আরও পড়ুন-টলিউডে নতুন মাফিয়ার পদধ্বনি, আসছে Money Mafia
'বিহান' আর 'খুকু'-কে কেউ আলাদা করতে পারেনি। যেমন হতে চলেছে তাদের মনের মিলন। সব বাধা পেরিয়ে অবশেষে 'খুকু'-' বিহান'-এর ফুলসজ্জা। আটপৌরে শাড়ি, গা ভর্তি গয়না, একেবারে কনের সাজে 'বিহান'-এর কাছে যাবে 'খুকু'। একেবারে অন্য রকম দেখাচ্ছে তাকে। বিহান'-ও তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। শুধুই কি 'বিহান'? নাকি, অপেক্ষা করছে কোনও নতুন বিপদ। ঠিক কী ঘটতে চলেছে 'খুকু' আর বিহানের এই নতুন জীবনের শুরুতে ?
advertisement
যতবার নিজেদের জীবন গুছিয়ে নিতে চেয়েছে 'বিহান' ও 'খুকু' বাধা হয়ে দাঁড়িয়েছে 'নিপাদেবী'। একের পর এক কুটিল পরিকল্পনা করে 'খুকু'-'বিহান'-এর জীবনে বিষ ঢেলে দিতে চেয়েছে তিনি। কোনও না কোনও ভাবে এদের জীবনের ক্ষতি করেছে 'নিপাদেবী'। সে কি আদৌ 'খুকু' ও 'বিহান'-কে একসাথে থাকতে দেবে ? কী অশনি সংকেত আস্তে চলেছে 'খুকু'-র জীবনে ? এবার কি বড় কিছু ক্ষতি করার কথা ভাবছে 'নিপাদেবী'? 'খুকু'-কে একেবারে প্রাণে মেরে ফেলতে চায় সে? তাহলে কি 'খুকুর' জায়গায় অন্য কেউ যাবে ফুলশয্যার আসরে? 'বিহান'-এরই বা কী হবে। এই সমস্ত কিছু ঘটছে 'খুকুমনি হোম ডেলিভারি'-র মহাসপ্তাহ-এ, যা চলবে, ৩ এপ্রিল পর্যন্ত।
আরও পড়ুন-১৫ বছর ধরে বন্ধ থাকা দোকানের ভিতর থেকে মিলল মানুষের নাক, কান, মাথার খুলি !
সম্প্রচার শুরু হওয়ার পর থেকেই বেশ চর্চায় 'খুকুমণি হোমডেলিভারি'। জনপ্রিয় তো বটেই এই ধারাবাহিক। তার পাশাপাশি সমালোচনার মুখেও পড়তে হয়েছে কখনো-কখনো। মুখ্য চরিত্রকে নিয়ে মিম তৈরি করেছেন নেটিজেনরা। জনপ্রিয়তার পাল্লা খানিক ভারী, তা বলাই যায়। কারণ হিন্দিতেও তৈরি হয়েছে এই ধারাবাহিক। এই ধারাবাহিকের প্রধান চরিত্র, 'খুকুমণি'-র ভূমিকায় অভিনয় করেন দীপান্বিতা রক্ষিত। বিহানের চরিত্রে অভিনয় করেন রাহুল মজুমদার।