Shah Rukh Khan-Salman khan: 'করণ অর্জুন'-এর অফার পেয়ে ছেড়ে দেন এই দুই সুপারস্টার! কেন? জানলে অবাক হবেন
- Published by:Sayani Rana
Last Updated:
'করণ অর্জুন' শাহরুখ খান এবং সালমান খানের ক্যারিয়ারে একটি গুরুত্বপূর্ণ ছবি, তবে চলচ্চিত্র নির্মাতা রাকেশ রোশনের প্রথম পছন্দ ছিলেন না তাঁরা। তিনি অর্জুন ও করণের চরিত্রে এমন দুই তারকাকে কাস্ট করতে চেয়েছিলেন, যারা বাস্তব জীবনেও ভাই। কিন্তু বড় ভাই এই প্রস্তাব ফিরিয়ে দেন।
advertisement
রাকেশ রোশন করণ এবং অর্জুনের ভূমিকার প্রথমেই শাহরুখ-সলমনকে বেছে নেননি। তাঁর প্রথম পছন্দ ছিল সানি দেওল এবং ববি দেওল। তাঁদের কাস্ট করার বিষয়ে অনড় ছিলেন তিনি। তবে শুধু শাহরুখ-সলমন নয়, প্রথম পছন্দের তালিকায় ছিলেন না কাজলও। তাঁর জায়গায় ভাবা হয়েছিল জুহি চাওলাকে। একটি রিপোর্ট অনুযায়ী জানা যায়, রাকেশ রোশন যখন ছবির প্রস্তাব নিয়ে সানি দেওলের কাছে যান, তখন তিনি অর্জুনের ভূমিকায় অভিনয় করতে রাজি হয়ে যান। (ছবি সৌজন্যে: Instagram@iambobbydeol)
advertisement
তখন এই ছবির নাম 'করণ অর্জুন'-এর বদলে ছিল 'কায়নাত'। সানি দেওল ছবিটির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু যখন তিনি জানতে পারলেন যে করণের ভূমিকা ববি দেওলকে অফার করা হয়েছে, তখন তিনি তার সিদ্ধান্ত পরিবর্তন করেন। তিনি ছবিটি থেকে সরে আসেন এবং তিনি যে কারণ দেন তা শোনার পর রাকেশ রোশনও আর বিতর্ক তৈরি করতে চাননি। (ছবি সৌজন্যে: Instagram@iambobbydeol)
advertisement
ববি দেওল তখন চলচিত্র জগতের একদম নতুন মুখ, সানি দেওল মনে করেছিলেন যে তার চরিত্রটি ববি দেওলের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে। তাই তিনি ছবিটি প্রত্যাখ্যান করেছিলেন এবং ববি দেওলও ছবির ফিরিয়ে দেন। পরে করণের ভূমিকায় অজয় দেবগনকে ও শাহরুখকে অর্জুন চরিত্রে জন্য অফার করা হয়। কিন্তু অজয়ও তা প্রত্যাখ্যান করেছিলেন কারণ তিনি অর্জুন চরিত্রে অভিনয় করতে চেয়েছিলেন। অবশেষে সলমন রাজি হন চরিত্রটির জন্য। আর তারপর থেকে তাঁদের একসঙ্গে করা কাজ দর্শকদের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছে। (ছবি সৌজন্যে: স্যোশাল মিডিয়া)
advertisement
সুপারহিট ছবি ফিরিয়ে দিয়ে, সানি-ববি 'দিল্লাগি'-তে একসঙ্গে কাজ করেছিলেন, কিন্তু ছবিটি বক্স অফিসে ভাল ব্যবসা করতে পারেনি। দুই ভাই একসঙ্গে 'আপনে', 'ইয়ামলা পাগলা দিওয়ানা', 'পোস্টার বয়' ছবিতে কাজ করেছেন। পরবর্তীতে 'আপনে'-এর সিক্যুয়েলে দেখা যাবে তাঁকে। ববি দেওলও তার পরবর্তী বড় ছবি 'পশু'-এর মুক্তির অপেক্ষায়। (ছবি সৌজন্যে: Instagram@iambobbydeol)