জানা যাচ্ছে, বিয়ের ভেন্যু পর্যন্ত নাকি হেলিকপ্টারে করে উড়ে যাবেন ক্যাটরিনা ও ভিকি (Katrina Kaif Vicky Kaushal wedding)। ৫ ডিসেম্বর জয়পুরের উদ্দেশে মুম্বই থেকে রওনা দেবেন তারকা জুটি। তখন বিমানবন্দরে তাঁদের দেখা পাওয়া যাবে। কিন্তু জয়পুর পৌঁছনোর পরে, সেখান থেকে একটি হেলিকপ্টার তাঁদের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারা রিসর্টে নিয়ে যাবে। পাপারাজ্জিদের হাতে ক্যামেরাবন্দি হওয়ার থেকে বাঁচতেই এই ব্যবস্থা করেছেন তাঁরা। জয়পুর বিমানবন্দর থেকে বিয়ের রিসর্টটি ২ ঘণ্টার রাস্তা। আর তাই মনে করা হচ্ছে, বিয়ের পরে বিবাহিত দম্পতি হিসেবেই সরাসরি দেখা যাবে ক্যাটরিনা ও ভিকিকে। তার আগে তাঁদের ক্যামেরাবন্দি হওয়ার তেমন কোনও সুযোগ নেই।
advertisement
আরও পড়ুন - 'আমার জীবন নষ্ট করলে কেন কৃতী?' নেটদুনিয়ায় এক ব্যক্তির কাছে ক্ষমা চাইলেন অভিনেত্রী
পিঙ্কভিলার প্রতিবেদন থেকে জানা গিয়েছে, সামাজিক বিয়ের আগে আইনি পদ্ধতিতে আবদ্ধ হবেন 'ভিকট্রিনা' (Katrina Kaif Vicky Kaushal wedding)। জানা যাচ্ছে, বিয়েতে আগত অতিথিদের সই করতে হবে NDA-তে। সই করার পরে সেই ফর্ম পাঠালে দেওয়া হবে একটি নির্দিষ্ট বারকোড। সেটি স্ক্যান করলেই বিয়েতে আমন্ত্রিতদের জন্য কয়েকটি শর্ত। যেমন বিয়ের অনুষ্ঠানে কারা এসেছেন তা বাইরে প্রকাশ করা যাবে না। কোনও ছবি তোলা যাবে না। ওয়েডিং ভেন্যুতে কোনও রিল বা ভিডিও বানানো যাবে না। সোশ্যাল মিডিয়ায় কোনও ছবি শেয়ার করা যাবে না।
আরও পড়ুন - ক্যাটরিনা-ভিকির বিয়েতে একাধিক বিধি-নিষেধ! কী করা যাবে, কী করা যাবে না
প্রসঙ্গত, এখনও পর্যন্ত খোদ ক্যাটরিনা ও ভিকি কেউই বিয়ে নিয়ে মুখ খোলেননি। তবে জানা গিয়েছে, দীপাবলিতে পরিচালক কবীর খানের বাড়িতেই আংটি বদল করেছেন ক্যাটরিনা ও ভিকি। সেই রোকা সেরেমনিতে কেবল দুই পরিবারের ঘনিষ্ঠরা উপস্থিত ছিলেন। বিয়েতে তারকা জুটি সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা পোশাক পরবেন।