Parineeti-Raghav Engagement: বাগদানে কেমন হবে রাঘব-পরিণীতির সাজ? জাঁকজমকই বা কেমন, দেখে নিন বিশেষ ঝলক

Last Updated:
কিছুদিন আগেই শোনা গিয়েছিল ১৩ মে বাগদানের অনুষ্ঠান সারবেন পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডা। সেই অনুযায়ী আজ বিকেল থেকেই শুরু হয়ে গিয়েছে অনুষ্ঠান। সেজে উঠেছে কনট প্লেসের কাপুরথালা হাউস।
1/6
কিছুদিন আগেই শোনা গিয়েছিল ১৩ মে বাগদানের অনুষ্ঠান সারবেন পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডা। সেই অনুযায়ী আজ বিকেল থেকেই শুরু হয়ে গিয়েছে অনুষ্ঠান। সেজে উঠেছে কনট প্লেসের কাপুরথালা হাউস।
কিছুদিন আগেই শোনা গিয়েছিল ১৩ মে বাগদানের অনুষ্ঠান সারবেন পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডা। সেই অনুযায়ী আজ বিকেল থেকেই শুরু হয়ে গিয়েছে অনুষ্ঠান। সেজে উঠেছে কনট প্লেসের কাপুরথালা হাউস।
advertisement
2/6
পাশাপাশি এই বিশেষ অনুষ্ঠানের জন্য সাজানো হয়েছে রাঘবের বাড়িও। বাড়িটিকে লাল-সাদা ফুল ও প্রদীপ দিয়ে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে।
পাশাপাশি এই বিশেষ অনুষ্ঠানের জন্য সাজানো হয়েছে রাঘবের বাড়িও। বাড়িটিকে লাল-সাদা ফুল ও প্রদীপ দিয়ে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে।
advertisement
3/6
রাঘব-পরিণীতিকে সাদা পোশাকে দেখা গিয়েছে। সূত্র অনুযায়ী, রাঘব এবং পরিণীতি তাদের বাগদান অনুষ্ঠানের জন্য ম্যাচিং পোশাক পরার পরিকল্পনা করছেন। রাঘবকে দেখা যাবে আচকানে, যেটি তৈরি করেছেন ফ্যাশন ডিজাইনার পবন সচদেব। অন্যদিকে, পরিণীতির পোশাকের দায়িত্ব ছিল মনীশ মালহোত্রার ওপর। তাঁকেও ট্র্যাডিশানাল পোশাকে দেখা যাবে।
রাঘব-পরিণীতিকে সাদা পোশাকে দেখা গিয়েছে। সূত্র অনুযায়ী, রাঘব এবং পরিণীতি তাদের বাগদান অনুষ্ঠানের জন্য ম্যাচিং পোশাক পরার পরিকল্পনা করছেন। রাঘবকে দেখা যাবে আচকানে, যেটি তৈরি করেছেন ফ্যাশন ডিজাইনার পবন সচদেব। অন্যদিকে, পরিণীতির পোশাকের দায়িত্ব ছিল মনীশ মালহোত্রার ওপর। তাঁকেও ট্র্যাডিশানাল পোশাকে দেখা যাবে।
advertisement
4/6
একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় পবন “রাঘব খুব সাদামাটা পোশাক পছন্দ করে। তিনি কোনও ভারী কাজ করা কিছু পরতে চান না। তাই আমি তাঁর জন্য হাতির দাঁতের আচকান তৈরি করার সময় ফ্যাব্রিক, টেক্সচার এবং কাটগুলিতে একদম অন্যরকম ভাবে করেছিলাম। সাদা পোশাকের সঙ্গে ম্যচিং করে একটা গোলাপি পকেট যোগ করেছি।”
একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় পবন “রাঘব খুব সাদামাটা পোশাক পছন্দ করে। তিনি কোনও ভারী কাজ করা কিছু পরতে চান না। তাই আমি তাঁর জন্য হাতির দাঁতের আচকান তৈরি করার সময় ফ্যাব্রিক, টেক্সচার এবং কাটগুলিতে একদম অন্যরকম ভাবে করেছিলাম। সাদা পোশাকের সঙ্গে ম্যচিং করে একটা গোলাপি পকেট যোগ করেছি।”
advertisement
5/6
নয়াদিল্লিতে কনট প্লেসের কাপুরথালা হাউসে বনের বাগদানের অনুষ্ঠানে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। নিয়ন সবুজ পোশাকে দারুণ গ্ল্যামারাস লাগছিল তাঁকে।
নয়াদিল্লিতে কনট প্লেসের কাপুরথালা হাউসে বনের বাগদানের অনুষ্ঠানে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। নিয়ন সবুজ পোশাকে দারুণ গ্ল্যামারাস লাগছিল তাঁকে।
advertisement
6/6
অন্যদিকে, করণ জোহর, মনীশ মালহোত্রা এবং সানিয়া মির্জাকে পরিণীতি এবং রাঘবের বাগদান অনুষ্ঠানের উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
অন্যদিকে, করণ জোহর, মনীশ মালহোত্রা এবং সানিয়া মির্জাকে পরিণীতি এবং রাঘবের বাগদান অনুষ্ঠানের উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
advertisement
advertisement
advertisement