Parineeti-Raghav Engagement: বাগদানে কেমন হবে রাঘব-পরিণীতির সাজ? জাঁকজমকই বা কেমন, দেখে নিন বিশেষ ঝলক
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
কিছুদিন আগেই শোনা গিয়েছিল ১৩ মে বাগদানের অনুষ্ঠান সারবেন পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডা। সেই অনুযায়ী আজ বিকেল থেকেই শুরু হয়ে গিয়েছে অনুষ্ঠান। সেজে উঠেছে কনট প্লেসের কাপুরথালা হাউস।
advertisement
advertisement
রাঘব-পরিণীতিকে সাদা পোশাকে দেখা গিয়েছে। সূত্র অনুযায়ী, রাঘব এবং পরিণীতি তাদের বাগদান অনুষ্ঠানের জন্য ম্যাচিং পোশাক পরার পরিকল্পনা করছেন। রাঘবকে দেখা যাবে আচকানে, যেটি তৈরি করেছেন ফ্যাশন ডিজাইনার পবন সচদেব। অন্যদিকে, পরিণীতির পোশাকের দায়িত্ব ছিল মনীশ মালহোত্রার ওপর। তাঁকেও ট্র্যাডিশানাল পোশাকে দেখা যাবে।
advertisement
advertisement
advertisement