২০২৩ সালের ফেব্রুয়ারিতে রাজস্থানে বিয়ে করেছিলেন কিয়ারা-সিদ্ধার্থ। চলতি বছরের ফেব্রুয়ারিতে একটি মিষ্টি সোশ্যাল মিডিয়া পোস্টে সন্তান আগমনের খবর দিয়েছিলেন তাঁরা। সেই ছবিতে দেখা যায়, কিয়ারা ও সিদ্ধার্থ হাতে ধরে রেখেছেন একজোড়া ছোট্ট বেবি সক্স। কিয়ারার ক্যাপশন ছিল, “আমাদের জীবনের সেরা উপহার… খুব শীঘ্রই আসছে।”
মাছ তো নয়, ‘মহৌষধ’! ভিটামিন D ভরপুর… খেলেই গলবে মেদ! সুগার, প্রেশার, অবসাদ নিমেষে উধাও!
advertisement
বিরাট ষড়যন্ত্র! পহেলগাঁও জঙ্গি হামলার ছক সাজিয়েছিল কে? গোয়েন্দা রিপোর্টে ফাঁস ভয়ঙ্কর তথ্য!
‘শেরশাহ’ ছবিতে ক্যাপ্টেন বিক্রম বত্রার ভূমিকায় সিদ্ধার্থ ও ডিম্পল চিমা রূপে কিয়ারার জুটিকে দারুণভাবে গ্রহণ করেছিল দর্শক। সেই প্রেম পর্দা ছেড়ে বাস্তবেও জায়গা করে নেয়, যার পরিণতি ছিল তাঁদের পরী-কাহিনির মতো বিয়ে।
এবার তাঁদের জীবনে এল সেই বহু প্রতীক্ষিত উপহার—একটি কন্যাসন্তান। ভক্ত ও সেলেব দুনিয়ায় ইতিমধ্যেই শুভেচ্ছা ও ভালোবাসার বন্যা বইছে। সোশ্যাল মিডিয়ায় চলছে অভিনন্দন বার্তার বৃষ্টি।
পেশাগত দিকেও এগিয়ে চলেছেন দু’জনেই:
কিয়ারা আদবাণী খুব শীঘ্রই বড় পর্দায় ফিরছেন ‘ওয়ার ২’-তে, যেখানে তিনি অভিনয় করবেন হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর-এর সঙ্গে। এই হাই-অক্টেন অ্যাকশন ড্রামা মুক্তি পাবে ১৪ আগস্ট ২০২৫।
সিদ্ধার্থ মালহোত্রা আসছেন ‘পরম সুন্দরী’ ছবিতে, যেখানে তাঁর বিপরীতে রয়েছেন জাহ্নবী কাপুর। এই রোমান্টিক কমেডি প্রযোজনা করছে ম্যাডক ফিল্মস। ছবিটি মুক্তি পেতে পারে ২৯ আগস্ট, যদিও চূড়ান্ত তারিখ এখনও ঘোষণা হয়নি।
এই নতুন অধ্যায়ে পা রেখে কিয়ারা-সিদ্ধার্থ হয়ে উঠলেন বলিউডের নতুন তারকা পিতামাতা। এখন শুধু অপেক্ষা ছোট্ট ‘মালহোত্রা-আডবাণী’র প্রথম ঝলক দেখার!