সিদ্ধার্থ-কিয়ারার বিয়ে। বলিউডের তাবড় তারকারা থাকবেন অতিথি তালিকায়। বর-কনে সহ অতিথিদের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন ইয়াসিন খান। এক সময়ে তিনি শাহরুখ খানের নিরাপত্তারক্ষী ছিলেন। এখন তিনি নিরাপত্তারক্ষীদের এজেন্সি চালান।
আরও পড়ুন: সারেগামাপা-র বিজয়ী! তবু বলিউডে ব্রাত্য বাঙালি ছেলে, অকালে হারিয়ে গেলেন দেবজিৎ
আরও পড়ুন: সোনার কেল্লার শহরে সূর্যগড়ে কার হাতে সাজছেন কনে কিয়ারা? জেনে নিন বিয়েবাড়ির খবর
advertisement
শোনা গিয়েছে, সিড-কিয়ারার বিয়েতে মোট ১৫০ জন অতিথি আসবেন। তাঁদের সুরক্ষিত রাখতে ইতিমধ্যেই ১০০ জন নিরাপত্তারক্ষী রাখা হয়েছে। সেই দুর্গের ভিতর বিয়ের সময় মোবাইল ব্যবহার করা যাবে না। প্রসঙ্গত, ভিকি কৌশল এবং ক্যাটরিনা কইফও তাঁদের বিয়ের সময় একই পন্থা নিয়েছিলেন।
সূত্রের খবর, ৭ ফেব্রুয়ারি সাতপাক ঘুরবেন সিদ্ধার্থ-কিয়ারা। রবি এবং সোমবার হবে প্রাক-বিবাহ অনুষ্ঠানগুলি। ইতিমধ্যেই একে একে রাজস্থানে পৌঁছেছেন বলিউড তারকারা। আর কয়েক ঘন্টার অপেক্ষা। তার পরেই জীবনের নতুন অধ্যায় শুরু করবেন নায়ক-নায়িকা।বড় তারকার বড় ব্যাপার! সিড-কিয়ারার বিয়েতে নিরাপত্তা দেবেন কে? জানলে অবাক হবেন