টলিউডে নতুন মাফিয়ার পদধ্বনি, আসছে Money Mafia

Last Updated:

Bengali Film Money Mafia Shooting:: টলিউডে নতুন মাফিয়ার পদধ্বনি। আসছে মানি মাফিয়া। নেপথ্যে স্টক মার্কেটের ওঠা-পড়া। টলিউডে এবার ছবির বিষয় শেয়ার মার্কেট ৷

টলিউডে নতুন মাফিয়ার পদধ্বনি, আসছে Money Mafia
টলিউডে নতুন মাফিয়ার পদধ্বনি, আসছে Money Mafia
পারাদীপ ঘোষ, কলকাতা: বলিউডে এমন বিষয় নিয়ে সিনেমা বানানোর উদাহরণ আকছার রয়েছে। কিন্তু হলফ করেই বলা যায়, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমন বিষয়ের ওপর সিনেমা এবারই প্রথম। পরিচালক সত্যজিত দাস তাঁর নতুন ছবির বিষয়বস্তুই বেছেছেন স্টক মার্কেট (Money Mafia)। বলিউডে স্টক মার্কেটের উত্থান পতন নিয়ে ‘দ্য বিগ বুল’ বানিয়ে শোরগোল ফেলে দিয়ে ছিলেন পরিচালক কুকি গুলাটি। অভিষেক বচ্চন ও অজয় দেবগনের দুরন্ত অভিনয়ের পাশে ‘দ্য বিগ বুল’-এ নজর কেড়ে ছিলেন নিকিতা দত্ত, ইলিয়ানা ডি‘ক্রুজ (Money Mafia)।
বক্স অফিসে ‘দ্য বিগ বুল’-র সাফল্য দেখেই এবার টলিউডে ‘মানি মাফিয়া’? প্রশ্ন শুনেই এক চিলতে হাসি খেলে যায় পরিচালক সত্যজিত দাসের ঠোঁটের কোণায়। ‘মানি মাফিয়া’-র চিত্র পরিচালকের সহাস্য উত্তর,‘‘ঠিক তেমন নয়। তবে এই ধরনের একটা ছবি করার ইচ্ছে অনেক দিন ধরেই মাথায় ঘুরছিল। স্টক মার্কেট তো শুধু মুম্বইয়ে নয়। ভাবুন তো, স্টক মার্কেট ঘিরে এই শহরে কত কত মানুয়ের স্বপ্ন, জীবিকা রোজ ওঠা নামা করে। কত কত মানুষের জীবন উপাখ্যান বদলে দেয় স্টক মার্কেটের সামান্য ওঠা পড়া। স্টক মার্কেট ঘিরে কত গল্প ঘুরপাক খায় (Money Mafia)।’’
advertisement
advertisement
রিফ্লিক্স এন্টারটেনমেন্টের ব্যানারে ‘মানি মাফিয়া’-র মূল চরিত্রে দেখা যাবে চিরঞ্জিত চক্রবর্তীকে। ছবিতে গুরূত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে, সুরজিত মানা, জয় সেনগুপ্ত, অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়, দেবপ্রসাদ হালদার, রিয়া সরকার। শেয়ার মার্কেটের টানটান কাহিনীর নেপথ্যে দেখা যাবে  ছবিতে  অভিজিত দাস, বিশ্বজিত চক্রবর্তী, শান্তনা বসুর মত টলিউডের চেনা মুখকে।
advertisement
বাংলা সিনেমার ইতিহাসে ‘মানি মাফিয়া’ হবে ভিন্ন স্বাদের এক টানটান গল্প, এমনটাই আশা টলিউডের। চিরঞ্জিত চক্রবর্তী, দেবপ্রসাদ হালদার, অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়ের অভিনয় সমৃদ্ধ ‘মানি মাফিয়া’ আগামী দিনে বাংলা ছবির বক্স অফিসে সাফল্যের চূড়া ছুঁতে পারে কী না, দেখার এখন সেটাই। বাংলা সিনেমায় থ্রিলারের জনপ্রিয়তা বরাবরই। সত্যজিত দাস পরিচালিত ‘মানি মাফিয়া’ সেই তালিকায় নতুন সংযোজন।
বাংলা খবর/ খবর/বিনোদন/
টলিউডে নতুন মাফিয়ার পদধ্বনি, আসছে Money Mafia
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement