TRENDING:

১২ বছর পর ফের ছোটপর্দায় আসছে খিচড়ি

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ‘হাম পাঁচ’, ‘অফিস অফিস’, ‘সারাভাই ভার্সেস সারাভাই’, ‘দেখ ভাই দেখ’-এর মতো কমেডি সিরিয়ালের পর যদি কোনও কমেডি সিরিয়াল টেলি জগতে ঝড় তুলেছিল তা হল ‘খিচড়ি’ ৷ টিভি সেটের সামনে ছুটতো হাসির ফোয়ারা ৷ এই সিরিয়ালটি বন্ধ হয়ে যাওয়ায় মন খারাপের ভিড় জমেনি এ দেশে এমন মানুষের সংখ্যা খুব কম ৷ মাঝখান দিয়ে ১২টা বছর কেটে গিয়েছে৷
advertisement

তবে খুশির খবর এই যে,  আবার ছোটপর্দায় আসতে চলছে জলপ্রিয় কমেডি সিরিয়াল ‘খিচড়ি’ ৷ আজ শনিবার এই সিরিয়ালের অভিনেতা জেডি মাজেথিয়া ‘খিচড়ি (সিজন ২)’-এর দুটি প্রোমো রিলিজ করেছেন ৷ শোনা যাচ্ছে আগামী ১৪ এপ্রিল থেকে একটি জনপ্রিয় হিন্দি চ্যানেলে সম্প্রচারিত হতে চলেছে ৷ আরও মজার খবর এই যে, ‘খিচড়ি’র গোটা কাস্টটাই রাখা হচ্ছে নতুন সিজনেও ৷ খাকছেন সুপ্রিয়া পাঠক, অনঙ্গ দেশাই, রাজীব মেহতা, বন্দনা পাঠক এবং জে ডি মাজেথিয়া ৷

advertisement

আরও পড়ুন: হিচকি রিভিউ: চিত্রনাট্যে পুরনো হিচকি ! তবে মুগ্ধ করলেন রানি

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আরেকটু মশলা যোগ করার জন্য আরও কয়েকজন কমেডিয়ানকে কাস্ট করা হচ্ছে বলে জানাচ্ছেন সিরিয়ালটির প্রস্তুতকারকরা ৷ এই সিরিয়ালে ক্যামিও করবেন রত্না পাঠক শাহ, রেণুকা সাহানে এবং দীপশিখা নাগপালের মতো তাবড় অভিনেত্রীরা ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
১২ বছর পর ফের ছোটপর্দায় আসছে খিচড়ি