কিন্তু যে খুকুমণি ধারাবহিকের প্রথম প্রোমো থেকে শাপলা চিংড়ি খাইয়ে বাজিমাত করেছেন, তিনি ধারাবাহিকের শ্যুটিঙের বাইরে রান্না করতে গিয়েই ট্রোলড! নেটিজেনদের মত, হামানদিস্তায় ছেঁচে, শিলনোড়ায় বেটে, চাটুতে সেঁকে, পাঁচমিশালি ঘণ্ট তৈরি করা খুকুমণি পর্দার বাইরে রান্না করতেই পারেন না!
আরও পড়ুন : প্রয়াত সুশান্তের গান বাজিয়ে ভিকি-কে চুমু খেলেন অঙ্কিতা লোখান্ডে, সারলেন এনগেজমেন্ট
advertisement
কিছু দিন ধরেই ফুড ব্লগারদের কাছে গিয়ে তাঁদের সঙ্গে রান্না করছেন খুকুমণি চরিত্রের অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত (Dipanwita Rakshit)৷ সম্প্রতি তিনি রান্না করেছেন ‘ভিল ফুড’ ইউটিউব চ্যানেলের ইউটিউবার ঠাকুমা পুষ্পরানি সরকার ও তাঁর পুত্রবধূ কবিতার সঙ্গে৷ সোমবার সেই পর্ব আপলোড করা হয়েছে ভিল ফুড-এর চ্যানেল তথা ফেসবুক পেজে৷
আরও পড়ুন : নীল বিকিনিতে জলে আগুন লাগালেন মৌনী! বিয়ের কাউন্টডাউন শুরু বলিউডের বাঙালি সুন্দরীর...
পুষ্পরানি ও কবিতার সঙ্গে খুকুমণি তথা দীপান্বিতা রান্না করলেন ইলিশমাছের মাথা দিয়ে কচুশাক ও ইলিশভাপা ৷ পর্দায় জনপ্রিয় হলেও সামাজিক মাধ্যমে নেটিজেনরা খুকুমিকে ট্রোল করতে ছাড়েননি৷ তাঁদের অভিযোগ, খুকুমণি শিলনোড়ায় সর্ষে বাটতেই পারেন না৷ তাছাড়া ইলিশমাছ ভাল করে ধোওয়া হয়নি, মাছের টুকরোর গায়ে রক্ত লেগেছিল বলেও অনুযোগ অনেক খাদ্যরসিক নেটিজেনেরই৷
আরও পড়ুন : 'আমাদের প্রথম সিনেমা দেখা', সদ্যোজাত দুই সন্তানকে নিয়ে অভিষেকের 'বব বিশ্বাস' দেখলেন প্রীতি
ভিল ফুড-এর ভিডিওতে অবশ্য দেখা গিয়েছে, খুকুমণি দিব্যি আসনপিঁড়ি হয়ে বসে কলাপাতায় ভাত, ইলিশমাছ দিয়ে কচুশাক এবং ইলিশমাছ ভাজা খেলেন৷ তাঁর জন্য ঠাকুমা পুষ্পরানি ও তাঁর পুত্রবধূ কবিতা আরও রেঁধেছিলেন মুরগির ঝোল, চাটনি-সহ অন্যান্য নানা পদ৷ কথায় কথায় ঠাকুমা জানালেন, ‘খুকুমণি হোম ডেলিভারি’ তিনি নিয়মিত দেখেন৷ তাঁর কথায়, ধারাবাহিকে রাজপুত্তুর বিহানকে আরও বেশি করে ভালবাসা দরকার খুকুমণির৷
আর, খুকুমণি নিজে বললেন, এটা ঠাকুমা তাঁকে আইবুড়ো ভাত খাওয়ালেন! ফেসবুকে অনেকে অবশ্য খুকুমণি তথা অভিনেত্রী দীপান্বিতার পাশেও দাঁড়িয়েছেন৷ মনে করিয়ে দিয়েছেন তিনি ধারাবাহিকে অভিনয় করেন৷ ওটা তাঁর নিজের জীবন নয়৷ কিন্তু বেশিরভাগ নেটিজেনেরই মত, ভিল ফুড-এর অন্যান্য পর্বগুলিই বেশি আকর্ষণীয়৷ খুকুমণির বাচনভঙ্গিতেও অহেতুক চিৎকার যোগ হয়েছে বলে আক্ষেপ তাঁদের৷