অনস্ক্রিনে গে বা সমকামীর চরিত্রে অভিনয় করা কতটা কঠিন ছিল অর্জুনের জন্য? সম্প্রতি একটি সাক্ষাৎকারে অর্জুন এ নিয়ে মনের কথা শেয়ার করেছেন। অনস্ক্রিনে যেভাবে তিনি সমকামীর চরিত্রটি ফুটিয়ে তুলেছেন তা নিঃসন্দেহে তারিফযোগ্য। তবে কাজ করার সময় তাঁর কেমন অভিজ্ঞতা হয়েছিল জানিয়েছেন অর্জুন।
আরও পড়ুন: খাবার খেয়েই মিষ্টি খেতে ইচ্ছে করে? আপনি মারণরোগে আক্রান্ত হতে পারেন!
advertisement
অভিনেতার দাবি, ‘আমি জানতাম না ছেলেদের চুমু খাওয়ার সময় দাড়িতে এতটা খোঁচা লাগে। এটাই আমার বার বার মনে হয়। (হাসি) সমকামীদের নিয়ে আমি অনেকটাই জেনেছি। তবে অভিনয় করার সময় আমি সব সময়ই ভেবেছি একজন মানুষের সফরটাকে তুলে ধরতে হবে। আমার পরিচালক আমাকে যেভাবে বলেছেন, সেটাই করার চেষ্টা করেছি। আর কিচ্ছু মাথায় রাখিনি।’
আরও পড়ুন: গপ করে খেয়ে নেওয়া যাবে এই রাখি, লন্ডনে ভাইদের জন্য পাঠাচ্ছেন কলকাতার দিদি!
প্রথম সিজনের চার বছর পর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে জোয়া আখতার ও রীমা কাগতি সৃষ্ট এই ওয়েব সিরিজ। দ্বিতীয় সিজনেও তারা খান্না ও করণ মেহরার ভূমিকায় ফিরছেন শোভিতা ধুলিপালা ও অর্জুন মাথুর। কবীরের চরিত্রে দেখা যেতে চলেছে শশাঙ্ক অরোরাকে। এ ছাড়াও নিজেদের চরিত্রে ফিরেছেন জিম সর্ভ, কল্কি কোচলিন, শিবানী রঘুবংশীর মতো অভিনেতা ও অভিনেত্রীরা। পাশাপাশি, নতুন চরিত্রে রয়েছেন মোনা সিং ও ত্রিনেত্রা হালদারকে।