TRENDING:

Sonar Kella Sequel: 'সোনার কেল্লা'র সিক্যুয়েলে ফেলুদা মৃত না জীবিত? কী বললেন পরিচালক 'মুকুল'

Last Updated:

Sonar Kella Sequel: গিয়ে শ্যুটিং হবে, তাই শীত আসার অপেক্ষায় সকলে। কুশল জানালেন, প্রয়োজনে আসল ছবিটির কিছু ফুটেজ ব্যবহার করা হতে পারে সত্যজিৎকে শ্রদ্ধা জানানোর জন্য।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: মুকুল আবার সোনার কেল্লা দেখতে চলল। সঙ্গে নিল তার ছেলেকে। শুনে অবাক লাগছে তো? কিন্তু সত্যিই অনেকগুলি বছর পেরিয়ে গিয়েছে। মুকুলও তো প্রৌঢ় হয়েছে। তারও পরিবার রয়েছে। তা বলে কি সোনার কেল্লার কথা তার মনে পড়ে না? জাতিস্বর তো সে। 'দুষ্টু লোক'-এর জ্বালায় কি সে পূর্ব জন্মের কথা ভুলে যাবে? না ভোলেনি। তাই ফিরে যাচ্ছে জয়সলমীরে। সোনার কেল্লা দেখতে। আর সেই ঘটনাকে ক্যামেরাবন্দি করছে মুকুল নিজেই।
advertisement

সেই ছোট্ট মুকুল তো আজকের টলিউডের বিখ্যাত অভিনেতা কুশল চক্রবর্তী। ১৯৭৪ সালের সত্যজিৎ রায়ের ছবি 'সোনার কেল্লা'র সিক্যুয়েলের পরিচালনা করবেন তিনি। যেখানে ৪৮ বছর পর নিজেই আবার মুকুলের জুতোয় পা গলাবেন। সঙ্গে থাকবে তাঁর ছেলে। কিন্তু কুশলের ছেলের চরিত্রে কে অভিনয় করবেন, সেটা এখনও স্থির হয়নি বলে জানালেন খোদ 'মুকুল'।

advertisement

কুশল নিউজ১৮ বাংলাকে বললেন, ''বাবুদার (সন্দীপ রায়, সত্যজিতের পুত্র) সঙ্গে কথা হয়ে গিয়েছে। তিনি মৌখিক অনুমতি দিয়ে দিয়েছেন। আমি বলেছিলাম, এটা ফেলুদার গল্প নয়। ফেলুদা থকবে না এখানে। এটা মুকুল, মুকুলের ছেলে, এবং আরও কিছু চরিত্রকে নিয়ে গল্পের বুনন। একাধিক প্রযোজকের সঙ্গে কথাবার্তা চলছে। দেখা যাক, কাদের সঙ্গে পাকা কথা হয়।'' পর্দার মুকুলকে প্রশ্ন করা হয়, এই বিষয়বস্তুর কথা মাথায় এল কী ভাবে তাঁর? কুশলের উত্তর, ''২০১৬ সালে জয়সলমীরে শ্যুটিং করতে গিয়েছিলাম। ওখানে বসে হুট করে মাথায় এল এ রকম কিছু একটা তো করা যেতে পারে। নস্টালজিয়া থাকবে, 'সোনার কেল্লা'র স্বাদ পাবেন দর্শক। ওই যাত্রা থাকবে।''

advertisement

এতগুলো বছর পেরিয়ে গিয়েছে, তবে কি ফেলুদা এত দিনে মৃত নাকি জীবিত? কুশলের উত্তর, ''সেটা জানা যাবে না। ফেলুদার উল্লেখ থাকবে বটে। কিন্তু বাকিটা জানা যাবে না।''

আরও পড়ুন: জ্বলজ্বল করবেন মহাকাশে...! অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের নামে নক্ষত্রের নাম! আবেগে ভাসলেন স্ত্রী-কন্যা

এই ছবির শেষে থাকবে বড় চমক। আসল 'সোনার কেল্লা' থেকে কেবল মুকুলের চরিত্র থাকছে না। থাকবে আরও এক চরিত্র। কিন্তু কোন চরিত্র? তোপসে, লালমোহন গঙ্গোপাধ্যায়, ডক্টর হাজরা নাকি মন্দার বোস অতবা সিধু জ্যাঠা? রহস্যের উদঘাটন হবে ছবি মুক্তির পর। আপাতত সেই রহস্য আরও ঘনীভূত হোক, এমনটাই চাইছেন পরিচালক কুশল।

advertisement

আরও পড়ুন: সন্দীপ রায়ের চোখে নতুন 'ফেলুদা' ইন্দ্রনীলই! তোপসে, জটায়ুর চরিত্রে কারা

ছবিটির শ্যুটিং শুরু হবে বছরের শেষে। রাজস্থানে গিয়ে শ্যুটিং হবে, তাই শীত আসার অপেক্ষায় সকলে। কুশল জানালেন, প্রয়োজনে আসল ছবিটির কিছু ফুটেজ ব্যবহার করা হতে পারে সত্যজিৎকে শ্রদ্ধা জানানোর জন্য।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Sonar Kella Sequel: 'সোনার কেল্লা'র সিক্যুয়েলে ফেলুদা মৃত না জীবিত? কী বললেন পরিচালক 'মুকুল'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল