শেরশাহ ছবির সময় থেকেই সিদ্ধার্থ মলহোত্রার সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন। যদিও শোনা যাচ্ছে, সেই সম্পর্কে নাকি ছেদ পড়েছে। সেই জল্পনার মাঝেই বিয়ে নিয়ে উঠল প্রশ্ন। তাঁকে জিজ্ঞাসা করা জীবনে সবটা গুছিয়ে নিচ্ছেন অর্থাৎ সেটলড হচ্ছেন কবে? কী বললেন অভিনেত্রী? কিয়ারার কথায়, "বিয়ে ছাড়াও, আমি নিজেকে ভাল করে গুছিয়ে নিতে পারি। তাই না? আমি ভাল ভাবেই নিজেকে গুছিয়ে নিয়েছি। আমি কাজ করছি। আমি রোজগার করছি আর আমি খুবই খুশি আছি।"
advertisement
যুগ যুগ জিও ছবিতে অভিনয় করেছেন অনিল কাপুরও। এক সাংবাদিক অনিলকে জিজ্ঞাসা করেন, "আপনি পুরনো খেলোয়াড়। বরুণ কিছুদিন হল বিয়ে করেছেন। কিয়ারাও ১-২ বছরের মধ্যেই করবেন। ওদের আপনি কী পরামর্শ দেবেন?" সেই উত্তর সঙ্গে সঙ্গে বরুণ দেন। বরুণ সাংবাদিককে বলেন, "তোমার বাবা মা বিয়ের সম্বন্ধ নিয়ে গিয়েছিলেন? তাহলে তুমি কী ভাবে জানলে ১-২ বছরের মধ্যে ও বিয়ে করবে?"
আরও পড়ুন- টলিপাড়াতেই নতুন মনের মানুষ খুঁজে পেলেন নিখিল? তিন নায়িকাকে নিয়ে জল্পনা তুঙ্গে
প্রসঙ্গত, কাজের দিক থেকে সময়টা ভাল যাচ্ছে কিয়ারার। শেরশাহ ছবিটি বক্স অফিসে তুমুল হিট ছিল। সম্প্রতি কার্তিক আরিয়ান ও তাব্বুর সঙ্গে মুক্তি পেয়েছে ভুলভুলাইয়া ২। সেই ছবিটিও বক্স অফিসে ভাল কাজ করছে।