Katrina Kaif & Vicky Kaushal Wedding Rumors Fake|| ডিসেম্বরে ক্যাটরিনা-ভিকির বিয়ের খবর একেবারে মিথ্যা! অভিনেতার বোনের স্পষ্ট মন্তব্যে তোলপাড়...

Last Updated:
Katrina Kaif-Vicky Kaushal's Wedding Rumors Fake: ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) ও ভিকি কৌশলের (Vicky Kaushal) বিয়ের জল্পনা একেবারে উড়িয়ে দিলেন ভিকির বোন! ৯ ডিসেম্বর বিয়ের দিন ফাঁস হয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই বিয়ে হচ্ছে না বলে একেবারে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।
1/10
*ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) ও ভিকি কৌশলের (Vicky Kaushal) বিয়ের জল্পনা একেবারে উড়িয়ে দিলেন ভিকির বোন! ৯ ডিসেম্বর বিয়ের দিন ফাঁস হয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই বিয়ের জল্পনায় একেবারে জল ঢেলে দিয়েছেন তিনি। জানিয়েছেন, এমন কোনও বিয়ে ডিসেম্বরে হচ্ছে না। সংগৃহীত ছবি।  
*ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) ও ভিকি কৌশলের (Vicky Kaushal) বিয়ের জল্পনা একেবারে উড়িয়ে দিলেন ভিকির বোন! ৯ ডিসেম্বর বিয়ের দিন ফাঁস হয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই বিয়ের জল্পনায় একেবারে জল ঢেলে দিয়েছেন তিনি। জানিয়েছেন, এমন কোনও বিয়ে ডিসেম্বরে হচ্ছে না। সংগৃহীত ছবি।  
advertisement
2/10
*দৈনিক ভাস্করে প্রকাশিত রিপোর্ট  (Dainik Bhaskar report) অনুযায়ী, ভিকির বোন সাফ জানিয়ে দিয়েছেন, ভিকি কৌশলের সঙ্গে ক্যাটরিনার বিয়ে হচ্ছে না। সবটাই ভুল খবর ছড়িয়ে পড়েছে। তাঁর দারি, তিনি ভিকির সঙ্গে এ বিষয়ে খোলাখুলি আলোচনা করেছেন, সেখানেই অভিনেতা জানিয়েছেন, এ রকম কোনও বিয়ে হচ্ছে না। যা রটেছে, তা পুরোটাই মিথ্যা। সংগৃহীত ছবি।  
*দৈনিক ভাস্করে প্রকাশিত রিপোর্ট  (Dainik Bhaskar report) অনুযায়ী, ভিকির বোন সাফ জানিয়ে দিয়েছেন, ভিকি কৌশলের সঙ্গে ক্যাটরিনার বিয়ে হচ্ছে না। সবটাই ভুল খবর ছড়িয়ে পড়েছে। তাঁর দারি, তিনি ভিকির সঙ্গে এ বিষয়ে খোলাখুলি আলোচনা করেছেন, সেখানেই অভিনেতা জানিয়েছেন, এ রকম কোনও বিয়ে হচ্ছে না। যা রটেছে, তা পুরোটাই মিথ্যা। সংগৃহীত ছবি।  
advertisement
3/10
*এই খবর প্রকাশ পাওয়ার পর থেকেই হতাশ ক্যাটরিনা এবং ভিকির অনুরাগীরা। যারা তাঁদের বিয়ে কবে হবে জানতে মুখিয়ে ছিলেন, সব জল্পনায় জল ধেলে দেওয়ায় হতাশ সকলেই। ভিকির বোনের দাবি, দাদা তাঁকে জানিয়েছেন, যা রটেছে সবটাই সংবাদমাধ্যমের সৌজন্যে। এমন কোনও ঘটেনি। সংগৃহীত ছবি।  
