TRENDING:

Leena Gangopadhyay-Saptarshi Moulik: 'এক্কা দোক্কা'-র সপ্তর্ষি নায়কোচিত নন, 'অভিযোগ' শুনেও লীনার ভরসা অভিনয় দক্ষতায়

Last Updated:

Ekka Dokka serial: ধারাবাহিকের শ্যুটিং শুরু হওয়ার পর খুব তাড়াতাড়িই ভাল বন্ধু হয়ে গিয়েছেন সপ্তর্ষি এবং সোনামণি। সপ্তর্ষি এক দিকে টেনিস খেলা চর্চা করছেন, অন্য দিকে সোনামণি জানালেন, ডাক্তারিতে হাতেখড়ি হচ্ছে তাঁর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আগামী ১৮ জুলাই থেকে স্টার জলসা-তে নতুন জুটি সোনামণি সাহা আর সপ্তর্ষি মৌলিক। দুই জনপ্রিয় টেলিভিশন তারকার টক্কর, বন্ধুত্ব, প্রেম নিয়ে শুরু হবে 'এক্কা দোক্কা' ধারাবাহিক। তারই ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে নিউজ18 বাংলার মুখোমুখি নায়ক-নায়িকা, ধারাবাহিকের স্রষ্টা এবং প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায় এবং শৈবাল বন্দ্যোপাধ্যায়।
advertisement

ধারাবাহিকের শ্যুটিং শুরু হওয়ার পর খুব তাড়াতাড়িই ভাল বন্ধু হয়ে গিয়েছেন সপ্তর্ষি এবং সোনামণি। সপ্তর্ষি এক দিকে টেনিস খেলা চর্চা করছেন, অন্য দিকে সোনামণি জানালেন, ডাক্তারিতে হাতেখড়ি হচ্ছে তাঁর। বিভিন্ন ওষুধ এবং রোগের নামের সঠিক উচ্চারণ শিখছেন। ছোট ছোট পদক্ষেপ ফেলছেন 'রাধিকা'। পর্দার সফল ডাক্তারির ছাত্রী হওয়ার জন্য।

আরও পড়ুন: 'গাঁটছড়া', 'মিঠাই'-এর জোর টক্কর, এ সপ্তাহে টিআরপি-তে কে নিল বাংলা সেরার খেতাব?

advertisement

এই ধারাবাহিকের কাস্টিং যখন শুরু হয়, অনেক দিন পর্যন্ত নায়কের নাম বলেননি লীনা। তার কারণ জানালেন আজ। লীনার কথায়, ''তখনও আমরা নিজেরা নিশ্চিত ছিলাম না বলে সপ্তর্ষির নাম বলতে পারিনি। কিন্তু যখন বললাম, তখন অনেকেই আমাকে বলেছেন, 'ডিঙ্কা ('শ্রীময়ী' ধারাবাহিকের পর যে নামে তিনি জনপ্রিয় হয়েছেন) নায়ক হবে?' অনেকেরই নাকি মনে হয়েছিল, সপ্তর্ষি নায়কোচিত নয়। কিন্তু আমার কাছে সব সময়েই ওর অভিনয় দক্ষতা প্রাধান্য পেয়েছে। ও মঞ্চের অভিনেতা। আমি জানি, ও অভিনয় দিয়ে মানুষের মন জয় করে নিলে তখন আর কারও বাহ্যিক বৈশিষ্ট্যতে যায় আসবে না।''

advertisement

আরও পড়ুন: 'এক্কা দোক্কা'র কারণে বন্ধ হয়ে যাচ্ছে 'আয় তবে সহচরী'? কী জানালেন কণীনিকা?

এই প্রসঙ্গে লীনা জানালেন, 'শ্রীময়ী' ধারাবাহিকেও যখন লাইমলাইট ছিল ডিঙ্কার দিকে, তখন তিনিই কিন্তু ধারাবাহিকের নায়ক ছিলেন।

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

সপ্তর্ষির কি কোনও দিন মনে হয়েছে যে তিনি নায়কোচিত নন? 'পোখরাজ'-এর উত্তর, ''এখনও পর্যন্ত আমার কোনও দিন সে সব কিছু মনে হয়নি। তবে হ্যাঁ, যদি ১৫ বছর ধরে টানা চেষ্টা করেও নায়ক হতে না পারতাম, তখন আমারও হয়তো মনে হত যে আমি নায়কোচিত নই। বা আমাকে এমনটা মনে করানো হত। কিন্তু এখন এ সব মনে হয় না। কারণ সেই জায়গাটা পেয়েছি লীনাদির জন্য।''

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Leena Gangopadhyay-Saptarshi Moulik: 'এক্কা দোক্কা'-র সপ্তর্ষি নায়কোচিত নন, 'অভিযোগ' শুনেও লীনার ভরসা অভিনয় দক্ষতায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল