বাঁধনহারা হয়ে আর্জেন্টিনাকে নিয়ে এ কী শব্দ প্রয়োগ অনুপমের! আগে থেকে চাইলেন ক্ষমা

Last Updated:

সোশ্যাল মিডিয়াজুড়ে ঝড় তুলেছেন কোটি কোটি মানুষ। তালিকায় বলিউডের শিল্পীরও রয়েছেন। সোনু সুদ, প্রীতি জিন্টা, কার্তিক আরিয়ান, অর্জুন রামপাল, অনিল কাপুর, অভিষেক বচ্চন, সুস্মিতা সেন, রণবীর সিং, অজয় দেবগণ, শাহরুখ খান প্রমুখ।

#মুম্বই: পাঁচটি বিশ্বকাপ খেলার পর অবশেষে লিয়োনেল মেসির হাতে বিশ্বকাপ। কাতারে ফিফা বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদির বিরুদ্ধে পরাজয়ের পর থেকে প্রত্যেকটা ম্যাচে বাঘের মতো খেলেছেন তারকা ফুটবলার। আর তারই ফলাফল প্রকাশ পেল ফাইনালে। আর রবিবাসরীয় রাতে রুদ্ধশ্বাসে ম্যাচ দেখতে বসেছিলেন বিশ্বের সিংহভাগ মানুষ। এখনও যেন হৃদস্পন্দন ছুটে চলেছে। আর সেই ম্যাচের কথা ভুলতে পারছেন না কেউই। সেই তালিকায় সাধারণ থেকে বিভিন্ন ক্ষেত্রের তারকারা।
সোশ্যাল মিডিয়াজুড়ে ঝড় তুলেছেন কোটি কোটি মানুষ। সেই তালিকায় বলিউডের শিল্পীরও রয়েছেন। যাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, সোনু সুদ, প্রীতি জিন্টা, কার্তিক আরিয়ান, অর্জুন রামপাল, অনিল কাপুর, মোহনলাল, রণদীপ হুডা, অভিষেক বচ্চন, সুস্মিতা সেন, রণবীর সিং, অজয় দেবগণ, শাহরুখ খান, অনুপম খের প্রমুখ।
advertisement
advertisement
অনুপমের আবেগ এমনই বাঁধনছাড়া যে ভাষা নিয়ে চিন্তা করার সময় পাননি তিনি। তাই লিখলেন, 'কী ফাড়ু (দু্র্দান্ত) ম্যাচ বন্ধুরা! আমার ভাষার জন্য ক্ষমাপ্রার্থী। কিন্তু আর কোনও শব্দ মানানসই হচ্ছিল না। মেসির কোনও তুলনা হয় না। ম্যাচ চলাকালীন মনে হচ্ছিল, যখন তখন যা খুশি হতে পারে। বাহ। জয় হো!'
advertisement
advertisement
অন্য দিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রণবীর সিং, দীপিকা পাড়ুকোনের প্রতিক্রিয়া। পেনাল্টি শ্যুটআউটের শেষ গোলের ঠিক আগে ভয়ে কাঁটা হয়ে ছিলেন মেসিভক্ত রণবীর। তেমনই সময়ে আর্জেন্টিনার শেষ গোলটা হয়ে যায়। মেসির জয় নিশ্চিত হতেই দীপিকাকে জড়িয়ে ধরলেন রণবীর। তাঁদের উত্তেজনাও যেন আর পাঁচটা সাধারণের মতোই। গ্যালারিতে বসে, বা বাড়িতে বসে, নানা দিকে নানা ভাবে উদযাপনে মেতেছিলেন তারকারা।
বাংলা খবর/ খবর/বিনোদন/
বাঁধনহারা হয়ে আর্জেন্টিনাকে নিয়ে এ কী শব্দ প্রয়োগ অনুপমের! আগে থেকে চাইলেন ক্ষমা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement