Actor turns into scavenger: পরিষ্কার করবেন ছাত্রাবাসের ১০ টি শৌচাগার! অভিনেতা থেকে সাফাইকর্মী হলেন বিনোদনের এই জনপ্রিয় মুখ

Last Updated:

Actor turns into scavenger: একজনকে দেখে বিস্ময়ে বাকরুদ্ধ প্রশ্নকর্তারা৷ তাঁদের সামনে চাকরি চেয়ে দাঁড়িয়ে আছেন জনপ্রিয় অভিনেতা উন্নিরাজন!

Unnirajan
Unnirajan
কন্নুড় : কেরলের কাসরগোড় গভর্নমেন্ট পোস্ট ম্যাট্রিক হস্টেলে সাফাইকর্মী চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল৷ সাক্ষাৎকারে মুখোমুখি হতে হাজির হয়েছিলেন ১১ জন চাকরিপ্রার্থী৷ কিন্তু তাঁদের মধ্যে একজনকে দেখে বিস্ময়ে বাকরুদ্ধ প্রশ্নকর্তারা৷ তাঁদের সামনে চাকরি চেয়ে দাঁড়িয়ে আছেন জনপ্রিয় অভিনেতা উন্নিরাজন! মালয়লম ইন্ডাস্ট্রিতে তিনি পরিচিত মুখ৷ ‘মরিময়ম’ ধারাবাহিক এবং ‘থোন্ডিমুথালুম দ্রীক্ষাক্ষিয়ুম’ ও ‘অপারেশন জাভা’ ছবিতে তাঁর অভিনয় দর্শকদের মনে দাগ কেটে গিয়েছে৷
তাঁকে দেখে ইন্টারভিউ বোর্ডের সকলে হতভম্ব হয়ে যান! ধরেই নেন তিনি না জেনে ভুল করে চলে এসেছেন৷ বিস্ময়ের পারদ আরও বেড়ে যায় যখন তাঁরা জানতে পারেন তিনি জেনেশুনেই এসেছেন৷ কারণ চাকরিটা তাঁর খুবই দরকার৷ অভিনেতাকে প্রশ্নকর্তারা জানান, যে পদের জন্য তিনি আবেদন করেছেন তার পোশাকি নাম ‘স্ক্যাভেঞ্জার’৷ ব্রিটিশ আমলে শুরু হওয়া এই পদের নাম একইরকম থাকলেও কাজ পরিবর্তিত হয়েছে অনেকটাই৷ এখন আর হাতে করে মানুষের মল নিয়ে যেতে হয় না৷ তার বদলে শৌচাগার পরিষ্কার করতে হবে৷
advertisement
আরও পড়ুন : সংযুক্তার পরনে তাঁর স্বামীর জামা, মেয়ের জন্মদিনের প্রতি মুহূর্তেই হাজির অভিষেক
সব কিছু জানার পরও চাকরি করতে অনড় থাকেন উন্নিরাজন৷ শেষ পর্যন্ত তিনি চাকরিটা পেয়েছেন৷ তাঁকে পোস্ট ম্যাট্রিক ছাত্রাবাসের ১০ টি শৌচাগার পরিষ্কার করতে হবে৷ প্রতি মাসে বেতন ১৩ হাজার টাকা হলেও এটা স্থায়ী সরকারি চাকরি৷ পদোন্নতির পর সুইপার, অ্যাটেন্ড্যান্ট পদে ধাপে ধাপে কাজ করা যাবে৷ সংবাদমাধ্যমে অভিনেতা জানিয়েছেন, তাঁর স্থায়ী উপার্জন খুবই প্রয়োজন৷ সাফাইকর্মীর কাজ নিয়ে ওই পরিচয়ে পরিচিত হতে তাঁর কোনও লজ্জা, দ্বিধা বা সঙ্কোচ নেই৷
advertisement
advertisement
আরও পড়ুন : পাহাড়ের ঢালে মেঘের ভেলাকে সাক্ষী রেখে চোখ আয়নায়, কালিম্পঙে কেমন আছেন করিনা
শুধু ধারাবাহিকে অভিনয় করে সংসার চালানো দুঃসাধ্য হয়ে পড়েছে বলে জানান চল্লিশোর্ধ্ব এই অভিনেতা৷ অভিনয় করতে গিয়ে তিনি পড়ে গিয়ে আহত হন৷ তার পর স্বাস্থ্য পুনরুদ্ধারও হয়নি৷ পাশাপাশি তাঁর প্রশ্ন, যদি মহাত্মা গান্ধি শৌচাগার পরিষ্কার করে থাকতে পারেন, তাহলে তিনি পারবেন না কেন? তিনি বলেছেন, প্রত্যেক চাকরিরই আলাদা আলাদা মূল্য আছে৷ সংসারের দিকে তাকিয়ে একটা স্থায়ী সরকারি চাকরি তাঁর কাছে স্বপ্নসম ছিল৷ সেটাই পূর্ণ হয়েছে৷ আগামী ১৫ মে তাঁর কাজে রিপোর্ট করার কথা৷
advertisement
আরও পড়ুন : কীভাবে একজন ধর্ষকে রূপান্তরিত হয়, সেটাই ‘দ্য রেপিস্ট’-এর পটভূমি : অপর্ণা সেন
ইন্টারভিউ বোর্ডে যাঁরা ছিলেন তাঁদের তিনি বলেছেন ইন্টারভিউ দিতে আসার পথে অন্তত ৫০ জন তাঁর সঙ্গে নিজস্বী তুলেছিলে৷ কিন্তু নিজস্বীতে কি আর পেট ভরে? প্রশ্ন অভিনেতা থেকে সাফাইকর্মী হওয়া উন্নিরাজনের৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Actor turns into scavenger: পরিষ্কার করবেন ছাত্রাবাসের ১০ টি শৌচাগার! অভিনেতা থেকে সাফাইকর্মী হলেন বিনোদনের এই জনপ্রিয় মুখ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement