Debojit Saha: সারেগামাপা-র বিজয়ী! তবু বলিউডে ব্রাত্য বাঙালি ছেলে, অকালে হারিয়ে গেলেন দেবজিৎ

Last Updated:
আসামের শিলচরের ছেলে দেবজিৎ। কাঁচা বয়স থেকেই গানবাজনার সঙ্গে যুক্ত। রিয়্যালিটি শোয়ের হাত ধরেই প্রথম কাঙ্ক্ষিত সাফল্য পেয়েছেন তিনি।
1/7
দেবজিৎ সাহাকে মনে আছে নিশ্চয়ই? ২০০৫ সালে হিন্দি 'সারেগামাপা'-তে অংশগ্রহণ করেছিলেন তিনি। জয়ীও হয়েছিলেন। আসামের শিলচরের ছেলে দেবজিৎ। কাঁচা বয়স থেকেই গানবাজনার সঙ্গে যুক্ত। রিয়্যালিটি শোয়ের হাত ধরেই প্রথম কাঙ্ক্ষিত সাফল্য পেয়েছেন তিনি।
দেবজিৎ সাহাকে মনে আছে নিশ্চয়ই? ২০০৫ সালে হিন্দি 'সারেগামাপা'-তে অংশগ্রহণ করেছিলেন তিনি। জয়ীও হয়েছিলেন। আসামের শিলচরের ছেলে দেবজিৎ। কাঁচা বয়স থেকেই গানবাজনার সঙ্গে যুক্ত। রিয়্যালিটি শোয়ের হাত ধরেই প্রথম কাঙ্ক্ষিত সাফল্য পেয়েছেন তিনি।
advertisement
2/7
'সারেগামাপা'-তে সঙ্গীত পরিচালক ইসমাইল দরবারের 'ইয়ালগার হো ঘরানা'-তে ছিলেন দেবজিৎ। সেখানে বিচারকদের নজর কেড়েছিলেন আসামের বাঙালি ছেলে।
'সারেগামাপা'-তে সঙ্গীত পরিচালক ইসমাইল দরবারের 'ইয়ালগার হো ঘরানা'-তে ছিলেন দেবজিৎ। সেখানে বিচারকদের নজর কেড়েছিলেন আসামের বাঙালি ছেলে।
advertisement
3/7
রিয়্যালিটি শো জেতার পর বাংলা 'সারেগামাপা'-তে সঞ্চালনা করেন দেবজিৎ। এ ছাড়াও 'সারেগামাপা লিটল চ্যাম্পস'-এও সেই একই ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। পাশাপাশি 'মিউজিক কা মহা মোকাবিলা', 'জো জিতা উওহি সুপারস্টার'-এর মতো একাধিক রিয়্যালিটি শোয়ে অংশগ্রহণ করেন দেবজিৎ।
রিয়্যালিটি শো জেতার পর বাংলা 'সারেগামাপা'-তে সঞ্চালনা করেন দেবজিৎ। এ ছাড়াও 'সারেগামাপা লিটল চ্যাম্পস'-এও সেই একই ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। পাশাপাশি 'মিউজিক কা মহা মোকাবিলা', 'জো জিতা উওহি সুপারস্টার'-এর মতো একাধিক রিয়্যালিটি শোয়ে অংশগ্রহণ করেন দেবজিৎ।
advertisement
4/7
তুমুল সাফল্য খুব বেশি ধরে রাখতে পারেননি দেবজিৎ। তাঁর বেশ কয়েকটি অ্যালবাম প্রকাশিত হলেও তা শ্রোতামহলে বিশেষ সারা ফেলতে পারেনি।
তুমুল সাফল্য খুব বেশি ধরে রাখতে পারেননি দেবজিৎ। তাঁর বেশ কয়েকটি অ্যালবাম প্রকাশিত হলেও তা শ্রোতামহলে বিশেষ সারা ফেলতে পারেনি।
advertisement
5/7
বলিউডে প্লে ব্যাক করার স্বপ্ন ছিল দেবজিতের। কিন্তু তাঁর সেই স্বপ্নও পূরণ হয়নি। 'তিস মার খান', 'সাহেব বিবি গ্যাংস্টার'-এ গান করলেও বলিউডে ব্রাত্যই থেকে যান দেবজিৎ।
বলিউডে প্লে ব্যাক করার স্বপ্ন ছিল দেবজিতের। কিন্তু তাঁর সেই স্বপ্নও পূরণ হয়নি। 'তিস মার খান', 'সাহেব বিবি গ্যাংস্টার'-এ গান করলেও বলিউডে ব্রাত্যই থেকে যান দেবজিৎ।
advertisement
6/7
আপাতত নানা স্টেজ শো করেন দেবজিৎ। তার পাশাপাশি সঞ্চালনাও করেন। মেয়ে দানিকাকেও গানের চর্চার মধ্যেই রেখেছেন তিনি।
আপাতত নানা স্টেজ শো করেন দেবজিৎ। তার পাশাপাশি সঞ্চালনাও করেন। মেয়ে দানিকাকেও গানের চর্চার মধ্যেই রেখেছেন তিনি।
advertisement
7/7
নেটমাধ্যমে বেশ সক্রিয় অরিজিৎ। জীবনের বিশেষ মুহূর্তগুলি ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে।
নেটমাধ্যমে বেশ সক্রিয় অরিজিৎ। জীবনের বিশেষ মুহূর্তগুলি ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে।
advertisement
advertisement
advertisement