স্বস্তিকা মুখোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, পাওলি দাম, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, টোটা রায়চৌধুরী, চূর্ণী গঙ্গপাধ্যায়ের পথ অনুসরণ করলেন মধুমিতাও। এর আগে তিনি তেলুগু ছবিতে কাজ করেছেন। আর এবার তাঁকে দেখা যাবে বলিউডে। বাঙালি পরিচালক প্রীতম মুখোপাধ্যায়ের ছবি ‘ফর্জ’-এ তনুজ ভিরওয়ানির বিপরীতে তাঁকে দেখা যাবে। বলিউডের প্রথম কাজ নিয়ে কতটা আপ্লুত অভিনেত্রী? মধুমিতার উত্তর, “আমি খুব টেনশনে আছি। কারণ দর্শকদের আমার থেকে অনেকটা এক্সপেক্টেশন রয়েছে আর সেটা পূরণ করার দায়িত্বও আমার। তাই তোড়জোড় করে খাটা-খাটনিও শুরু করে দিয়েছি। এখন একদম নিঃশ্বাস ফেলার সময় পাচ্ছি না।”
advertisement
আরও পড়ুন: আর মা-মেয়ে নয়! মৈনাকের ‘চিনি ২’-তে এ কোন রূপে ফিরেছেন অপরাজিতা-মধুমিতা? চমকপ্রদ ট্রেলার
অভিনেত্রীকে যে চরিত্রে দেখা যাবে, তাতে রয়েছে নানা স্তর। তাঁকে বলতে হবে দেশের নানা অঞ্চলের ভাষা। সেই সবটা নিয়ে কতটা জোর কদমে প্রস্তুতি চলছে? মধুমিতার বললেন, ” ছবিটা ভীষণভাবে চ্যালেঞ্জিং আমার কাছে, পাশাপাশি চরিত্রটাও। আমার যে চরিত্র তাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষায় কথা বলতে দেখা যাবে, তাই আমাকে রাঢ়ী, ভোজপুরী, বিহারী এইসব ভাষার প্রশিক্ষণ নিতে হচ্ছে।”
আরও পড়ুন: লাল নয়! ‘রাঙা বউ’-এর বিয়েতে সাদা শাড়ি! নেপথ্যে বিশেষ কারণ, জানলে অবাক হবেন
বলিউডে কাজ করছেন মধুমিতা। এর পরেও কি তাঁকে টলিপাড়ায় সমান ভাবে দেখা যাবে? সে বিষয়ে প্রশ্ন ছুড়ে দিলে মধুমিতা বলেন, “আমি তেলেগু ছবিতে কাজ করেছি। সেটা প্রায় শেষের দিকে। পাশাপাশি তামিল ছবির জন্যও কাজ চলছে। কাজেই আমার কাছে বলিউড বা টলিউড ম্যাটার করে না। আমি বাংলাতেও কাজ করব। চরিত্র ও চিত্রনাট্য ভাল হলে আমি যে কোনও ভাষাতেই কাজ করতে রাজি। আমি ভাল ভাল কাজ করতে চাই।” পাশাপাশি অভিনেত্রী জানান এই ছবির শ্যুটিং শুরু হবে অগাস্ট থেকে।
প্রসঙ্গত, আগামী ১১ অগাস্ট মুক্তি পাবে মধুমিতার নতুন ছবি ‘চিনি ২’। পাশাপাশি বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে আরও একটি ছবিতে কাজের করবেন তিনি। শীঘ্রই শুরু হবে তার শ্যুটিং।