Rakhi Purnima 2023: গপ করে খেয়ে নেওয়া যাবে এই রাখি, লন্ডনে ভাইদের জন্য পাঠাচ্ছেন কলকাতার দিদি!

Last Updated:

Rakhi Purnima 2023: রাখি আর মিষ্টির কম্বিনেশন আন্তর্জাতিক মান পেল দিদির ভালোবাসায়। লন্ডনের ভাইদের কাছে কলকাতার দিদির উপহার। 

রাখি মিষ্টি
রাখি মিষ্টি
হাওড়া: হাওড়ার মিষ্টির এবার ঠাঁই লন্ডনে। রাখির আদলে তৈরি মিষ্টি যাচ্ছে লন্ডনে। কয়েকবছর ধরে রাখি মিষ্টি তৈরি করছে হাওড়ার সালকিয়ার এক প্রসিদ্ধ মিষ্টান্ন ভাণ্ডার| এতদিন জেলা ছাড়িয়ে কলকাতায় চাহিদা থাকলেও এবার একেবারে জেলা বা কলকাতা ছাড়িয়ে সুদূর লন্ডনে পারি দিচ্ছে রাখি মিষ্টি। কিন্তু কেন হটাৎ রাখি মিষ্টি লন্ডন যাবে ?
কলকাতার নিবাসী এক মহিলার ভাই কর্মরত লন্ডনে। রাখির সময় ভাই আসতে পারেনা দিদির কাছে। সেই আক্ষেপ মেটাতেই এবার সালকিয়ার মিষ্টির দোকানের দ্বারস্থ দিদি। একদিকে রাখি, অন্যদিকে মিষ্টি, দুই’ই একসঙ্গে পাঠানোর সুযোগ হাতছাড়া করেননি দিদি। কিন্তু একটা উপহার না পাঠিয়ে দিদি পাঠাচ্ছেন ১২ টি রাখি মিষ্টি। সেখানেই ভাইয়ের সঙ্গে কর্মরত ভারতীয় ভাইদের জন্য রাখি পাঠাচ্ছেন কলকাতার দিদি।
advertisement
advertisement
আরও পড়ুন: পেটের ব্যথায় কষ্ট পাচ্ছিলেন মহিলা, ১ ঘণ্টা অস্ত্রোপচারের পর যা বের হল, জানলে ভয় পাবেন!
কলকাতার চাহিদা অনুযায়ী ইতিমধ্যেই বিশেষ এই রাখি মিষ্টির  কাজ শুরু হয়েছে। এই মাসের ২৫-২৬ তারিখ নাগাদ লন্ডনের উদ্দেশ্যে পাঠানো হবে এই বিশেষ মিষ্টি। বিশেষ এই মিষ্টি তৈরি হচ্ছে ক্ষীর, কাজু বাদাম দিয়ে। এই মিষ্টি থাকবে ৬-৭ দিন। সালকিয়ার প্রসিদ্ধ মিষ্টান্ন ভাণ্ডার ব্রজনাথ গ্র্যান্ড সন্স-এর কর্ণধার অসীম দাস জানিয়েছে, ‘দু’বছর ধরে এই বিশেষ রাখি মিষ্টি তৈরি করছি। জেলা থেকে শহরে এর চাহিদা ছিল। এমনকী ক্রেতারা এখন থেকেই খোঁজ-খবর নিতে শুরু করেছেন। ৩১ তারিখ রাখি উৎসবের আগে এমন একটা সুযোগ যা আমাদের কর্মকাণ্ডকে অনেকটাই সফলতা এনে দিল।’
advertisement
রাখির মতো মিষ্টি রাখির মতো মিষ্টি
আরও পড়ুন: খাবার খেয়েই মিষ্টি খেতে ইচ্ছে করে? আপনি মারণরোগে আক্রান্ত হতে পারেন!
অন্যদিকে মিষ্টান্ন ভাণ্ডারের আরেক কর্ণধার অভিজিৎ দাসের দাবি, ‘এই মিষ্টি পাঠাতে অনেক সতর্কতা মূলক ভাবে আমাদের মিষ্টি তৈরি করতে হচ্ছে। গুণগতমান ও মিষ্টি যাতে স্বাভাবিক সুন্দর ভাবে পৌঁছতে পারে তার জন্য বিশেষ প্যাকেজিংয়ের উপর আমাদের নজর দিতে হচ্ছে। এখানকার দামের থেকে অনেকটাই বেশি দাম হলেও ক্রেতা তাতেই রাজি হয়েছেন।’ এখন যে মিষ্টি যাচ্ছে তার মধ্যে দিদির ভালবাসা জড়িয়ে রয়েছে ভাইয়ের প্রতি। সেই ভালবাসা ও ভরসা জয়ের পাশাপাশি এমন একটা কাজ করতে পেরে খুশি দোকান মালিকরাও।
advertisement
দেবাশিস চক্রবর্তী
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Rakhi Purnima 2023: গপ করে খেয়ে নেওয়া যাবে এই রাখি, লন্ডনে ভাইদের জন্য পাঠাচ্ছেন কলকাতার দিদি!
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement