ক্যাটরিনার পোস্টে ভালোবাসা ও কমেন্টের বন্যা বইছে ভক্তদের তরফে। তাতে কমেন্ট করেছেন ইন্ডাস্ট্রির অন্য বন্ধুরাও। নেহা ধুপিয়া লিখেছেন, 'হ্যাপি হ্যাপি হ্যাপি আমাদের গর্জাস জুটি'। অভিনেত্রী বাণী কাপুর লিখেছেন, 'অপূর্ব'। গত ২০২১-এর ডিসেম্বরের ৯ তারিখ রাজস্থানের সাওয়াই মাধোপুরে বিলাসবহুল অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করেছেন বলিউডের দুই তারকা অভিনেতা ভিকি ও ক্যাটরিনা। তার পর মুম্বইতে নতুন বাড়িতে রয়েছেন তাঁরা।
advertisement
আরও পড়ুন: বিপদ যেখানে, সেনা সেখানে! বরফে আটকানো গ্রাম থেকে অন্তঃসত্ত্বাকে উদ্ধার সেনার, দেখুন
রাজস্থানের বারওয়ারা ফোর্টের সিক্স সেন্সের রিসর্টে বিলাসবহুল ভাবে বিয়ে সেরেছেন বলিউডের দুই তারকা অভিনেতা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। প্রথম থেকে বিয়ে নিয়ে যতটা রাখঢাক করা হয়েছিল দুই পরিবারের তরফে, বিয়ে শেষে অবশ্য ভক্তদের নিরাশ করছেন না ভিকি-ক্যাটরিনা। প্রতিদিনই বিয়ে ও বিয়ের সঙ্গে জড়িত নানা অনুষ্ঠানের ছবি-ভিডিও শেয়ার করছেন ক্যাটরিনা ও ভিকি। বড়দিন ও নিউ ইয়ারেও ছবি পোস্ট করেছিলেন নবদম্পতি।
আরও পড়ুন: করোনা আক্রান্ত স্বরা ভাস্করের মৃত্যুকামনা! সপাট জবাব দিলেন অভিনেত্রী
কাজের দিক থেকে দুই তারকাই বিয়ে সেরেই ফিরেছেন ফ্লোরে। ক্যাটরিনাকে আগামীতে দেখা যাবে সলমান খানের সঙ্গে টাইগার ৩ ছবিতে। শেষ তাঁকে দেখা গিয়েছিল, অক্ষয় কুমারের সঙ্গে সূর্যবংশী ছবিতে। এছাড়াও সিদ্ধান্ত চতুর্বেদী ও ঈশান খট্টরের সঙ্গে ফোন ভূত ছবি করছেন ক্যাটরিনা। ভিকি কৌশলেরও হাতে রয়েছে একের পর এক নতুন ছবির কাজ।