সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পাতায় অনুরাগীদের সঙ্গে সুখবর ভাগ করে নিয়েছেন শেহজাদা অভিনেতা৷ মাতৃদিবসের আগেই অনুরাগীদের সঙ্গে সুখবর ভাগ করে দিলেন অভিনেতা৷ ক্যান্সারের সঙ্গে মায়ের লড়াইয়ের সাহসকে কুর্নিশ জানিয়েছেন অভিনেতা৷ মারণ রোগ ক্যান্সারকে জয় করেছেন মা মালা তিওয়ারি৷ এই লড়াইয়ের জার্নি ভক্তদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন অভিনেতা৷
আরও পড়ুন-ছিঃ ছিঃ! নিজের মাকেও মেরেছেন নোবেল,পরের ঘটনা আরও ভয়ঙ্কর, চাঞ্চল্যকর তথ্য ফাঁস স্ত্রীর
আরও পড়ুন-কবে মা হচ্ছেন ক্যাটরিনা? অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জনে বিরাট ‘সুখবর’ দিলেন ভিকি ঘরনি, চমকে যাবেন
শুক্রবার নিজের ইনস্টাগ্রামে মায়ের সঙ্গে একটি ছবি শেয়ার করে আবেগপ্রবণ পোস্ট করেছেন অভিনেতা৷ তিনি লেখেন- কিছু সময় আগে হঠাৎ মায়ের ক্যান্সার ধরা পড়ে৷ এই মারণ রোগ আমাদের পরিবারকে তছনছ করে দিতে চেয়েছিল৷ গোটা পরিস্থিতির কাছে আমরা সকলেই ভীষণ নিরুপায় ছিলাম৷ এতটাই অসহায় ছিলাম যে কি করবো ভেবে পাচ্ছিলাম না৷ কিন্তু মায়ের ইচ্ছাশক্তি ও সহ্য করার ক্ষমতা রয়েছে প্রচুর৷ হাল না ছেড়ে নির্ভীক সৈনিকের মতো লড়াই চালিয়ে গেছেন কার্তিক আরিয়ান৷ ক্যান্সারের ভয়ের থেকে অনেক বড় ছিল মায়ের সাহস৷ এই সাহসের উপর ভর করেই যুদ্ধে জয় করল মা ৷ প্রতি মুহূর্তেই আমার মা কিছু না কিছু শিক্ষা দেম৷ এবং নতুন করেই মায়ের দেখে সবটা শিখছি৷ আমার এবং আমার পরিবার মাকে দেখছি আর বিশ্বাস করি, ভালবাসার চেয়ে বড় শক্তি আর কিছু হয় না৷ ক্যান্সারের সঙ্গে সাহসী যোদ্ধার মতো লড়াই করে সেই যুদ্ধে জয়ী হয়েছেন মা৷ প্রায় ৫ বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করেছেন তিনি৷ মায়ের এই সাহসীকতাকে সোশ্যাল মিডিয়ার পাতায় কুর্নিশ জানিয়েছেন অভিনেতা৷