TRENDING:

Katrina Kaif: নিজেকে ফিট রাখতে কী খান ক্যাটরিনা? প্রতিদিন কী কী ব্যায়াম করেন? জেনে ফায়দা তুলুন আপনিও

Last Updated:

কোন ডায়েট এবং ওয়ার্কআউট মেনে চলেন ক্যাটরিনা? এখানে রইল তার হদিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ক্যাটরিনা কাইফ: তাঁর সৌন্দর্যে বুঁদ আট থেকে আশি। তবে শুধু সৌন্দর্য নয়, ক্যাটরিনা কাইফের ফিটনেসের কথাও লোকের মুখে মুখে ফেরে। মেদহীন টোনড শরীরের চর্চায় সরগরম থাকে তামাম বলিউড। এর পিছনের রহস্যটা কী? সুনির্দিষ্ট ওয়ার্কআউট রুটিন এবং ডায়েট। কোন ডায়েট এবং ওয়ার্কআউট মেনে চলেন ক্যাটরিনা? এখানে রইল তার হদিশ।
advertisement

এক্সারসাইজ রুটিন: ক্যাটরিনার ওয়ার্কআউট রুটিনে যোগব্যায়াম এবং ওয়েট ট্রেনিং সবচেয়ে গুরুত্বপূর্ণ। এমনটাই জানিয়েছেন তাঁর ওয়েট লস ট্রেনার ইয়াসমিন। এর সঙ্গে থাকে ফাংশনাল ট্রেনিং এবং পাইলেট। পাশাপাশি থাকে কার্ডিও। প্রতিদিন ১ থেকে ৩ ঘণ্টা ওয়ার্কআউট করেন ক্যাটরিনা। সপ্তাহের সাতদিনই এই রুটিন। কোনও হেরফের নেই।

আরও পড়ুন: উত্তম কুমারের বাড়ির কোজাগরী লক্ষ্মী পুজো! দায়িত্ব সামলে মিষ্টি মুহূর্তের ছবি ভাগ করে নিলেন গৌরব-দেবলীনা

advertisement

সবজির জুস: প্রতিদিন ওয়ার্কআউট করলে শরীরে রক্ত চলাচল বাড়ে। দেহ গরম হয়। তাই শরীরকে ঠান্ডা রাখতে ক্যাটরিনার ডায়েটে থাকে সবজির জুস। প্রতিদিন সকালে খালি পেটে খান করলা এবং শসার জুস। এটাই তাঁকে সারাদিন হাইড্রেটেড রাখে। সঙ্গে ঠান্ডা থাকে শরীরও।

এশিয়ান খাবার: স্বাস্থ্যকর এশিয়ান খাবারই ক্যাটরিনার প্রথম পছন্দ। এটাই তাঁকে ফিট এবং তরতাজা রাখে। প্রতিদিনের ডায়েটে থাকে স্টিমড ফিশ, এডামামে, অ্যাভোকাডো স্যালাড, জুচিনি বা কিনোয়া প্যানকেকস, লেটুস শাক এবং জুডলস।

advertisement

আরও পড়ুন: ‘করণ অর্জুন’-এর অফার পেয়ে ছেড়ে দেন এই দুই সুপারস্টার! কেন? জানলে অবাক হবেন

স্যুপ: প্রতিদিন খাবারের সঙ্গে স্যুপ চাই। এটা তাঁকে প্রোটিন যোগায়। পাতে থাকে মুসুর ডাল অথবা ভেজিটেবিল স্যুপ। তবে ক্যাটরিনার সবচেয়ে পছন্দ ব্রকোলি এবং ড্রামস্টিকস স্যুপ। দুটি সবজিই স্বাস্থ্য এবং ফিটনেসের জন্য উপকারি। ড্রামস্টিক প্রদাহ বিরোধী বৈশিষ্টের জন্য পরিচিত। ব্রকোলিতে রয়েছে ফাইবার। অন্ত্রের স্বাস্থ্যের জন্য ভাল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

ডেজার্ট: ক্যাটরিনা মিষ্টি খেতে ভালবাসেন। কিন্তু ডায়েটের কারণে মিষ্টি খেতে পারেন না। মিষ্টির সাধ মেটান খেজুর দিয়ে। পরিশোধিত চিনির স্বাস্থ্যকর বিকল্প। ডিনারে প্রতিদিন তাঁর পাতে থাকে খেজুর। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে। উল্লেখ্য, খেজুর ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। সামগ্রিক সুস্থতায় অবদান রাখে। এছাড়া ক্যাটরিনার পাতে থাকে মরশুমি ফলমূল এবং শাকসবজি। দুগ্ধজাত এবং গ্লুটেনযুক্ত খাবার ছুঁয়েও দেখেন না।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Katrina Kaif: নিজেকে ফিট রাখতে কী খান ক্যাটরিনা? প্রতিদিন কী কী ব্যায়াম করেন? জেনে ফায়দা তুলুন আপনিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল