TRENDING:

Lata Mangeshkar’s Funeral: লতা মঙ্গেশকরের শেষকৃত্যে কেন অনুপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন? জানা গেল কারণ

Last Updated:

দাদারের শিবাজি পার্কে প্রবাদপ্রতিম শিল্পীর শেষকৃত্যে উপস্থিত ছিলেন না অমিতাভ (Amitabh Bachchan)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই : বসন্ত পঞ্চমীর পর দিন ইন্দ্রপতন৷ ৬ ফেব্রুয়ারি ৯২ বছর বয়সে সুরলোকে পাড়ি দিলেন লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)৷ তাঁর প্রয়াণের সংবাদ ছড়িয়ে পড়তেই অসংখ্য তারকা কিংবদন্তিসম শিল্পীর পেডার রোডের বাসভবনে গিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন৷ মেয়ে শ্বেতা নন্দা বচ্চনকে নিয়ে অমিতাভও গিয়েছিলেন সুরসম্রাজ্ঞীকে শ্রদ্ধা জানাতে৷ তবে দাদারের শিবাজি পার্কে প্রবাদপ্রতিম শিল্পীর শেষকৃত্যে উপস্থিত ছিলেন না অমিতাভ (Amitabh Bachchan)৷
advertisement

রবিবার শিবাজি পার্কে লতা মঙ্গেশকরের অন্ত্যেষ্টিতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে উপস্থিত থেকে শ্রদ্ধাজ্ঞাপন করেন কিন্নরকণ্ঠীকে৷ পাশাপাশি হাজির ছিলেন শাহরুখ খান, শ্রদ্ধা কপূর, রণবীর কপূর, জাভেদ আখতার-সহ বলিউডের বহু তারকাই৷ কিন্তু শিবাজি পার্কে দেখা যায়নি অমিতাভ বচ্চনকে৷

আরও পড়ুন : প্রখ্যাত সুরকার অনিল বিশ্বাসের নাতনির স্মৃতিচারণায় কিংবদন্তি লতার জীবনের বর্ণময় তথ্য

advertisement

সূত্র মারফত জানা গিয়েছে, অমিতাভ বচ্চন প্রয়াত কোকিলকণ্ঠীকে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন৷ পেডার রোডে প্রয়াত শিল্পীর পরিবার পরিজনদেরও সাক্ষাৎ করেন৷ কোভিড-১৯ –এর বিধি পালন করার জন্যই তিনি শিবাজি পার্কে লতা মঙ্গেশকরের শেষকৃত্যে অনুপস্থিত ছিলেন৷ পাশাপাশি, তাঁর নিজের স্বাস্থ্যের সুরক্ষার বিষয়টিও ছিল৷ প্রকাশ্যে, জনসমাগমে প্রয়াত শিল্পীর শেষকৃত্যে তিনি উপস্থিত থাকতে চাননি কোভিডবিধি পালনের কথা মাথায় রেখেই৷ পরিবর্তে তিনি শোকজ্ঞাপনের জন্য বেছে নেন প্রয়াত শিল্পীর বাসভবনকেই৷

advertisement

আরও পড়ুন : সম্রাজ্ঞী হয়েও এই কারণেই উজ্জ্বল প্রসাধনী ছেড়ে আপন করেছিলেন সাদা শাড়িতে হিরের দ্যুতিকে

লতা মঙ্গেশকরের প্রয়াণে নিজের ব্লগে অমিতাভ বচ্চন লেখেন, ‘‘তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন...লক্ষ শতকের কণ্ঠ আমাদের ছেড়ে চলে গিয়েছেন...তাঁর কণ্ঠ এখন অনুরণিত হচ্ছে স্বর্গে!’’ লিখেছেন বর্ষীয়ান অভিনেতা৷ শান্তির জন্য প্রার্থনা জানিয়েছেন৷

আরও পড়ুন : আম, জাফরান সুবাসিত গাজরের হালুয়া এবং আশা ভোঁসলের তৈরি শাম্মি কাবাব ছিল সুরসম্রাজ্ঞীর পছন্দের শীর্ষে

advertisement

প্রায় এক মাস হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত ৬ ফেব্রুয়ারি প্রয়াত হন লতা মঙ্গেশকর৷ কোভিড ১৯ এবং নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পর গত ৮ জানুয়ারি তাঁকে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
Lata Mangeshkar’s Funeral: লতা মঙ্গেশকরের শেষকৃত্যে কেন অনুপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন? জানা গেল কারণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল