ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের বিয়ের জোর গুঞ্জনের মধ্যেই এবার মুখ খুললেন ক্যাট সুন্দরীর (Katrina Kaif and Vicky Kaushal Wedding) প্রাক্তন বয়ফ্রেন্ড সলমানের খানের (Salman Khan) বাবা সালিম খান (Salim Khan on Katrina Kaif and Vicky Kaushal Wedding)। ভিকি-ক্যাটরিনায় ভক্তরা এই প্রশ্নের জবাবের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে, সত্যিই বিয়েটা হচ্ছে কিনা। শোনা গিয়েছে, ক্যাটরিনার প্রাক্তন সলমান (Salman Khan) এখন তাঁর খুবই কাছের বন্ধু। বিয়েতে রাজস্থানের অতিথি তালিকায় রয়েছে গোটা খান পরিবার (Salim Khan on Katrina Kaif and Vicky Kaushal Wedding)। তবে এ নিয়ে সালিম খান শেষ পর্যন্ত নিজের মুখ খুলেছেন। দৈনিক ভাস্কর-এর খবর অনুযায়ী, সালিম খান বলেছেন, ক্যাটরিনা ও ভিকির বিয়ে নিয়ে তিনি আর নতুন কী বলবেন। মিডিয়াই তো সব বলে দিয়েছে।
advertisement
আরও পড়ুন: ডিসেম্বরে ক্যাটরিনা-ভিকির বিয়ের খবর একেবারে মিথ্যা! অভিনেতার বোনের স্পষ্ট মন্তব্যে তোলপাড়...
জানা গিয়েছে, রাজস্থানের সাওয়াই মাধোপুর জেলার সিক্স সেন্সেস ফোর্ট হোটেলে বসতে চলেছে বিয়ের আসর (Katrina Kaif and Vicky Kaushal Wedding)। ৭ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে বিয়ের নানা অনুষ্ঠান। বিয়ের জন্যে ইতিমধ্যেই ৭০০ বছরের পুরনো এই দুর্গ হোটেল পুরোপুরি বুকিং করে নেওয়া হয়েছে। কারণ, দুই পরিবারেরই একাধিক আত্মীয় নভেম্বরের শেষেই চলে আসবেন রাজস্থানে। তাঁরা সেখানেই থাকবেন। যদিও বিয়ে নিয়ে এখনও সরাসরি মুখ খোলেননি ভিকি বা ক্যাটরিনার কেউই। একাধিক ইভেন্ট কোম্পানিকে নিযুক্ত করা হয়েছে এই বিয়ের অনুষ্ঠান করার জন্য।
আরও পড়ুন: এই পুরনো রাজবাড়িতে ভিকি-ক্যাটরিনার বিয়ে, অনুষ্ঠানস্থলে রেইকি করতে গেলেন জুটির ১০ কর্মী!
ক্যাটরিনা ও ভিকির বিয়ে নিয়ে এমনিতেই দর্শকমহলে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে। সূত্রের খবর, সব্যসাচী ক্যাটরিনা ও ভিকির বিয়ের পোশাক ডিজাইন করছেন। তাঁরা এরই মধ্যে পোশাক পছন্দ করেছেন। র সিল্কের কাপড়ে ক্যাটরিনা পোশাক বাছাই করেছেন। সেটি হতে চলেছে লেহেঙ্গা। ডিসেম্বরেই হবে বিয়ে।'