TRENDING:

Lopamudra Mitra: ‘অ্যাই নেমে যা’, মঞ্চে বাংলা গান গেয়ে হেনস্থার শিকার লোপামুদ্রা! পাল্টা জবাব গায়িকার

Last Updated:

Lopamudra Mitra: প্রথম সারিতে বসে তাঁর গান শুনতে শুনতে ধূমপান করতে দেখেছেন লোপামুদ্রা। তাঁর গানে কোনও মন নেই সেই যুবকের দলের। গায়িকা তাঁদেরও ধমক দিতে ছাড়েননি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বাংলা গান গাওয়ার জন্য অপমানিত। এমনও অভিজ্ঞতার শিকার হয়েছেন সঙ্গীতশিল্পীরা। একবার নয়, বারবার উঠে এসেছে এই ঘটনার উদাহরণ। সম্প্রতি এর সাক্ষাৎকারে এমনই এক ঘটনার কথা জানালেন লোপামুদ্রা মিত্র। ঘটনাটি ঘটেছে আমডাঙার মাচার অনুষ্ঠানে।
লোপামুদ্রা মিত্র
লোপামুদ্রা মিত্র
advertisement

লোপাকে আমন্ত্রণ করে নিয়ে যাওয়া হয়েছিল আমডাঙর এক অনুষ্ঠানে। এক ঘণ্টার জন্য তাঁকে ডাকা হয়েছিল সেখানে। মঞ্চে উঠে ‘হৃদমাঝারে’, ‘ধাধিনা নাতিনা’, ‘আয় আয় কে যাবি’, পর পর বিখ্যাত, জনপ্রিয় গানগুলি তিনি গাইছিলেন। আচমকা দর্শকাসন থেকে কটূক্তি শুনতে হয় তাঁকে। কারণ, তিনি বাংলা গান গাইছিলেন। বাংলার মাটিতে এমন ঘটনা ঘটবে, তিনি আশা করেননি। ‘সুন্দরী কমলা’ গাওয়ার সময়ে হঠাৎ কেউ কেউ বলে ওঠেন, ‘‘অ্যাই নেমে যা, নাম!’’

advertisement

আরও পড়ুন: ‘বাঙালির দুই সিং, অরিজিৎ আর রিঙ্কু’, KKR-এর কিং সৃজিতের পোস্টে যেন বাংলার ছেলে!

আরও পড়ুন: প্রাক্তন স্বামী নাগার মুখ দেখা বন্ধ, দেওরকে ‘হৃদয় ভরা ভালবাসা’ পাঠালেন সামান্থা!

কিন্তু বাংলা গান, নিজের সম্মান, সবের জবাব দিয়েছেন লোপা। সরাসরি মাইকে বলেছেন, ‘‘আমাকে এখানে ডাকা হয়েছে এক ঘণ্টা গান গাওয়ার জন্য। এক ঘণ্টার আগে যদি কেউ আমাকে স্টেজ থেকে নামাতে পারে, নামিয়ে দেখা।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

শুধু তা-ই নয়, প্রথম সারিতে বসে তাঁর গান শুনতে শুনতে ধূমপান করতে দেখেছেন লোপামুদ্রা। তাঁর গানে কোনও মন নেই সেই যুবকের দলের। গায়িকা তাঁদেরও ধমক দিতে ছাড়েননি। প্রশ্ন উঠছে, বাংলা গানের প্রতি বিরূপ মনোভাব প্রকাশ করছে কেন এক দল শ্রোতা? অনীহা বাড়ছে বাংলা গান নিয়ে?

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Lopamudra Mitra: ‘অ্যাই নেমে যা’, মঞ্চে বাংলা গান গেয়ে হেনস্থার শিকার লোপামুদ্রা! পাল্টা জবাব গায়িকার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল