রাঘব-পরিণীতিকে সাদা পোশাকে দেখা গিয়েছে। সূত্র অনুযায়ী, রাঘব এবং পরিণীতি তাদের বাগদান অনুষ্ঠানের জন্য ম্যাচিং পোশাক পরার পরিকল্পনা করছেন। রাঘবকে দেখা যাবে আচকানে, যেটি তৈরি করেছেন ফ্যাশন ডিজাইনার পবন সচদেব। অন্যদিকে, পরিণীতির পোশাকের দায়িত্ব ছিল মনীশ মালহোত্রার ওপর। তাঁকেও ট্র্যাডিশানাল পোশাকে দেখা যাবে।