। বাহ। জয় হো!'
advertisement
क्या फाड़ू था ये मैच दोस्तों! इस भाषा के लिए माफ़ी! मगर और कोई शब्द फिट नहीं बैठ रहा था! 😁! #Messi𓃵 का जवाब नहीं। इस मैच के दौरान लग रहा था कि इसमें कुछ भी हो सकता है!! वाह! जय हो!! 👏👏👏❤️ #FIFAWorldCup pic.twitter.com/9j38wPpSLe
— Anupam Kher (@AnupamPKher) December 18, 2022
advertisement
অন্য দিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রণবীর সিং, দীপিকা পাড়ুকোনের প্রতিক্রিয়া। পেনাল্টি শ্যুটআউটের শেষ গোলের ঠিক আগে ভয়ে কাঁটা হয়ে ছিলেন মেসিভক্ত রণবীর। তেমনই সময়ে আর্জেন্টিনার শেষ গোলটা হয়ে যায়। মেসির জয় নিশ্চিত হতেই দীপিকাকে জড়িয়ে ধরলেন রণবীর। তাঁদের উত্তেজনাও যেন আর পাঁচটা সাধারণের মতোই। গ্যালারিতে বসে, বা বাড়িতে বসে, নানা দিকে নানা ভাবে উদযাপনে মেতেছিলেন তারকারা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 19, 2022 5:52 PM IST