TRENDING:

১২ বছর পর ফের ছোটপর্দায় আসছে খিচড়ি

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ‘হাম পাঁচ’, ‘অফিস অফিস’, ‘সারাভাই ভার্সেস সারাভাই’, ‘দেখ ভাই দেখ’-এর মতো কমেডি সিরিয়ালের পর যদি কোনও কমেডি সিরিয়াল টেলি জগতে ঝড় তুলেছিল তা হল ‘খিচড়ি’ ৷ টিভি সেটের সামনে ছুটতো হাসির ফোয়ারা ৷ এই সিরিয়ালটি বন্ধ হয়ে যাওয়ায় মন খারাপের ভিড় জমেনি এ দেশে এমন মানুষের সংখ্যা খুব কম ৷ মাঝখান দিয়ে ১২টা বছর কেটে গিয়েছে৷
advertisement

তবে খুশির খবর এই যে,  আবার ছোটপর্দায় আসতে চলছে জলপ্রিয় কমেডি সিরিয়াল ‘খিচড়ি’ ৷ আজ শনিবার এই সিরিয়ালের অভিনেতা জেডি মাজেথিয়া ‘খিচড়ি (সিজন ২)’-এর দুটি প্রোমো রিলিজ করেছেন ৷ শোনা যাচ্ছে আগামী ১৪ এপ্রিল থেকে একটি জনপ্রিয় হিন্দি চ্যানেলে সম্প্রচারিত হতে চলেছে ৷ আরও মজার খবর এই যে, ‘খিচড়ি’র গোটা কাস্টটাই রাখা হচ্ছে নতুন সিজনেও ৷ খাকছেন সুপ্রিয়া পাঠক, অনঙ্গ দেশাই, রাজীব মেহতা, বন্দনা পাঠক এবং জে ডি মাজেথিয়া ৷

advertisement

আরও পড়ুন: হিচকি রিভিউ: চিত্রনাট্যে পুরনো হিচকি ! তবে মুগ্ধ করলেন রানি

আরেকটু মশলা যোগ করার জন্য আরও কয়েকজন কমেডিয়ানকে কাস্ট করা হচ্ছে বলে জানাচ্ছেন সিরিয়ালটির প্রস্তুতকারকরা ৷ এই সিরিয়ালে ক্যামিও করবেন রত্না পাঠক শাহ, রেণুকা সাহানে এবং দীপশিখা নাগপালের মতো তাবড় অভিনেত্রীরা ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
১২ বছর পর ফের ছোটপর্দায় আসছে খিচড়ি