*এই খবর প্রকাশ পাওয়ার পর থেকেই হতাশ ক্যাটরিনা এবং ভিকির অনুরাগীরা। যারা তাঁদের বিয়ে কবে হবে জানতে মুখিয়ে ছিলেন, সব জল্পনায় জল ধেলে দেওয়ায় হতাশ সকলেই। ভিকির বোনের দাবি, দাদা তাঁকে জানিয়েছেন, যা রটেছে সবটাই সংবাদমাধ্যমের সৌজন্যে। এমন কোনও ঘটেনি। সংগৃহীত ছবি।  
advertisement
4/10
*তবে ভিকি এবং পরিবারের সদস্যরা যে যাই বলুন না কেন, তাতে আমল দিতে নারাজ অনেকেই। নেটিজেনদের দাবি, বিয়ের গোপনীয়তা ফাঁস হয়ে গিয়েছে, তাই সেই দিক থেকে নজর ঘোরাতেই এটি নয়া ফন্দি। যদি সংবাদমাধ্যমে ছবি প্রকাশিত হয়ে যায় কোনওভাবে, তাই মিথ্যা খবর বলে, তা আড়ালের আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। সংগৃহীত ছবি।  
*তবে ভিকি এবং পরিবারের সদস্যরা যে যাই বলুন না কেন, তাতে আমল দিতে নারাজ অনেকেই। নেটিজেনদের দাবি, বিয়ের গোপনীয়তা ফাঁস হয়ে গিয়েছে, তাই সেই দিক থেকে নজর ঘোরাতেই এটি নয়া ফন্দি। যদি সংবাদমাধ্যমে ছবি প্রকাশিত হয়ে যায় কোনওভাবে, তাই মিথ্যা খবর বলে, তা আড়ালের আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। সংগৃহীত ছবি।  
advertisement
5/10
*এ দিকে, শুক্রবারই ফাঁস হয়ে যায় ৯ ডিসেম্বর রাজস্থানের (Rajasthan) সাওয়াই মাধোপুরের (Sawai Madhopur) সিক্স সেন্স ফোর্ট বারওয়ারা (Six Senses Fort Barwara) রিসোর্টে বসছে ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের বিয়ের আসর (Katrina Kaif Vicky Kaushal wedding)। সংগৃহীত ছবি।  
*এ দিকে, শুক্রবারই ফাঁস হয়ে যায় ৯ ডিসেম্বর রাজস্থানের (Rajasthan) সাওয়াই মাধোপুরের (Sawai Madhopur) সিক্স সেন্স ফোর্ট বারওয়ারা (Six Senses Fort Barwara) রিসোর্টে বসছে ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের বিয়ের আসর (Katrina Kaif Vicky Kaushal wedding)। সংগৃহীত ছবি।  
advertisement
6/10
*৭ ডিসেম্বর শুরু হচ্ছে বিয়ের অনুষ্ঠান। হিন্দু মতে হবে বিয়ে।  উপস্থিত থাকবেন পরিবারের সদস্যদের পাশাপাশি অত্যন্ত ঘনিষ্ঠ কিছু আত্মীয় এবং বন্ধুরা। ৭ এবং ৮ যথাক্রমে সঙ্গীত এবং মেহেন্দি। Pinkvilla-র রিপোর্ট অনুযায়ী, রাজস্থানের রাজকীয় বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত প্রায় ২০০ অতিথি। সংগৃহীত ছবি।  
*৭ ডিসেম্বর শুরু হচ্ছে বিয়ের অনুষ্ঠান। হিন্দু মতে হবে বিয়ে।  উপস্থিত থাকবেন পরিবারের সদস্যদের পাশাপাশি অত্যন্ত ঘনিষ্ঠ কিছু আত্মীয় এবং বন্ধুরা। ৭ এবং ৮ যথাক্রমে সঙ্গীত এবং মেহেন্দি। Pinkvilla-র রিপোর্ট অনুযায়ী, রাজস্থানের রাজকীয় বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত প্রায় ২০০ অতিথি। সংগৃহীত ছবি।  
advertisement
7/10
