ছবির মূল চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কৌশিক গঙ্গোপাধ্যায় এবং অপরাজিতা আঢ্যকে। ইতিমধ্যেই ট্রেলার মুক্তি পেয়ে গিয়েছে । ছবিতে কৌশিকের চরিত্রটি বাকশক্তিহীন। একটি ছোট্ট লাল ডায়েরিতে লিখে রাখেন নিজের মনের কথাগুলি। সেই ডায়েরির নাম 'কথামৃত'। ছবিতে কৌশিকের স্ত্রীর চরিত্রে দেখা যাবে অপরাজিতাকে।
কৌশিকের কথায় "সনাতন চরিত্রটি খুব কাছের। যে মানুষটা কথা বলতে পারে না, তার জীবনের সুখ, কষ্ট সবটাই লিখে রাখেন লাল ডাইরিতে। পরিচালক জিতের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অনবদ্য। আশা করছি, সনাতন চরিত্রটি সবার ভাল লাগবে।"
advertisement
আরও পড়ুন : ছেলের রক্ষায় ফের লড়াই কাজলের, মা'কে নতুন করে চিনল দুনিয়া, নতুন ভিডিও viral
আরও পড়ুন : অস্কারে মনোনীত পাকিস্তানি ছবি 'জয়ল্যান্ড'! নিজের দেশেই নিষিদ্ধ করা হল কেন?
'কথামৃত'য় সুলেখা হয়ে উঠেছেন অপরাজিতা। তিনি বলেন "সুলেখা আর সনাতনের গল্প মানুষের মনে থাকবে বলে আমার বিশ্বাস। দুটো মানুষ যখন বহু বছর পাশাপাশি থাকে, সুখে-দু:খে একসঙ্গে থাকে, তখন একটা সংসার গড়ে ওঠে। সেই সংসারের গল্প এই কথামৃত। প্রতিটি মানুষের জীবনে কথা যে কতটা গুরুত্বপূর্ণ, সেই নিয়ে এই ছবি।"
ছবির পরিচালকের মতে, প্রতিটি সম্পর্কের বুননে কথার গুরুত্ব এই 'কথামৃত'।'জালান প্রোডাকশন'- এর ছাতার নীচে তৈরি হয়েছে ছবিটি।
পাড়ার আদর্শ স্বামী-স্ত্রী সনাতন (কৌশিক গঙ্গোপাধ্যায়) ও সুলেখা (অপরাজিতা আঢ্য)। ছেলে ঋককে নিয়ে তাঁদের সুখের সংসার। ভালবাসায় ভরা তাঁদের এই পরিবারকে এলাকার মানুষের খুব পছন্দের। সনাতন কথা বলতে পারেন না। কিন্তু দীর্ঘদিন ধরে তাঁর পরিচিত ব্যক্তিরা তাঁর মনের ভাব বুঝতে পারেন। তবে মনের কথা বলার জন্য় তিনি একটি পকেট ডায়েরি সব সময় সঙ্গে রাখেন। সেই ডায়েরিটিকেই তিনি 'কথামৃত' নাম দিয়েছেন। আর এই 'কথামৃত'কে কেন্দ্র করে বোনা হয়েছে ছবির গল্প।