প্রসঙ্গত বলিউডে স্বর্ণলেখা নামী মেকআপ শিল্পী। ছবিতেও তিনি সাজিয়েছেন কিয়ারাকে। কবীর সিং ছবিতে কিয়ারার নো মেকআপ লুক তাঁর হাতেরই সৃষ্টি। এছাড়া বহু টেলিভিশন বিজ্ঞাপন এবং ছবিতে কিয়ারার লুক তৈরি করেছেন তিনিই। কিয়ারা ছাড়াও স্বর্ণলেকার হাতে সেজে উঠেছেন মাধুরী দীক্ষিত, করিনা কপূর খান, করিশ্মা কপূর, আলিয়া ভাট, পরিণীতি চোপড়া থেকে অদিতি রাও হায়দরি।
advertisement
আরও পড়ুন : শেষ মুহূর্তে পিছিয়ে গেল বিয়ের তারিখ! সাত পাক ঘোরার এক দিন আগে কী হল সিড-কিয়ারার
শনিবার বিকেলে জয়সলমীর বিমানবন্দরে হাসিমুখে দেখা গিয়েছে কিয়ারাকে। পরনে ছিল সাদা সালোয়ার কামিজ এবং হাল্কা গোলাপি শাল। আলোকচিত্রীদের দিকে হাসিমুখে হাতও নাড়েন তিনি। তাঁর সঙ্গে ছিলেন ডিজাইনার মনীশ মালহোত্রাও। তাঁকে কিয়ারার সঙ্গে একই গাড়িতে দেখাও যায়। মনীশই এই বিবাহ অনু্ষ্ঠানের মূল বসনকার।
মুম্বই ছেড়ে জয়সলমীরে সিদ্ধার্থ মালহোত্রাও পৌঁছন শনিবারই। তিনি পরেছিলেন কালো পোশাক। তাঁর সঙ্গে ছিলেন পরিবারের অন্যান্য সদস্য।