TRENDING:

এক কথায় ৯ কোটির বিজ্ঞাপন ফেরালেন কার্তিক আরিয়ান, খারিজের কারণকে কুর্নিশ নেটিজেনদের

Last Updated:

Kartik Aryan : যে ভূমিকার আর্থিক মূল্য ছিল ৯ কোটি টাকা, এও শোনা গিয়েছে ৷ সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে পানমশলার বিজ্ঞাপনের অফার লোভনীয় হলেও কার্তিক আরিয়ান সেই পথে হাঁটেননি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই : ‘ভুলভুলাইয়া ২’ ছবিতে অভিনয় করে দর্শকহৃদয় জয় করেছেন কার্তিক আরিয়ান ৷ ‘পতি পত্নী অউর ওহ’ ছবির অভিনেতা সম্প্রতি অভিনয়ের বাইরে আরও এক কাজে মন জয় করেছেন অনুরাগীদের ৷ জানা গিয়েছে এক পানমশলা সংস্থার এন্ডোর্স করতে অস্বীকার করেছেন তিনি ৷ যে ভূমিকার আর্থিক মূল্য ছিল ৯ কোটি টাকা, এও শোনা গিয়েছে ৷ সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে পানমশলার বিজ্ঞাপনের অফার লোভনীয় হলেও কার্তিক আরিয়ান সেই পথে হাঁটেননি ৷
পানমশলা সংস্থার এন্ডোর্স করতে অস্বীকার করেছেন তিনি
পানমশলা সংস্থার এন্ডোর্স করতে অস্বীকার করেছেন তিনি
advertisement

বিজ্ঞাপনের জগৎ থেকেও জানা গিয়েছে খবরের সত্যতা ৷ বিজ্ঞাপন এজেন্সি থেকে জানানো হয়েছে যে কার্তিক আরিয়ান সত্যিই পানমশলা এন্ডোর্স করতে চাননি ৷ তাঁর মতো এমন মূল্যবোধের প্রতি দায়বদ্ধ থাকা বিনোদন দুনিয়ার তারকাদের মধ্যে বিরল ৷ এত বড় অঙ্কের প্রস্তাব হেলায় ফিরিয়ে দেওয়া সহজ নয়-এ কথা স্বীকার করছেন অনেকেই ৷ কার্তিক আরিয়ান যে যুবসমাজের আদর্শ হয়ে উঠতে চাইছেন, সে বিষয়ে সন্দেহ নেই অনুরাগীদের ৷

advertisement

আরও পড়ুন : রেলগাড়ি যেন আস্ত রাজপ্রাসাদ! রাজকীয় সুখ ও বিলাসের ঠিকানা দেশের সবথেকে দামি ট্রেন

সেন্সর বোর্ডের প্রাক্তন চেয়ারপার্সন পহলাজ নিহালনীও কার্তিক আরিয়ানকে সাধুবাদ জানিয়েছেন ৷ তাঁর কথায়, ‘‘পানমশলা প্রাণহানি করে ৷ গুটখা ও পানমশলা খাওয়ার জন্য যদি বলিুউডের তারকারা উৎসাহিত করেন, তা হলে নিঃসন্দেহে তা জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক৷’’

advertisement

আরও পড়ুন :  বিবাহিতা নাকি সন্তানহীনা সিঙ্গল কর্মরতা-আজকের দিনে কোন মহিলা বেশি সুখী, জানুন সাম্প্রতিক সমীক্ষার ছবি

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

যেখানে শাহরুখ খান, অজয় দেবগণ, অক্ষয় কুমারের মতো বলিউডের সিনিয়র তারকারা পানমশলা, গুটখার বিজ্ঞাপন করছেন, সেখানে কার্তিক আরিয়ান নিদর্শন তৈরি করেছেন ৷ কয়েক মাস আগে পানমশলা এন্ডোর্স করার জন্য তীব্র সমালোচিত হন অক্ষয় কুমার ৷ পরে তিনি অনুরাগীদের কাছে সামাজিক মাধ্যমে ক্ষমা চেয়ে নেন ৷ জানান ভবিষ্যতে তিনি এন্ডোর্সমেন্টের জন্য পণ্য বেছে নেওয়ার ক্ষেত্রে আরও সতর্ক হবেন ৷ একই কারণে সমালোচিত হয়েছেন স্বয়ং অমিতাভ বচ্চনও ৷ গত বছর পানমশলার এক নামী ব্র্যান্ড এন্ডোর্স করা থেকে বিরত হন তিনি ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
এক কথায় ৯ কোটির বিজ্ঞাপন ফেরালেন কার্তিক আরিয়ান, খারিজের কারণকে কুর্নিশ নেটিজেনদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল