আরও পড়ুন: বিশ্বের ৫ম বৃহৎ হীরে তমান্নার হাতে! দাম শুনলে অবাক হবেন, কে উপহার দিলেন তাঁকে?
বাংলায় যে অসম্ভব সফলতা পেয়েছিলেন মহানায়ক৷ বলিউডে সেই পরিমাণ সাফল্য তিনি পাননি৷ তবে তাঁর অসংখ্য হিট সিনেমাকে হিন্দিতে পুনরায় বানানো হয়েছে৷ ১৯৮০ এবং ১৯৯০ এর সময়ে বহু সিনেমাকেই হিন্দিতে বানানো হয়েছে৷ উত্তমকুমারের ‘জতুগৃহ’ থেকে বানানো হয় ‘ইজাজত’ (১৯৮৭)৷ জ্যাকি শ্রফ, নানা পাটেকর মনিষা কৈরালার মতো অভিনেত্রীরা ছিলেন৷ উত্তমকুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, এবং অপর্ণা সেন অভিনীত ‘অপরাচিতা’কেও হিন্দিতেও বানানো হয়েছে৷
advertisement
এই তালিকায় অন্যতম বিখ্যাত হল ‘সবার উপরে’৷ উত্তমকুমারের এই বিখ্যাত সিনেমা অবলম্বনে হিন্দিতে বানানো হয় ‘কালা পানি’৷ উত্তমকুমারের বেশ কিছু ছবিতে দেখা গিয়েছে দেব আনন্দকে৷ ‘তেরে ঘরকে সামনে’, ‘ওরা থাকে ওধারে’, ‘উত্তরায়ণ’ এবং ‘হাম দোনো’, ‘ওগো বধু সুন্দরী’র মতো বহু সিনেমাই হিন্দিতে হয়েছে৷