হিচকি রিভিউ: চিত্রনাট্যে পুরনো হিচকি ! তবে মুগ্ধ করলেন রানি

Last Updated:

রানিকে ফের দেখার ইচ্ছে তো জাগাবেই ৷ বাকিটা হল থেকে বেরিয়ে চ...চ.. চ.. আপনার বদ অভ্যাস না হয়ে যায় !

#কলকাতা: কিছু কিছু ছবি হয়, যার ট্রেলারে কোনওরকম সাসেপেন্স রাখেন না পরিচালক ৷ কিছু কিছু ছবি হয়, যা কিনা প্রচন্ড রকমের প্রেডিক্টেবল হয়েও, চোখ ফেরানো যায় না ছবির শক্ত করে বাঁধা প্লট থেকে ৷ রানি মুখোপাধ্যায়ের সো কল্ড কামব্যাক ছবি ‘হিচকি’কে যদি অল্প কথায় কিংবা সহজ কথায় বর্ণনা করতে হয়, তাহলে ‘হিচকি’ একেবারেই এই ঘরানার ছবি ৷ যার গল্প অতি চেনা, ক্লাইম্যাক্স অতি পরিচিত ৷ তবুও আপনি ছবি পুরোটা দেখবেন ! কেন? পারফরম্যান্স ! আর যা দিয়েই ছবি আড়াই ঘণ্টা অবধি টেনে দেওয়া যায় ৷ ঠিক এরকমটিই করলেন রানি মুখোপাধ্যায় ৷ পুরো ছবির কৃতিত্বকে নিজের হাতের মুঠোয় নিয়ে ফেললেন, আর সহ অভিনেতারা শুধুমাত্র সঙ্গ দিলেন রানির সঙ্গে !
২০১৪ সালে মুক্তি পেয়েছিল রানি-র মর্দানি ৷ তখনও শোরগোল পড়ে গিয়েছিল, এটা রানির একেবারে জবরদস্ত বলিউডে রি-এন্ট্রি ৷ তবে সেই ছবিতে রানি প্রশংসিত হলেও, বক্স অফিসে খুব একটা সফলতা পায়নি সেই ছবি ৷ এরপর চার বছর ৷ ঘরে ছোটো মেয়ে আদিরা, কিছুটা হলেও যশরাজ প্রোডাকশনের কাজে সাহায্য করা ৷ দিব্য ছিলেন তিনি ৷ তবে অভিনেত্রী রানি বেরিয়ে আসার জন্য যেন সুযোগ খুঁজছিল ৷ সেটাই ‘হিচকি’র প্রতিটা ফ্রেমে ধরা পড়ছিল বার বার ৷ রানির অভিনয় দেখে মনেই হয়নি, বিরতি নিয়ে ছিলেন তিনি বা প্রচলিত শব্দ কামব্যাক !
advertisement
advertisement
টরেট সিন্ড্রোমে আক্রান্ত ছবির নয়না ওরফে রানি ৷  এই সিন্ড্রোমের কারণে মুখ থেকে চ..চ...চ এর মতো উদ্ভব আওয়াজ বার করতে থাকে সে ৷ এর কারণেই, প্রায় ১২টা স্কুল থেকে বার করে দেওয়া হয়েছে তাঁকে ৷ কিন্তু ১৩ নম্বর স্কুলে শেষপর্যন্ত নয়নার সুযোগ ঘটে৷ আর সেই ১৩ নম্বর স্কুলেই পড়ানোর সুযোগ আসে রানির ৷ তাও, ‘রাইট ফর এডুকেশন’ ক্যাটেগরিতে বস্তির ছেলেমেয়েদের ! যাদের কিনা আবর্জ্জনা হিসেবেই দেখতেন স্কুলের অন্য মাস্টারমশাইরা ৷ মোটামুটি এখান থেকেই গল্প শুরু ৷ এরপর যা ঘটে, তা গল্পকে শেষ পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ৷ এমনকী, এই গল্প এগিয়ে নিয়ে যাওয়ার ছক, অতি চেনা মানে প্রেডিক্টেবল হলেও আপনি বসে থাকবেন ৷ বসে থাকবেন শুধুই রানি ম্যাজিকে মুগ্ধ হয়ে ৷
advertisement
গোটা বিশ্বে এর আগেও মাস্টারমশাই ও পড়ুয়াদের সম্পর্ক নিয়ে ছবি হয়েছে ৷ জনপ্রিয় ছবি গুলির প্রত্যেকটিতেই কোনও না কোনও শারীরিক, দৈহিক ‘অক্ষমতা’কে তুলে ধরা হয়েছে ৷ যেমন, তারে জমিন পর, ব্ল্যাক, টু স্যার উইথ লাভ, গুড উইল হান্টিং ৷ হিচকি ছবিটিও ব্র্যাড কোহেনের লেখা একটি ইংরেজি সাহিত্য তথা সেই সাহিত্য থেকে তৈরি হওয়া হলিউড ছবি ‘ফ্রন্ট অফ দ্য ক্লাস: হাও টরেট সিনড্রম মেড মি টিচার আই নেভার হ্যাড ’ থেকে অনুপ্রাণিত ৷ প্রত্যেকটি ছবির ক্ষেত্রেই প্রায় একই ফমুর্লা ব্যবহার হয়েছে ৷ একজনের হাত ধরে আরেকজনের উত্তরণ ৷ হিচকি সেদিক থেকে আলাদা নয়, চিত্রনাট্যে কোনওরকম ঝুঁকি নিতে চাননি পরিচালক সিদ্ধার্থ পি মালহোত্রা ৷ শুধু সহজ-সরল ভাবে গল্প বলে গিয়েছেন ৷ সঙ্গে বিনোদনের মশলা দিতে দিতে ৷ আর রানিকে যেন গোটা চিত্রনাট্য তুলে দিয়েছেন ‘সঠিক কামব্যাক’-এর জন্য ৷
advertisement
হিচকি ছবি দেখে মনেই হতে পারে, আদিত্য চোপড়া তাঁর অভিনেত্রী বউকে একটা গোটা সিনেমা উপহার দিয়েছেন ৷ যেখানে রানিই সব৷ তবে সঙ্গে এটাও বলতে হয়, রানি সেই উপহারের মর্যাদা রেখেছেন৷ বক্স অফিসে ঝড় তোলার মতো ছবি নয় হিচকি ৷ তবে অভিনেত্রী রানি-র জন্য এ ছবি মনে থাকতে পারে বহুদিন৷ ৷ অন্তত, রানিকে ফের দেখার ইচ্ছে তো জাগাবেই  ৷ বাকিটা হল থেকে বেরিয়ে চ...চ.. চ.. আপনার বদ অভ্যাস না হয়ে যায় !
advertisement
হিচকি
পরিচালক: সিদ্ধার্থ মালহোত্রা
রানি মুখোপাধ্যায়, সুপ্রিয় পিলগাঁওকর, নীরজ কবি, হর্ষ মায়ার, বিক্রান্ত সোনি ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
হিচকি রিভিউ: চিত্রনাট্যে পুরনো হিচকি ! তবে মুগ্ধ করলেন রানি
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement