TRENDING:

Karisma Kapoor in Kolkata : রহস্যের অনুসন্ধানে কলকাতায় করিশ্মা, একই সিরিজে আছেন যিশু

Last Updated:

Karisma Kapoor in Kolkata :বহুদিন পর এই সিরিজের মাধ্যমে ক্যামেরার সামনে আসছেন হেলেন৷ বাংলা থেকে অভিনয় করবেন যিশু সেনগুপ্ত, খরাজ মুখোপাধ্যায়ের মতো কুশীলবরা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : পাহাড়ে বোন, সমতলে দিদি৷ দুই কপূরকন্যাই এখন বঙ্গে৷ সুজয় ঘোষের ওয়েব সিরিজে অভিনয় করতে করিনা এখন কালিম্পঙে৷ অন্যদিকে ওয়েব সিরিজেই অভিনয় করতে করিশ্মা হাজির কলকাতায়৷ অভিনয় দেও-র পরিচালনায় লোলো অভিনয় করবেন ওয়েবসিরিজ ‘ব্রাউন’-এ৷ নিও নোয়ার ঘরানার এই সিরিজে করিশ্মাকে দেখা যাবে গোয়েন্দার চরিত্রে৷ তিনি ছাড়াও বহুদিন পর এই সিরিজের মাধ্যমে ক্যামেরার সামনে আসছেন হেলেন৷ বাংলা থেকে অভিনয় করবেন যিশু সেনগুপ্ত, খরাজ মুখোপাধ্যায়ের মতো কুশীলবরা৷
Karisma Kapoor and Jisshu U Sengupta
Karisma Kapoor and Jisshu U Sengupta
advertisement

অভীক বড়ুয়ার লেখা ‘সিটি অব ডেথ’-এর ছায়ায় তৈরি হচ্ছে ‘ব্রাউন’৷ জানা গিয়েছে আপাতত বজবজের কাছে এক রাজবাড়িতে চলছে শ্যুটিং পর্ব৷ এরপর কলকাতার একাধিক আইকনিক জায়গায় চলবে শ্যুটিং৷

আরও পড়ুন :পাহাড়ের ঢালে মেঘের ভেলাকে সাক্ষী রেখে চোখ আয়নায়, কালিম্পঙে কেমন আছেন করিনা

করিশ্মা জানিয়েছেন, এই সিরিজে এক জটিল পটভূমিতে তিনি অভিনয় করছেন এক অত্যন্ত শক্ত মানসিকতার চরিত্রে৷ ব্রাউনের গল্প শুধু চিত্তাকর্ষকই নয়, যে কোনও অভিনেতার কাছেই এই সিরিজে কাজ করা চ্যালেঞ্জিং বলে মত করিশ্মার৷ প্লট ও চরিত্রের বিন্যাসই তাঁকে এই সিরিজের প্রতি আকৃষ্ট করেছে বলে জানান তিনি৷

advertisement

আরও পড়ুন : পরিষ্কার করবেন ছাত্রাবাসের ১০ টি শৌচাগার! অভিনেতা থেকে সাফাইকর্মী হলেন বিনোদনের

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

পরিচালকের মতে, এই ধরনের চরিত্র বিশ্লেষণ এর আগে দেখা যায়নি৷ এই সিরিজ পরিচালনা করতে গিয়ে তিনি মানবমনের গভীরে ও সম্পর্কের অতলে ডুব দিয়েছেন বলেও জানান অভিনয় দেও৷ ‘ব্রাউন দ্য ফার্স্ট কেস’-এর একটা বিশ্বজনীন আবেদন থাকবে বলে মনে করে প্রযোজনার দায়িত্বে থাকা জি স্টুডিওজ৷ অভিনয়ের পরিচালনায় এই সিরিজে অভিনয়ের গল্প বলার মুনশিয়ানা নতুন মাত্রা পাবে বলে মনে করছেন তাঁরা৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Karisma Kapoor in Kolkata : রহস্যের অনুসন্ধানে কলকাতায় করিশ্মা, একই সিরিজে আছেন যিশু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল