TRENDING:

Rupankar Trolled over KK’s Death: সমাপতনের শিকার! কেকে-এর মৃত্যুতে সামাজিক মাধ্যমে চরম কটূক্তি রূপঙ্করকে

Last Updated:

Rupankar Trolled over KK’s Death: মাজিক মাধ্যমে আপাতত সমালোচনায় বিদ্ধ এই সঙ্গীতশিল্পী৷ প্রয়াত শিল্পী কেকে-এর অনুরাগীরা তীব্র ভাষায় আক্রমণ করেছেন তাঁকে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : এরকম সমাপতন বাস্তবে বিরল৷ সেই সমাপতনের সাক্ষী শিল্পী রূপঙ্কর বাগচী৷ সামাজিক মাধ্যমে আপাতত সমালোচনায় বিদ্ধ এই সঙ্গীতশিল্পী৷ প্রয়াত শিল্পী কেকে-এর অনুরাগীরা তীব্র ভাষায় আক্রমণ করেছেন তাঁকে৷
প্রয়াত শিল্পী কেকে-এর অনুরাগীরা তীব্র ভাষায় আক্রমণ করেছেন তাঁকে
প্রয়াত শিল্পী কেকে-এর অনুরাগীরা তীব্র ভাষায় আক্রমণ করেছেন তাঁকে
advertisement

সমাপতনের বীজ লুকিয়ে রূপঙ্করের একটি ফেসবুক লাইভে৷ সোমবার রাতে ফেসবুক লাইভে এসেছিলেন তিনি৷ সেখানে বলেন, সামাজিক মাধ্যমে তিনি নজরুল মঞ্চে কেকে-এর অনুষ্ঠান ঘিরে উচ্ছ্বাস দেখছেন৷ কেকে একজন বিস্ময়কর শিল্পী, সে কথা প্রথমেই স্বীকার করে নেন রূপঙ্কর৷ কিন্তু একইসঙ্গে তাঁর দাবি, কেকে-এর তুলনায় তিনি এবং বাংলার অন্যান্য একাধিক শিল্পী ভাল গান করেন৷ তাহলে তাঁদের নিয়ে দর্শক শ্রোতারা এরকম উচ্ছ্বাস প্রকাশ করেন না কেন? নেটিজেনদের কাছে প্রশ্ন রূপঙ্করের৷ এই প্রসঙ্গে তিনি বাংলার একাধিক শিল্পীর নামও করেন৷ একইসঙ্গে মনে করিয়ে দেন, কেকে যা অর্থোপার্জন করেন, তা বাংলার শিল্পীরা ধারণাও করতে পারবেন না৷ ক্ষোভ তীব্র হয় ‘গভীরে যাও’ শিল্পীর কণ্ঠে-‘‘কেকে কেকে কেকে...হু ইজ কে, ম্যান? উই আর বেটার দ্যান এনি কে৷’’ তাঁর দাবি ছিল, তিনি যে যে শিল্পীর নাম উল্লেখ করেছেন, তাঁরা যে কোনও মুহূর্তে যে কোনও ভাবে কেকে-এর তুলনায় অনেক ভাল শিল্পী৷ দর্শক শ্রোতাদের কাছে তাঁর প্রশ্ন ছিল, ‘‘আর কত দিন ধরে বম্বের পিছনে ঘুরবেন এভাবে? সাউথ ইন্ডিয়াকে দেখুন, ওড়িশাকে দেখুন, পঞ্জাবকে দেখুন...’’৷ নেটিজেনদের কাছে তাঁর আর্তি, ‘‘বাঙালি হোন’’৷

advertisement

জাতীয় পুরস্কারজয়ী শিল্পীর এই ফেসবুক লাইভ নিয়ে সোমবার রাত থেকেই চড়ছিল উত্তেজনার পারদ৷ মঙ্গলবার রাতে কেকে-এর আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই নেটিজনেদের তোপের মুখে পড়েন রূপঙ্কর৷ তাঁর উদ্দেশে মন্তব্যবাক্সে লেখা হয়, ‘আপনি খুশি তো এবার?’ কোনও নেটিজেন লিখেছেন ‘‘শান্তি হল এবার আপনার’৷ কটূক্তির মাত্রা আরও চড়া করে অনেক নেটিজেনের দাবি, কেকে-এর সাফল্যকে ঈর্ষা করেন রূপঙ্কর৷ সেই সুরে সুর মিলিয়ে অনেকের মন্তব্য, ‘‘কেকে জায়গা ছেড়ে দিয়ে গেলেন৷ এ বার তাঁর জায়গা রূপঙ্করই পাবেন৷’’ কার্যত অধিকাংশ নেটিজেনের ইঙ্গিত, রূপঙ্করের অভিশাপেই কেকে-এর আকস্মিক মৃত্যু! রূপঙ্করের ফেসবুক লাইভ, তাঁর গান, তাঁর ছবি-সহ যে কোনও পোস্টের নীচেই চলছে অশ্রাব্য মন্তব্যের স্রোত৷

advertisement

আরও পড়ুন : প্রয়াত বিখ্যাত গায়ক কেকে, কলকাতার শোয়ের পরেই হঠাৎ মৃত্যু গায়কের

তবে কুকথার বর্ষণের মধ্যেও কিছু নেটিজেন হেঁটেছেন উল্টোপথে৷ তাঁরা লিখেছেন, এভাবে রূপঙ্করকে দায়ী করা কোনওভাবেই উচিত নয়৷ তিনি নিজের মতামত দিয়েছিলেন মাত্র৷ এটা কোনও অভিশাপ নয়৷ সমাপতন মাত্র৷

advertisement

আরও পড়ুন : কেকে-র থেকে অনেক ভাল গাই! রূপঙ্করের মন্তব্যে বিতর্কের ঝড়, ট্রোল করলেন স্যান্ডিও

সেরা ভিডিও

আরও দেখুন
রাসপূর্ণিমার পুজোয় ব্যবহৃত রাসফুল এখনও অকৃত্রিম, কীভাবে সম্ভব জানুন
আরও দেখুন

প্রসঙ্গত রূপঙ্কর এই মুহূর্তে ওয়েবসিরিজের শ্যুটিঙ উপলক্ষে ওড়িশায়৷ সেখান থেকেই ফেসবুক লাইভ করেন তিনি৷ অন্যদিকে কলকাতায় নজরুল মঞ্চে অনুষ্ঠান করতে এসে আকস্মিক প্রয়াণে স্তব্ধ হয়ে যান কেকে৷ এর পর রূপঙ্করকে উদ্দেশ্য করে ধেয়ে আসা কোনও কটূক্তির উত্তর শিল্পী এখনও দেননি৷ এই প্রসঙ্গে তিনি কী বলেন, তার অপেক্ষায় রয়েছেন নেটিজেনরা৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Rupankar Trolled over KK’s Death: সমাপতনের শিকার! কেকে-এর মৃত্যুতে সামাজিক মাধ্যমে চরম কটূক্তি রূপঙ্করকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল