পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় এই ছবির কথা ঘোষণা করলেও সোশ্যাল মিডিয়ায় সর্বপ্রথম শেয়ার করেছিলেন মৃণাল-পুত্র কুণাল সেন। ছবির নাম আর চরিত্রদের ফার্স্ট লুক প্রকাশ করেছিলেন পরিচালক। ১৯৮২ সালে মুক্তি পেয়েছিল মৃণালের ‘খারিজ’। সেই ছবির একাধিক চরিত্রকেই নতুন মোড়কে ফিরিয়ে আনছেন কৌশিক। ‘খারিজ’ ছবিতে অঞ্জন দত্ত এবং মমতা শঙ্করকে দেখা গিয়েছিল। এখানেও তাঁরা থাকছেন। সঙ্গে থাকছেন পাওলি দাম ও যিশু সেনগুপ্ত। ছবির পোস্টার আজ ইনস্টাগ্রামে শেয়ার করেছেন পরিচালক নিজে। ক্যাপশনে লিখেছেন ‘আপনার জীবনদর্শনের একটুকরো উপলব্ধির চেষ্টাই আমাদের শ্রদ্ধার্ঘ্য। প্রণাম মৃণাল সেন।’
advertisement
আরও পড়ুন: অবশেষে বাগদানের ছবি প্রকাশ্যে! কেমন সাজলেন রাঘব-পরিণীতি, দেখে নিন বিশেষ ঝলক
আরও পড়ুন: বাগদানে কেমন হবে রাঘব-পরিণীতির সাজ? জাঁকজমকই বা কেমন, দেখে নিন বিশেষ ঝলক
ছবিটির প্রযোজনা করছে ‘প্রমোদ ফিল্মস অ্যান্ড বিগ ডে’ প্রযোজনা সংস্থা। প্রত্যেকেরই সাজ খুব সাদামাটা। চোখে চশমা, কাঁচা পাকা দাড়িতে অঞ্জন, অন্যদিকে সাদামাটা ঘরোয়া সাজে মমতা। তাঁতের শাড়ি, কপালের সিঁদুর লাল টিপ। যেন ‘খারিজ’-এর চরিত্ররাই শুধু মুখে বয়সের ছাপ আর চশমা। অন্যদিকে খুব হালকা সাজে পাওলি ও যিশু।