ধারাবাহিকের শ্যুটিং শুরু হওয়ার পর খুব তাড়াতাড়িই ভাল বন্ধু হয়ে গিয়েছেন সপ্তর্ষি এবং সোনামণি। সপ্তর্ষি এক দিকে টেনিস খেলা চর্চা করছেন, অন্য দিকে সোনামণি জানালেন, ডাক্তারিতে হাতেখড়ি হচ্ছে তাঁর। বিভিন্ন ওষুধ এবং রোগের নামের সঠিক উচ্চারণ শিখছেন। ছোট ছোট পদক্ষেপ ফেলছেন 'রাধিকা'। পর্দার সফল ডাক্তারির ছাত্রী হওয়ার জন্য।
আরও পড়ুন: 'গাঁটছড়া', 'মিঠাই'-এর জোর টক্কর, এ সপ্তাহে টিআরপি-তে কে নিল বাংলা সেরার খেতাব?
advertisement
এই ধারাবাহিকের কাস্টিং যখন শুরু হয়, অনেক দিন পর্যন্ত নায়কের নাম বলেননি লীনা। তার কারণ জানালেন আজ। লীনার কথায়, ''তখনও আমরা নিজেরা নিশ্চিত ছিলাম না বলে সপ্তর্ষির নাম বলতে পারিনি। কিন্তু যখন বললাম, তখন অনেকেই আমাকে বলেছেন, 'ডিঙ্কা ('শ্রীময়ী' ধারাবাহিকের পর যে নামে তিনি জনপ্রিয় হয়েছেন) নায়ক হবে?' অনেকেরই নাকি মনে হয়েছিল, সপ্তর্ষি নায়কোচিত নয়। কিন্তু আমার কাছে সব সময়েই ওর অভিনয় দক্ষতা প্রাধান্য পেয়েছে। ও মঞ্চের অভিনেতা। আমি জানি, ও অভিনয় দিয়ে মানুষের মন জয় করে নিলে তখন আর কারও বাহ্যিক বৈশিষ্ট্যতে যায় আসবে না।''
আরও পড়ুন: 'এক্কা দোক্কা'র কারণে বন্ধ হয়ে যাচ্ছে 'আয় তবে সহচরী'? কী জানালেন কণীনিকা?
এই প্রসঙ্গে লীনা জানালেন, 'শ্রীময়ী' ধারাবাহিকেও যখন লাইমলাইট ছিল ডিঙ্কার দিকে, তখন তিনিই কিন্তু ধারাবাহিকের নায়ক ছিলেন।
সপ্তর্ষির কি কোনও দিন মনে হয়েছে যে তিনি নায়কোচিত নন? 'পোখরাজ'-এর উত্তর, ''এখনও পর্যন্ত আমার কোনও দিন সে সব কিছু মনে হয়নি। তবে হ্যাঁ, যদি ১৫ বছর ধরে টানা চেষ্টা করেও নায়ক হতে না পারতাম, তখন আমারও হয়তো মনে হত যে আমি নায়কোচিত নই। বা আমাকে এমনটা মনে করানো হত। কিন্তু এখন এ সব মনে হয় না। কারণ সেই জায়গাটা পেয়েছি লীনাদির জন্য।''