অভীক বড়ুয়ার লেখা ‘সিটি অব ডেথ’-এর ছায়ায় তৈরি হচ্ছে ‘ব্রাউন’৷ জানা গিয়েছে আপাতত বজবজের কাছে এক রাজবাড়িতে চলছে শ্যুটিং পর্ব৷ এরপর কলকাতার একাধিক আইকনিক জায়গায় চলবে শ্যুটিং৷
আরও পড়ুন :পাহাড়ের ঢালে মেঘের ভেলাকে সাক্ষী রেখে চোখ আয়নায়, কালিম্পঙে কেমন আছেন করিনা
করিশ্মা জানিয়েছেন, এই সিরিজে এক জটিল পটভূমিতে তিনি অভিনয় করছেন এক অত্যন্ত শক্ত মানসিকতার চরিত্রে৷ ব্রাউনের গল্প শুধু চিত্তাকর্ষকই নয়, যে কোনও অভিনেতার কাছেই এই সিরিজে কাজ করা চ্যালেঞ্জিং বলে মত করিশ্মার৷ প্লট ও চরিত্রের বিন্যাসই তাঁকে এই সিরিজের প্রতি আকৃষ্ট করেছে বলে জানান তিনি৷
advertisement
আরও পড়ুন : পরিষ্কার করবেন ছাত্রাবাসের ১০ টি শৌচাগার! অভিনেতা থেকে সাফাইকর্মী হলেন বিনোদনের
পরিচালকের মতে, এই ধরনের চরিত্র বিশ্লেষণ এর আগে দেখা যায়নি৷ এই সিরিজ পরিচালনা করতে গিয়ে তিনি মানবমনের গভীরে ও সম্পর্কের অতলে ডুব দিয়েছেন বলেও জানান অভিনয় দেও৷ ‘ব্রাউন দ্য ফার্স্ট কেস’-এর একটা বিশ্বজনীন আবেদন থাকবে বলে মনে করে প্রযোজনার দায়িত্বে থাকা জি স্টুডিওজ৷ অভিনয়ের পরিচালনায় এই সিরিজে অভিনয়ের গল্প বলার মুনশিয়ানা নতুন মাত্রা পাবে বলে মনে করছেন তাঁরা৷