TRENDING:

Tiyasha Roy: সিরিয়াল শেষ, কৃষ্ণকলি ওরফে তিয়াশা রায় এখন কী করছেন?

Last Updated:

কৃষ্ণকলি সিরিয়াল থেকে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন শ্যামা ওরফে তিয়াশা রায়৷ রাতারাতি স্টার হয়ে উঠেছিলেন তিনি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কৃষ্ণকলি বা শ্যামা ওরফে তিয়াশা রায় এখন কী করছেন? প্রশ্ন জাগছে ভক্তদের মনে৷ বেশ কিছুদিন হয়েছে কৃষ্ণকলি ধারাবাহিকটি শেষ হয়েছে৷ ধারাবাহিকে নিখিল ওরফে নীলকে দেখা যাচ্ছে অন্য ধারাবাহিকে৷ তবে তিয়াশা কোথায়? প্রশ্ন ভক্তদের মনে৷ টিভির পর্দাতে নেই শ্যামা, কিন্তু তিনি ঘুরে বেড়াচ্ছেন কলকাতা শহরের আনাচে কানাচে৷ চেখে দেখছেন হরেক রকমের পদ! ফিগারের চিন্তা না করেই কামড় বসাচ্ছেন লোভনীয় সব মিষ্টিতে৷ দেখে নিন ভিডিও৷
Tiyasha Roy
Tiyasha Roy
advertisement

আরও পড়ুন Mother's Day 2022: সামাজিক নিয়মকে বুড়ো আঙুল, মা-কে যেভাবে বিশেষ সম্মান এই বলি তারকাদের...

কৃষ্ণকলি সিরিয়াল থেকে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন শ্যামা ওরফে তিয়াশা রায়৷ রাতারাতি স্টার হয়ে উঠেছিলেন তিনি৷ ৪ বছর ধরে চলেছে এই ধারাবাহিক৷ এবং সবসময় ছিল সিপারহিট৷ কেন্দ্রীয় চরিত্র হিসেবে তিয়াশাকেও সকলের মনে ধরে৷ সিরিয়াল শেষ হয়েছে৷ এখন তিয়াশা কিছুটা সময় পেয়েছেন নিজের জন্য৷ তবে সই সময়ে তিনি ব্যস্ত৷ নিজের ইউটিউব চ্যানেল শুরু করেছেন অভিনেত্রী৷ যেখানে ট্র্যাভেল, ফুড অর্থাৎ ঘুরে বেড়ানো এবং খাওয়া-দাওয়া শ্যুট করছেন তিনি৷ কলকাতা শহরের বিভিন্ন জায়গায় রয়েছে নানা পদের সম্ভার৷ সেই সব তাঁর দর্শকদের সামনে তুলে ধরছেন তিয়াশা৷ বিভিন্ন জায়গায় বেড়াতে যাওয়ার খোঁজও দিচ্ছেন পর্দার কৃষ্ণকলি৷

advertisement

ইউটিউবের প্রথম পর্বে তিনি দেখিয়ে ছিলেন বাওয়ালি রাজবাড়ি৷ সেখানে ঘুরতে গিয়েছিলেন তিয়াশা৷ পরের পর্বে তিনি উপস্থিত হয়েছেন নিউ টাউনের মিষ্টি হাবে৷ অভিনেত্রী জানিয়েছেন 'আমি যেহেতু খেতে-ঘুরতে ভালবাসি, তাই সেই ধরণের ভিডিও তুলে আনব সকলের জন্য৷ সিরিয়ালের চাপে আগে সময় পাইনি৷ এখন কিছুটা খালি সময় এই ভিডিও বানাচ্ছি৷ নিজের ইউটিউব লঞ্চ করার ইচ্ছে আগে থেকেই ছিল, যা শেষ পর্যন্ত করতে পারলাম৷'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

শ্যামার সাজে তিয়াশাকে দেখে অভ্যস্ত সকলে৷ এই ভিডিওগুলিতে তাঁকে একেবার অন্য রকম লাগছে৷ খুবই গ্ল্যামারস৷ তবে কতদিন তিনি নিজের সময় বার করে এই কাজ চালিয়ে যেতে পারবেন, সেটাই প্রশ্ন৷ কারণ খুব তাড়াতাড়ি তাঁকে দেখা যাবে অন্য একটি সিরিয়ালে৷ পুরনো প্রযোজনা সংস্থা টেন্টের সঙ্গেই গাঁটছড়া বেঁধে নতুন ধারাবাহিক আসছে তিয়াশার৷ এখানেও তিনি থাকবেন মূল চরিত্রে৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Tiyasha Roy: সিরিয়াল শেষ, কৃষ্ণকলি ওরফে তিয়াশা রায় এখন কী করছেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল