লোপাকে আমন্ত্রণ করে নিয়ে যাওয়া হয়েছিল আমডাঙর এক অনুষ্ঠানে। এক ঘণ্টার জন্য তাঁকে ডাকা হয়েছিল সেখানে। মঞ্চে উঠে ‘হৃদমাঝারে’, ‘ধাধিনা নাতিনা’, ‘আয় আয় কে যাবি’, পর পর বিখ্যাত, জনপ্রিয় গানগুলি তিনি গাইছিলেন। আচমকা দর্শকাসন থেকে কটূক্তি শুনতে হয় তাঁকে। কারণ, তিনি বাংলা গান গাইছিলেন। বাংলার মাটিতে এমন ঘটনা ঘটবে, তিনি আশা করেননি। ‘সুন্দরী কমলা’ গাওয়ার সময়ে হঠাৎ কেউ কেউ বলে ওঠেন, ‘‘অ্যাই নেমে যা, নাম!’’
advertisement
আরও পড়ুন: ‘বাঙালির দুই সিং, অরিজিৎ আর রিঙ্কু’, KKR-এর কিং সৃজিতের পোস্টে যেন বাংলার ছেলে!
আরও পড়ুন: প্রাক্তন স্বামী নাগার মুখ দেখা বন্ধ, দেওরকে ‘হৃদয় ভরা ভালবাসা’ পাঠালেন সামান্থা!
কিন্তু বাংলা গান, নিজের সম্মান, সবের জবাব দিয়েছেন লোপা। সরাসরি মাইকে বলেছেন, ‘‘আমাকে এখানে ডাকা হয়েছে এক ঘণ্টা গান গাওয়ার জন্য। এক ঘণ্টার আগে যদি কেউ আমাকে স্টেজ থেকে নামাতে পারে, নামিয়ে দেখা।’’
শুধু তা-ই নয়, প্রথম সারিতে বসে তাঁর গান শুনতে শুনতে ধূমপান করতে দেখেছেন লোপামুদ্রা। তাঁর গানে কোনও মন নেই সেই যুবকের দলের। গায়িকা তাঁদেরও ধমক দিতে ছাড়েননি। প্রশ্ন উঠছে, বাংলা গানের প্রতি বিরূপ মনোভাব প্রকাশ করছে কেন এক দল শ্রোতা? অনীহা বাড়ছে বাংলা গান নিয়ে?