Nikhil Jain : টলিপাড়াতেই নতুন মনের মানুষ খুঁজে পেলেন নিখিল? তিন নায়িকাকে নিয়ে জল্পনা তুঙ্গে

Last Updated:
Nikhil Jain : কানাঘুষো শোনা যাচ্ছে, এই টলিপাড়াতেই নাকি আবার মনের মানুষ খুঁজে পেয়েছেন নিখিল।
1/6
ফের কি টলিপাড়াতেই মনের মানুষ খুঁজে পেলেন নিখিল জৈন? এক সময়ে অভিনেত্রী নুসরত জাহানের হাত ধরেই টলিপাড়ায় যোগ তৈরি হয়। নুসরতের সঙ্গে সম্পর্কে ইতি হলেও, টলিপাড়ায় তিনি পাকাপাকি ভিত তৈরি করে ফেলেছেন।
ফের কি টলিপাড়াতেই মনের মানুষ খুঁজে পেলেন নিখিল জৈন? এক সময়ে অভিনেত্রী নুসরত জাহানের হাত ধরেই টলিপাড়ায় যোগ তৈরি হয়। নুসরতের সঙ্গে সম্পর্কে ইতি হলেও, টলিপাড়ায় তিনি পাকাপাকি ভিত তৈরি করে ফেলেছেন।
advertisement
2/6
কারণ কানাঘুষো শোনা যাচ্ছে, এই টলিপাড়াতেই নাকি আবার মনের মানুষ খুঁজে পেয়েছেন নিখিল। কিন্তু কে তিনি? তা নিয়ে এখন জোর জল্পনা চলছে।
কারণ কানাঘুষো শোনা যাচ্ছে, এই টলিপাড়াতেই নাকি আবার মনের মানুষ খুঁজে পেয়েছেন নিখিল। কিন্তু কে তিনি? তা নিয়ে এখন জোর জল্পনা চলছে।
advertisement
3/6
নুসরতের সঙ্গে সম্পর্ক অতীত হয়েছে বহুদিন আগেই। নতুন সংসারে ভাল আছেন নুসরত। আর এবার নতুন পথে হাঁটা শুরু করেছেন নিখিলও। টলি পাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে, তাঁর এই নতুন পছে হাঁটার সঙ্গী হলেন অভিনেত্রী সৌরসেনী মৈত্র।
নুসরতের সঙ্গে সম্পর্ক অতীত হয়েছে বহুদিন আগেই। নতুন সংসারে ভাল আছেন নুসরত। আর এবার নতুন পথে হাঁটা শুরু করেছেন নিখিলও। টলি পাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে, তাঁর এই নতুন পছে হাঁটার সঙ্গী হলেন অভিনেত্রী সৌরসেনী মৈত্র।
advertisement
4/6
বর্তমানে ছবির শ্যুটিংয়ে লন্ডনে আছেন সৌরসেনী। ইনস্টাগ্রামে ছবিও শেয়ার করছেন। শোনা যাচ্ছে, সেখানে নাকি পৌঁছে গিয়েছেন নিখিলও।
বর্তমানে ছবির শ্যুটিংয়ে লন্ডনে আছেন সৌরসেনী। ইনস্টাগ্রামে ছবিও শেয়ার করছেন। শোনা যাচ্ছে, সেখানে নাকি পৌঁছে গিয়েছেন নিখিলও।
advertisement
5/6
নিখিলের ব্র্যান্ডের মুখ আগে ছিলেন নুসরত। তিনি সরে যাওয়ার পরে সেই জায়গায় এসেছেন সৌরসেনী। আর তাই জল্পনাও আরও বেড়েছে।
নিখিলের ব্র্যান্ডের মুখ আগে ছিলেন নুসরত। তিনি সরে যাওয়ার পরে সেই জায়গায় এসেছেন সৌরসেনী। আর তাই জল্পনাও আরও বেড়েছে।
advertisement
6/6
তবে শুধু সৌরসেনী নয়। আরও দুই নায়িকা রাইমা সেন এবং ত্রিধা চৌধুরীর সঙ্গেও নাম জড়িয়েছে নিখিলের। তবে আসলে কার মন জয় করেছেন নিখিল, তা সময়ই বলবে
তবে শুধু সৌরসেনী নয়। আরও দুই নায়িকা রাইমা সেন এবং ত্রিধা চৌধুরীর সঙ্গেও নাম জড়িয়েছে নিখিলের। তবে আসলে কার মন জয় করেছেন নিখিল, তা সময়ই বলবে
advertisement
advertisement
advertisement