Mother's Day 2022: সামাজিক নিয়মকে বুড়ো আঙুল, মা-কে যেভাবে বিশেষ সম্মান এই বলি তারকাদের...

Last Updated:
Mother's Day 2022: সামাজিক নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে মায়ের পদবীকে আপন করে নিয়েছেন বহু তারকা৷ জন্মসূত্রে বাবার পদবী জুড়ে যায় সকলের নামের সঙ্গে৷ কিন্তু এরা ব্যতিক্রমী৷ নিজেদের জীবনে মায়ের গুরুত্বকে সম্মান জানিয়ে নামের সঙ্গে মায়ের পদবী জুড়েছেন এরা৷ সাধারণ মানুষের জন্য তৈরি করেছেন নিদর্শন৷ আজ, মাদার্স ডে-তে এই সব সেলেব্রিটিদের চিনে নিন, আপনিও পেতে পারেন অনুপ্ররণা৷
1/8
বিয়ের পর মেয়েদের পদবী বদলের রীতি রয়েছে৷ বিয়ের আগে মেয়েরা বাবার পদবী ব্যবহার করেন, বিয়ের পর সেটাই বদলে যায় স্বামীর পদবীতে৷ তবে বহু বলিউড সেলিব্রিটি রয়েছেন যাঁরা এসব নিয়মের ধার ধারে না৷ তাঁরা তাঁদের পদবীতে যোগ করেছেন মায়ের নাম বা পদবী৷ আজ মাদার্স ডে-তে এমনই কিছু তারকাদের দিকে নজর রাখা যাক,যাঁরা তাঁদের কাজের মধ্যে এবং জীবনধারার মধ্যে দিয়ে প্রতি নিয়ত মায়েদের সম্মান জানায়ে এসেছেন৷
বিয়ের পর মেয়েদের পদবী বদলের রীতি রয়েছে৷ বিয়ের আগে মেয়েরা বাবার পদবী ব্যবহার করেন, বিয়ের পর সেটাই বদলে যায় স্বামীর পদবীতে৷ তবে বহু বলিউড সেলিব্রিটি রয়েছেন যাঁরা এসব নিয়মের ধার ধারে না৷ তাঁরা তাঁদের পদবীতে যোগ করেছেন মায়ের নাম বা পদবী৷ আজ মাদার্স ডে-তে এমনই কিছু তারকাদের দিকে নজর রাখা যাক,যাঁরা তাঁদের কাজের মধ্যে এবং জীবনধারার মধ্যে দিয়ে প্রতি নিয়ত মায়েদের সম্মান জানায়ে এসেছেন৷
advertisement
2/8
প্রথমে আসবে বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী সায়রা বানুর নাম৷ প্রথম থেকেই তিনি মায়ের পদবী ব্যবহার করেন৷ দিলীপ সাহবের স্ত্রী সায়রা বিবির মায়ের নাম ছিল নাসিমা বানো৷ বাবার নাম ছিল এহসান-উল-হক৷ সামাজিক নিয়মকে তোয়াক্কা না করে সেই সময়ই তিনি মায়ের পদবী ব্যবহার করতেন৷ পুরুষ শাষিত সমাজ এবং পুরুষের আধিপত্য থাকা বলিউডে তিনি এক নতুন ধারা শুরু করেন৷
প্রথমে আসবে বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী সায়রা বানুর নাম৷ প্রথম থেকেই তিনি মায়ের পদবী ব্যবহার করেন৷ দিলীপ সাহবের স্ত্রী সায়রা বিবির মায়ের নাম ছিল নাসিমা বানো৷ বাবার নাম ছিল এহসান-উল-হক৷ সামাজিক নিয়মকে তোয়াক্কা না করে সেই সময়ই তিনি মায়ের পদবী ব্যবহার করতেন৷ পুরুষ শাষিত সমাজ এবং পুরুষের আধিপত্য থাকা বলিউডে তিনি এক নতুন ধারা শুরু করেন৷
advertisement
3/8
বলিউডের খ্যাতনামা পরিচালক সঞ্জয় লীলা বনসালি। তিনি তাঁর নামের সঙ্গে মায়ের নাম যুক্ত করেছেন৷ এর পিছনে বিশেষ কারণ রয়েছে৷ সঞ্জয়ের বাবা ছিলেন ছবির প্রযোজক৷ তবে তিনি কর্মক্ষেত্রে সাফল্য না পাওয়ায় মদ্য পান শুরু করেন৷ এই অবস্থায় রোজকার বন্ধ হয়ে যায়৷ তখন সংসারের হাল ধরেন সঞ্জয়ের মা লীলা বনসালি৷ থিয়েটারে অভিনয় করে তিনি সংসার টানতে থাকে৷ বড় করে তোলেন ছেলেমেয়েকে৷ এভাবেই বহু কষ্টের মধ্য দিয়ে তিনি সন্তানদের বড় করে তোলেন৷ তাদের উপর কষ্টের কোনও আঁচ আসতে দেননি লীলা বনসালি৷ মায়ের জীবনের এই সংগ্রামকে সম্মান জানিয়ে নিজের নামের সঙ্গে লীলা যোগ করে সঞ্জয় নিজের পরিচয় তৈরি করেন সঞ্জয় লীলা বনসালি হিসেবে৷
