রাজস্থানের সিক্স সেনসেস ফোর্ট বারওয়ারায় বসেছে ক্যাটরিনা ও ভিকির বিয়ের আসর। ৭ ডিসেম্বর থেকে শুরু হয়েছে মেহেন্দি ও সঙ্গীত সহ নানা অনুষ্ঠান। আর এই ফোর্ট বারওয়ারাতেই নাকি হানিমুন হবে ভিকি ও ক্যাটরিনার। আজকেই বিয়ের পিঁড়িতে বসছেন তারকা জুটি। তবে ১২ডিসেম্বর পর্যন্ত তাঁরা এখানেই থাকবেন। তার পরে মুম্বইতে ফিরবেন ক্যাটরিনা ও ভিকি। আর তার পরেই যে যার নিজের ছবির কাজ শুরু করবেন।
advertisement
আরও পড়ুন - মেহেন্দি ভরা হাতে নববধূ! এত নিরাপত্তা সত্ত্বেও ফাঁস হয়ে গেল ক্যাটরিনার ছবি?
অর্থাৎ বিয়ের পরে তাঁদের হাতে রয়েছে দুদিন। সেখানেই কোয়ালিটি টাইম কাটাবেন নবদম্পতি। আলাদা করে এখনই হানিমুনে যাচ্ছেন না তাঁরা। এক ঘনিষ্ঠ সূত্রের কথায়, "ভিকি ও ক্যাটরিনা দুজনেরই কাজ সম্পর্কিত কিছু দায়বদ্ধতা আছে। কয়েকটি ছবির শ্যুটিং শীঘ্র শেষ করতে হবে। তাই এখনই হানিমুনে যাচ্ছেন না তাঁরা। বিয়ের পরেই ছবির সেটে ফিরছেন ক্যাটরিনা।"
আরও পড়ুন - ক্যাটরিনার সঙ্গীতে অংশ নিয়েছিলেন শুধু মহিলারা! কেন এমন আয়োজন করলেন ভিকির মা
বিয়ের পরের প্ল্যানিংও প্রায় ঠিক দুজনের। জুহুর এক বহুতলে বিলাসবহুল নতুন অ্যাপার্টমেন্ট কিনেছেন হবু দম্পতি। সেই নতুন বাসস্থানের ইন্টেরিয়র দেখছেন ক্যাটরিনা কাইফ। দীপাবলিতে পরিচালক কবীর খানের বাড়িতে আংটি বদল করেছেন ক্যাটরিনা ও ভিকি। সেখানে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্যরা। প্রসঙ্গত, শ্যুটিং শিডিউলের কথা মাথায় রেখে ভিকি নাকি প্রথমে ২০২২-এর মে মাসে বিয়ে (Katrina Kaif Vicky Kaushal wedding) করতে চেয়েছিলেন। কিন্তু সেই প্রস্তাবে রাজি হননি ক্যাটরিনা। কারণ গরম কাল নয়। বিয়ের ভেন্যু রাজস্থান বলে শীতের মরসুমেই বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন ক্যাটরিনা।
