বিয়ে নিয়ে এখনও মুখ খোলেননি ক্যাটরিনা বা ভিকি। বিভিন্ন মহলে এখনও আলোচনা হচ্ছে, বিয়েটা আদৌ হচ্ছে তো? কিন্তু ক্যাটরিনার মা-কে শপিং করতে দেখে অনেকেই আন্দাজ করছেন বিয়েটা হচ্ছেই। বিয়েতে কোনদিন কী পোশাক পরবেন তাও ইতিমধ্যেই স্থির করে ফেলেছেন তারকা জুটি। বিয়ের (Katrina Kaif Vicky Kaushal wedding) দিন ভিকি ও কৌশল দুজনেই পরছেন সব্যসাচী মুখোপাধ্যয়ের ডিজাইন করা পোশাক। তবে শুধু সব্যসাচী নন। তাঁদের তালিকায় রয়েছে আরও বেশ কয়েকজন ডিজাইনারের নাম।
advertisement
আরও পড়ুন- বিয়ে করছেন মৌনী রায়! গ্র্যান্ড রিসেপশন বাংলার কোচবিহারে, পাত্রটি কে
যেমন মেহেন্দিতে ক্যাটরিনা পরবেন আবু জানির ডিজাইন করা পোশাক। বলিউডের বিয়েতে মণীশ মালহোত্রা থাকবেন না তা কী ভাবে হয়! সঙ্গীতে মণীশ মালহোত্রার ডিজাইন করা লেহেঙ্গা পরবেন ক্যাটরিনা। অন্যদিকে ভিকি কৌশল মেহেন্দি ও সঙ্গীতে পরবেন কুণাল রাওয়াল ও রাঘবেন্দ্র রাঠৌরের ডিজাইন ককা পোশাক। তবে বিয়ের রিসেপশনেও দুজনে বেছে নিয়েছেন সব্যসাচীরই ডিজাইন। মেহেন্দিতে ক্যাটরিনা একটি স্পেশাল মেহেন্দি পরবেন যার দাম ১ লক্ষ টাকা। দীপাবলিতে পরিবারকে নিয়ে রোকা সেরেমনি সেরেছেন দুজনে। বিয়ের (Katrina Kaif Vicky Kaushal wedding) পরের প্ল্যানিংও প্রায় ঠিক দুজনের। জানা যাচ্ছে, জুহুর এক বহুতলে বিলাসবহুল নতুন অ্যাপার্টমেন্ট কিনেছেন হবু দম্পতি। সেই নতুন বাসস্থানের ইন্টেরিয়র দেখছেন ক্যাটরিনা কাইফ। এই গ্র্যান্ড ওয়েডিং এর দায়িত্বে রয়েছে একাধিক ইভেন্ট কোম্পানি। বিয়েতে একাধিক ইভেন্ট রয়েছে। সেগুলির জন্য ভিন্ন ইভেন্ট কোম্পানি রয়েছে। বিয়ের অনুষ্ঠানে ফোনের উপর নিষেধাজ্ঞা থাকবে বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন- করণ-তেজস্বী বিয়ে করলেন বিগবসের ঘরেই? মুহূর্তে ভাইরাল ছবি
ক্যাটরিনা ও ভিকির বিয়েতে (Katrina Kaif Vicky Kaushal wedding) নিমন্ত্রিত কারা তা নিয়েও জল্পনা চলছে। জানা যাচ্ছে, সলমন খান ও তাঁর গোটা পরিবার নিমন্ত্রিত থাকবেন। তবে বিয়েতে সলমন আসবেন না বলেই শোনা যাচ্ছে। সেই কারণ নিয়েও আলোচনা চলছে। এছাড়া বিয়েতে নিমন্ত্রিতদের মধ্যে রয়েছেন করণ জোহর, আলি আব্বাস জাফার, কবীর খান, মিনি মাথুর, রোহিত শেট্টি, সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আডবানি, বরুণ ধাওয়ান এবং নাতাশা দালাল এবং আরও অনেকে।