বলিউডের খ্যাতনামা পরিচালক সঞ্জয় লীলা বনসালি। তিনি তাঁর নামের সঙ্গে মায়ের নাম যুক্ত করেছেন৷ এর পিছনে বিশেষ কারণ রয়েছে৷ সঞ্জয়ের বাবা ছিলেন ছবির প্রযোজক৷ তবে তিনি কর্মক্ষেত্রে সাফল্য না পাওয়ায় মদ্য পান শুরু করেন৷ এই অবস্থায় রোজকার বন্ধ হয়ে যায়৷ তখন সংসারের হাল ধরেন সঞ্জয়ের মা লীলা বনসালি৷ থিয়েটারে অভিনয় করে তিনি সংসার টানতে থাকে৷ বড় করে তোলেন ছেলেমেয়েকে৷ এভাবেই বহু কষ্টের মধ্য দিয়ে তিনি সন্তানদের বড় করে তোলেন৷ তাদের উপর কষ্টের কোনও আঁচ আসতে দেননি লীলা বনসালি৷ মায়ের জীবনের এই সংগ্রামকে সম্মান জানিয়ে নিজের নামের সঙ্গে লীলা যোগ করে সঞ্জয় নিজের পরিচয় তৈরি করেন সঞ্জয় লীলা বনসালি হিসেবে৷
advertisement
4/8
লেখক ও সাংবাদিক মুকুল শর্মা এবং বিখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী ও পরিচালক অপর্ণা সেনের মেয়ে অভিনেত্রী কঙ্কনা সেন শর্মা। অন্য ধারার ছবিতে দেখা যায় কঙ্কনা৷ বাংলা ও হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের আলাদা পরিচিয় তৈরি করেছেন কঙ্কনা৷ অভিনয়ের পাশাপাশি পরিচালনা করে বিশেষ স্বীকৃতি পয়েছেন তিনি৷ কঙ্কনা তাঁর নামের সঙ্গে রেখেছেন মা এবং বাবা দু’জনের পদবী। 'মিস্টার অ্যান্ড মিসেস আইয়ার' ছবিতে অভিনয়ের জন্য তিনি জাতীয় পুরস্কার পান।
লেখক ও সাংবাদিক মুকুল শর্মা এবং বিখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী ও পরিচালক অপর্ণা সেনের মেয়ে অভিনেত্রী কঙ্কনা সেন শর্মা। অন্য ধারার ছবিতে দেখা যায় কঙ্কনা৷ বাংলা ও হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের আলাদা পরিচিয় তৈরি করেছেন কঙ্কনা৷ অভিনয়ের পাশাপাশি পরিচালনা করে বিশেষ স্বীকৃতি পয়েছেন তিনি৷ কঙ্কনা তাঁর নামের সঙ্গে রেখেছেন মা এবং বাবা দু’জনের পদবী। 'মিস্টার অ্যান্ড মিসেস আইয়ার' ছবিতে অভিনয়ের জন্য তিনি জাতীয় পুরস্কার পান।
advertisement
5/8
বলিউডের গ্ল্যামারাস অভিনেত্রী মল্লিকা শেরাওয়াতও মায়ের পদবী ব্যবহার করেন। মল্লিকার আসল নাম রীমা লাম্বা। লাম্বা তাঁর বাবার পদবী, তাঁর মায়ের নাম সন্তোষ শেরাওয়াত। পেশাগত জীবনে তিনি মল্লিকা শেরাওয়াত নামে পরিচিত, শেরাওয়াত তাঁর মায়ের পদবী৷
বলিউডের গ্ল্যামারাস অভিনেত্রী মল্লিকা শেরাওয়াতও মায়ের পদবী ব্যবহার করেন। মল্লিকার আসল নাম রীমা লাম্বা। লাম্বা তাঁর বাবার পদবী, তাঁর মায়ের নাম সন্তোষ শেরাওয়াত। পেশাগত জীবনে তিনি মল্লিকা শেরাওয়াত নামে পরিচিত, শেরাওয়াত তাঁর মায়ের পদবী৷
advertisement
6/8
কঙ্কনা সেন শর্মার মতো অদিতি রাও হায়দারি মা এবং বাবা উভয়েরই পদবী গ্রহণ করেন। তার বাবার নাম এহসান হায়দারি এবং মায়ের নাম বিদ্যা রাও। রাগ সঙ্গীতে বিখ্যাত গায়িকা ছিলেন অদিতির মা৷ অদিতির বাবা এবং মা ভিন্ন ধর্মের৷ বাবা মুসলমান, মা হিন্দু৷ দুই ধর্মের দুই পদবী ব্যবহার করেন অদিতি৷
কঙ্কনা সেন শর্মার মতো অদিতি রাও হায়দারি মা এবং বাবা উভয়েরই পদবী গ্রহণ করেন। তার বাবার নাম এহসান হায়দারি এবং মায়ের নাম বিদ্যা রাও। রাগ সঙ্গীতে বিখ্যাত গায়িকা ছিলেন অদিতির মা৷ অদিতির বাবা এবং মা ভিন্ন ধর্মের৷ বাবা মুসলমান, মা হিন্দু৷ দুই ধর্মের দুই পদবী ব্যবহার করেন অদিতি৷
advertisement
7/8
বাংলা-বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মুনমুন সেনের মেয়ে অভিনেত্রী রাইমা সেনও তার মায়ের পদবী ব্যবহার করেন। বলা ভাল বাংলার মহানায়িকা সুচিত্র সেনের নাতনি দিদিমার পদবীই ব্যবহার করেন৷
বাংলা-বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মুনমুন সেনের মেয়ে অভিনেত্রী রাইমা সেনও তার মায়ের পদবী ব্যবহার করেন। বলা ভাল বাংলার মহানায়িকা সুচিত্র সেনের নাতনি দিদিমার পদবীই ব্যবহার করেন৷
advertisement
8/8
মুনমুনের আরও এক কন্যা অভিনেত্রী রিয়া সেনও মা মুনমুন সেনের পদবী ব্যবহার করেন।
মুনমুনের আরও এক কন্যা অভিনেত্রী রিয়া সেনও মা মুনমুন সেনের পদবী ব্যবহার করেন।
advertisement
advertisement
advertisement