TRENDING:

Kiara Advani Trolled: গাউনে কি স্যানিটরি ন্যাপকিন? প্রেম ভাঙার গুঞ্জনের মধ্যেই কদর্য ট্রোলিংয়ের শিকার কিয়ারা

Last Updated:

Kiara Advani Trolled: সম্প্রতি এক রেড কার্পেট অনুষ্ঠানে ‘শেরশাহ’ নায়িকাকে দেখা যায় জলপাই-সুবজ থাই-স্লিট গাউনে৷ সেই পোশাক ঘিরেই শুরু যাবতীয় বিতর্ক৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই : গুঞ্জরিত প্রেমিক সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে তাঁর বিচ্ছেদের জল্পনায় ইতিমধ্যেই ভারী বলিউডের বাতাস৷ তার মধ্যেই কদর্যভাবে ট্রোলড হলেন কিয়ারা আডবাণী৷ সম্প্রতি এক রেড কার্পেট অনুষ্ঠানে ‘শেরশাহ’ নায়িকাকে দেখা যায় জলপাই-সুবজ থাই-স্লিট গাউনে৷ সেই পোশাক ঘিরেই শুরু যাবতীয় বিতর্ক৷
Kiara Advani
Kiara Advani
advertisement

মাথায় পনিটেল, শিশিরভেজা মেকআপে কিয়ারা ওই ইভেন্টে আকর্ষণের মধ্যমণি হয়ে ওঠেন৷ তাঁর ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেই অনুরাগীরা প্রশংসা করেন তাঁর লুকের৷ কিন্তু একইসঙ্গে ধেয়ে আসে তীব্র বিদ্রূপ ও কদর্য মন্তব্য৷ নেটিজেনদের একাংশ প্রশ্ন করেন, কিয়ারা কি পোশাকের উপর স্যানিটরি ন্যাপকিন পরে আছেন? তাঁর জলপাই-সবুজ গাউনের কোমরে একটি ধূসর-সাদা অংশ ঘিরেই ব্যঙ্গ বিদ্রূপ করা হয়৷ অনেকেরই মন্তব্য ওটা আসলে দেখতে স্যানটরি ন্যাপকিনের মতো৷

advertisement

আরও পড়ুন : অতীতের সোনালি ক্ষণ এখন স্মৃতি, জন্মদিনে দেখুন অভিষেকের ঘরোয়া মুহূর্ত

প্রসঙ্গত কিয়ারাকে দেখা যায় ওই অনুষ্ঠানে সাবলীল ভাবেই হাঁটতে৷ তবে হাঁটার মাঝেই হাত দিয়ে তিনি আড়াল করেন পোশাকের নিম্নাংশ৷ তাঁর পোশাকের ফাঁকেও সাদা অংশের ঈষৎ আভাস পাওয়া যায়৷ সেটা নিয়েও অনেকেই কটাক্ষ করেন৷ এক নেটিজেনের আবার বক্তব্য, কিয়ারা নকল করেছেন দীপিকার মেকআপের ধরন, হাঁটার ভঙ্গি এবং আলিয়ার মুখের অঙ্গভঙ্গি৷ কটূক্তি স্রোতে ভেসে আসে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে কিয়ারার প্রেম ভেঙে যাওয়ার গুঞ্জনও৷

advertisement

আরও পড়ুন : অভিষেকের জন্মদিনে তাঁকে যত্নবান স্বামী ও সন্তানের বাবা হয়েই থাকতে বললেন স্ত্রী

আরও পড়ুন :  বাকি সব বাদ দিন, উজ্জ্বল ত্বকের জন্য হাতে হলুদ নিন

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

কাজের দিকে কিয়ারাকে দেখা যাবে ‘ভুল ভুলাইয়া২’-তে কার্তিক আরিয়ান এবং তব্বুর সঙ্গে৷ ছবিটি মুক্তি পাওয়ার কথা ২০ মে৷ এছাড়া ‘যুগ যুগ জীয়ো’ ছবিতে কিয়ারা অভিনয় করছেন বরুণ ধওয়নের বিপরীতে৷ এই ছবিতে অনিল কপূর, নীতু কপূর, মনীষ পাল, প্রাজক্তা কোলি অভিনয় করছেন মুখ্য ভূমিকায়৷ ছবিটি মুক্তি পাওয়ার কথা ২০২২-এর ২৪ জুন৷ পরিচালক শঙ্করের ‘রাম চারণ’-এও অভিনয় করছেন কিয়ারা৷ ভিকি কৌশল এবং ভূমি পেডনেকরের সঙ্গে ‘গোবিন্দ নাম মেরা’-তেও স্ক্রিন শেয়ার করছেন তিনি৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Kiara Advani Trolled: গাউনে কি স্যানিটরি ন্যাপকিন? প্রেম ভাঙার গুঞ্জনের মধ্যেই কদর্য ট্রোলিংয়ের শিকার কিয়ারা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল