Parineeti-Raghav Engagement: অবশেষে বাগদানের ছবি প্রকাশ্যে! কেমন সাজলেন রাঘব-পরিণীতি, দেখে নিন বিশেষ ঝলক

Last Updated:
সব অপেক্ষার অবসান। অবশেষে স্যোশাল মিডিয়ায় প্রকাশ্যে এল রাঘব-পরিণীতির বাগদানের ছবি। পূর্বপরিকল্পনা অনুযায়ী ১৩ মে বাগদানের অনুষ্ঠান সারলেন পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডা। আজ বিকেল ৫ টা থেকে শুরু হয়ে গিয়েছিল অনুষ্ঠান। সেজে উঠেছিল কনট প্লেসের কাপুরথালা হাউস।
1/6
সব অপেক্ষার অবসান। অবশেষে স্যোশাল মিডিয়ায় প্রকাশ্যে এল রাঘব-পরিণীতির বাগদানের ছবি। পূর্বপরিকল্পনা অনুযায়ী ১৩ মে বাগদানের অনুষ্ঠান সারলেন পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডা। আজ বিকেল ৫ টা থেকে শুরু হয়ে গিয়েছিল অনুষ্ঠান। সেজে উঠেছিল কনট প্লেসের কাপুরথালা হাউস।
সব অপেক্ষার অবসান। অবশেষে স্যোশাল মিডিয়ায় প্রকাশ্যে এল রাঘব-পরিণীতির বাগদানের ছবি। পূর্বপরিকল্পনা অনুযায়ী ১৩ মে বাগদানের অনুষ্ঠান সারলেন পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডা। আজ বিকেল ৫ টা থেকে শুরু হয়ে গিয়েছিল অনুষ্ঠান। সেজে উঠেছিল কনট প্লেসের কাপুরথালা হাউস।
advertisement
2/6
বাগদানের সাজ ঠিক কী রকম হবে তা নিয়ে যথেষ্ঠ উৎসাহ ছিল অনুরাগীরাদের। বহুদিন ধরেই এই তারকা জুটি ছিলেন সংবাদের শিরোনামে। রাঘব আর পরিণীতিকে প্রথম একসঙ্গে দেখা গিয়েছিল মার্চ মাসে মুম্বইয়ে ডিনার ডেটে। তখন থেকেই শুরু হয়েছিল চর্চা৷ তবে সেভাবে মুখ খোলেনি কেউই৷
বাগদানের সাজ ঠিক কী রকম হবে তা নিয়ে যথেষ্ঠ উৎসাহ ছিল অনুরাগীরাদের। বহুদিন ধরেই এই তারকা জুটি ছিলেন সংবাদের শিরোনামে। রাঘব আর পরিণীতিকে প্রথম একসঙ্গে দেখা গিয়েছিল মার্চ মাসে মুম্বইয়ে ডিনার ডেটে। তখন থেকেই শুরু হয়েছিল চর্চা৷ তবে সেভাবে মুখ খোলেনি কেউই৷
advertisement
3/6
তারপর নানা জল্পনা শেষে তাঁরা তাঁদের সম্পর্কে শিলমোহর দেন। বিয়ের আগেই পরিণীতি চোপড়াকে দেখে নতুন নামে সম্বোধন করলেন পাপারাৎজিরা৷ 'বৌদি' বলে ডাকতেই লজ্জায় লাল হলেন নায়িকা৷ শুধু তাই নয়,'বৌদি' ডাক শুনে প্রকাশ্যেই একগাল হেসে ফেলেন নায়িকা৷
তারপর নানা জল্পনা শেষে তাঁরা তাঁদের সম্পর্কে শিলমোহর দেন। বিয়ের আগেই পরিণীতি চোপড়াকে দেখে নতুন নামে সম্বোধন করলেন পাপারাৎজিরা৷ 'বৌদি' বলে ডাকতেই লজ্জায় লাল হলেন নায়িকা৷ শুধু তাই নয়,'বৌদি' ডাক শুনে প্রকাশ্যেই একগাল হেসে ফেলেন নায়িকা৷
advertisement
4/6
আর আজ অবশেষে জোর বাঁধল রাজনীতি ও বিনোদন। কনট প্লেসের কাপুরথালা হাউসে সকলের উপস্থিতিতে আংটি বদল করলেন রাঘব-পরিণীতি। আর এই বিশেষ মুহূর্তকে আরও বিশেষ করে তুলতে তাঁরা বেছে নেন সাদা পোশাক। রাঘব পড়েছেন আচকান, যেটি তৈরি করেছেন ফ্যাশন ডিজাইনার পবন সচদেব। অন্যদিকে, পরিণীতির পোশাকের দায়িত্ব ছিল মনীশ মালহোত্রার ওপর। ট্র্যাডিশানাল পোশাকে স্নিগ্ধ পরিণীতি।
আর আজ অবশেষে জোর বাঁধল রাজনীতি ও বিনোদন। কনট প্লেসের কাপুরথালা হাউসে সকলের উপস্থিতিতে আংটি বদল করলেন রাঘব-পরিণীতি। আর এই বিশেষ মুহূর্তকে আরও বিশেষ করে তুলতে তাঁরা বেছে নেন সাদা পোশাক। রাঘব পড়েছেন আচকান, যেটি তৈরি করেছেন ফ্যাশন ডিজাইনার পবন সচদেব। অন্যদিকে, পরিণীতির পোশাকের দায়িত্ব ছিল মনীশ মালহোত্রার ওপর। ট্র্যাডিশানাল পোশাকে স্নিগ্ধ পরিণীতি।
advertisement
5/6
রাঘবের পোশাকের দায়িত্বে থাকা পবন একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারের সময় জানান “রাঘব খুব সাদামাটা পোশাক পছন্দ করে। তিনি কোনও ভারী কাজ করা কিছু পরতে পছন্দ করেন না। তাই আমি তাঁর জন্য হাতির দাঁতের আচকান তৈরি করার সময় ফ্যাব্রিক, টেক্সচার এবং কাটগুলিতে একদম অন্যরকম ভাবে করেছিলাম।”
রাঘবের পোশাকের দায়িত্বে থাকা পবন একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারের সময় জানান “রাঘব খুব সাদামাটা পোশাক পছন্দ করে। তিনি কোনও ভারী কাজ করা কিছু পরতে পছন্দ করেন না। তাই আমি তাঁর জন্য হাতির দাঁতের আচকান তৈরি করার সময় ফ্যাব্রিক, টেক্সচার এবং কাটগুলিতে একদম অন্যরকম ভাবে করেছিলাম।”
advertisement
6/6
বিশ্বাস ও ভালবাসায় যেন একে অপরকে আগলে রেখেছেন রাঘব-পরিণীতি।
বিশ্বাস ও ভালবাসায় যেন একে অপরকে আগলে রেখেছেন রাঘব-পরিণীতি।
advertisement
advertisement
advertisement