*সূত্রের খবর, আগামী সপ্তাহেই আইনি বিয়ে সারতে চলেছেন ভিকি এবং ক্যাটরিনা। জানা গিয়েছে, রাজস্থান উড়ে যাওয়ার আগে মুম্বইতেই আইনি বিয়ে সেরে ফেলবেন বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি। সংগৃহীত ছবি।  
*সূত্রের খবর, আগামী সপ্তাহেই আইনি বিয়ে সারতে চলেছেন ভিকি এবং ক্যাটরিনা। জানা গিয়েছে, রাজস্থান উড়ে যাওয়ার আগে মুম্বইতেই আইনি বিয়ে সেরে ফেলবেন বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি। সংগৃহীত ছবি।  
advertisement
8/10
*ক্যাটরিনা ও ভিকির এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, দুজনের কাছেই এটা খুব বিশেষ দিন। তাঁরা চান না বিয়ের অনুষ্ঠান (Katrina Kaif Vicky Kaushal wedding) থেকে তাঁদের অজান্তে কোনও ছবি ফাঁস না হয়ে যায়। তাই গোপনীয়তা বজায় রাখতে বিয়ের অনুষ্ঠানে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা যাবে না। কোনও অতিথিরাই ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না। সংগৃহীত ছবি।  সংগৃহীত ছবি। 
*ক্যাটরিনা ও ভিকির এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, দুজনের কাছেই এটা খুব বিশেষ দিন। তাঁরা চান না বিয়ের অনুষ্ঠান (Katrina Kaif Vicky Kaushal wedding) থেকে তাঁদের অজান্তে কোনও ছবি ফাঁস না হয়ে যায়। তাই গোপনীয়তা বজায় রাখতে বিয়ের অনুষ্ঠানে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা যাবে না। কোনও অতিথিরাই ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না। সংগৃহীত ছবি।  সংগৃহীত ছবি। 
advertisement
9/10
*প্রাইভেসি বজায় রাখার জন্য একটি বিশেষ টিমও নিযুক্ত করবেন ক্যাটরিনা ও ভিকি। একটি নির্দিষ্ট এলাকা পর্যন্ত ফোন ব্যবহার করার সুযোগ পাবেন অতিথিরা। কিন্তু তার পরে কারোকে অনুমতি দেওয়া হবে না। সংগৃহীত ছবি। 
*প্রাইভেসি বজায় রাখার জন্য একটি বিশেষ টিমও নিযুক্ত করবেন ক্যাটরিনা ও ভিকি। একটি নির্দিষ্ট এলাকা পর্যন্ত ফোন ব্যবহার করার সুযোগ পাবেন অতিথিরা। কিন্তু তার পরে কারোকে অনুমতি দেওয়া হবে না। সংগৃহীত ছবি। 
advertisement
10/10
*বিয়ের (Katrina Kaif Vicky Kaushal wedding) নিমন্ত্রিতদের মধ্যে বলিউড থেকে রয়েছেন করণ জোহর, কবীর খান ও তাঁর স্ত্রী মিনি মাথুর, পরিচালক রোহিত শেট্টি, অভিনেতা সিদ্ধার্থ মলহোত্রা, কিয়ারা আডবানি, বরুণ ধাওয়ান, নাতাশা দালাল, আলি আব্বাস জাফার এবং আরও অনেকে। সংগৃহীত ছবি।
*বিয়ের (Katrina Kaif Vicky Kaushal wedding) নিমন্ত্রিতদের মধ্যে বলিউড থেকে রয়েছেন করণ জোহর, কবীর খান ও তাঁর স্ত্রী মিনি মাথুর, পরিচালক রোহিত শেট্টি, অভিনেতা সিদ্ধার্থ মলহোত্রা, কিয়ারা আডবানি, বরুণ ধাওয়ান, নাতাশা দালাল, আলি আব্বাস জাফার এবং আরও অনেকে। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement