TRENDING:

Khushi Kapoor: নোজ জব এবং লিপ ফিলার করিয়েছেন বলে বরাবরই চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন খুশি কাপুর; এবার সেই প্রসঙ্গে নীরবতা ভাঙলেন শ্রীদেবী-কন্যা

Last Updated:

Khushi Kapoor: কসমেটিক সার্জারি প্রসঙ্গে নিজের সিদ্ধান্তের বিষয়ে মুখ খুললেন বি-টাউনের অভিনেত্রী তথা স্টার কিড খুশি কাপুর। তিনি আসলে কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী এবং বলিউডের স্বনামধন্য প্রযোজক বনি কাপুরের ছোট কন্যা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বইঃ কসমেটিক সার্জারি প্রসঙ্গে নিজের সিদ্ধান্তের বিষয়ে মুখ খুললেন বি-টাউনের অভিনেত্রী তথা স্টার কিড খুশি কাপুর। তিনি আসলে কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী এবং বলিউডের স্বনামধন্য প্রযোজক বনি কাপুরের ছোট কন্যা। এদিকে গত সোমবারই ইনস্টাগ্রামে প্রকাশ পেয়েছে ‘কার্লি টেলস’-এর আসন্ন এক এপিসোডের একটি প্রোমো। সেখানে নিজের নোজ জব এবং লিপ ফিলার-সহ কসমেটিক এনহ্যান্সমেন্টের বিষয়ে কথা বলেছেন ‘দ্য আর্চিস’ অভিনেত্রী।
খুশি কাপুর
খুশি কাপুর
advertisement

আরও পড়ুনঃ সহজ ৫ কাজেই বাজিমাত! হাই ব্লাডপ্রেশার ম্যাজিকের মত কমবে, উচ্চ রক্তচাপ পালাবে বলে বলে

প্রোমোয় নিজের শৈশবের বিষয়ে কথা বলতে শোনা যায় খুশি কাপুরকে। স্বীকার করে নিয়ে শ্রীদেবী-কন্যা বলেন যে, ছোটবেলায় তিনি বেশ অ্যাটেনশন সিকার ছিলেন। অর্থাৎ প্রচারের আলোয় কিংবা সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকতে পছন্দ করতেন তিনি। কসমেটিক প্রক্রিয়া নিয়ে খুশিকে তাঁর সিদ্ধান্তের বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। জবাবে অভিনেত্রী বলেন যে, “আমার মনে হয় না, এটা এত বড় ব্যাপার। আমায় প্লাস্টিক শব্দটার মতোই দেখায়… আসলে প্লাস্টিক নিয়ে মানুষ মনে করেন যে, এটা সবথেকে বড় অপমান, যা অন্যকে করা যেতে পারে। ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের সফর প্রসঙ্গে আলোকপাত করেন খুশি। তাঁর কথায়, এমনকী ইন্ডাস্ট্রিতে পা রাখার আগে আমি কেমন কিংবা আমি কে, এই নিয়ে মানুষের আগে থেকেই একটা ধারণা ছিল। এর বেশিরভাগই ছিল নেতিবাচক।”

advertisement

আসলে গত বছরের অগাস্ট মাসে ইনস্টাগ্রাম আলাপচারিতা থেকেই এই চর্চার উদ্রেক হয়েছিল। আসলে একটি অনুষ্ঠানে মা শ্রীদেবীর সঙ্গে যোগ দিয়েছিলেন খুশি। সেই পুরনো ভিডিওটি ‘দ্য আর্চিস’ ছবির প্রিমিয়ারের আগে ছড়িয়ে পড়েছিল। তাতে এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী মন্তব্য করেন যে, “খুশিকে একদম আগের মতোই দেখতে রয়েছে। মানে দেখে মনে হচ্ছে উনি শুধু ওজন ঝরিয়েছেন।” অন্য একজন লিখেছেন যে, “সেই সময় তাঁর বয়স ছিল ১২ বছর। সেই সময় ব্রেসেস ছিল তাঁর, এমনকী লিপ ফিলারও হয়েছিল তাঁর।”

advertisement

আরও পড়ুনঃ ছোট্ট লবঙ্গতেই কাজ হাসিল! বুলেট গতিতে কমবে ওজন! কীভাবে খাবেন জেনে নিন! ১০ দিনে মডেলের মতো ফিগার

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

জবাবে খুশি এই জল্পনার কথা স্বীকার করেছেন। মজাচ্ছলে উত্তর দিয়ে তিনি বলেন যে, “লিপ ফিলার এবং (নাকের ইমোজি) হাহাহা!” মা শ্রীদেবী এবং দিদি জাহ্নবী কাপুরের পথেই হাঁটছেন খুশি কাপুর। জোয়া আখতারের ‘দ্য আর্চিস’ ছবির হাত ধরে বলিউডে পদার্পণ করেছেন খুশি। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিটিতে বেটি কুপারের চরিত্রটিকে ফুটিয়ে তুলেছেন তিনি। এরপর ‘লাভইয়াপ্পা’-য় জুনেইদ খানের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে খুশি কাপুরকে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Khushi Kapoor: নোজ জব এবং লিপ ফিলার করিয়েছেন বলে বরাবরই চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন খুশি কাপুর; এবার সেই প্রসঙ্গে নীরবতা ভাঙলেন শ্রীদেবী-কন্যা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল