TRENDING:

Karisma Kapoor Ex Husband Sanjay Kapur Last Video: মৌমাছি গিলে শ্বাস পাচ্ছেন না, মাঠেই শুয়ে করিশমার প্রাক্তন স্বামী সঞ্জয়! ভিডিও দেখলে শিউরে উঠবেন

Last Updated:

Karisma Kapoor Ex Husband Sanjay Kapur Last Video: দেখা যাচ্ছে, মাটিতে শুয়ে থাকা সঞ্জয়কে ঘিরে দাঁড়িয়ে রয়েছে মেডিক্যাল টিম। মৌমাছি শ্বাসনালীতে ঢুকে কামড়ে দিতেই ফুলে যায় নালী, দম পাচ্ছিলেন না সঞ্জয়। তারপরেই হার্ট অ্যাটাক। দেখুন সেই শেষ ভিডিও...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: মৃত্যুর সাতদিন পর শেষকৃত্য সম্পন্ন হয়েছে অভিনেত্রী করিশমা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের ৷ লন্ডনে চলতি মাসের ১২ তারিখ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বিলিওয়ের ব্যবসায়ীর৷ বৃহস্পতিবার নয়াদিল্লির লাধি রোড ক্রিমেশন গ্রাউন্ডে বিকেল ৫টায় শেষকৃত্য সম্পন্ন হয় সঞ্জয়ের৷
করিশমা ও সঞ্জয় (File Image)
করিশমা ও সঞ্জয় (File Image)
advertisement

এদিকে এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হচ্ছে, যেটি কিনা সঞ্জয় কাপুরের শেষ মুহূর্তের ভিডিও বলে দাবি করা হচ্ছে। কী আছে সেই ভিডিওতে?

ভিডিওতে দেখা যাচ্ছে, সঞ্জয় পোলো খেলাক মাঠে পড়ে রয়েছেন এবং মেডিক্যাল টিমের সদস্যরা তাঁকে সিপিআর দিচ্ছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, মাটিতে শুয়ে থাকা সঞ্জয়কে ঘিরে দাঁড়িয়ে রয়েছে মেডিক্যাল টিম। গত ১২ জুন ইংল্যান্ডে পোলো খেলতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সঞ্জয়।

advertisement

আরও পড়ুন: বিশ্বের সেরা স্কুলের প্রাইজ পাবে ভারতের কোন বিদ্যালয়? দেশের কোন কোন স্কুলের নাম উঠল তালিকায়? গর্বে বুক ফুলে উঠবে

পোলো খেলার সময় মাঠে আচমকাই মুখে মৌমাছি ঢুকে যাওয়ায় হৃদরোগে আক্রান্ত হন সঞ্জয় ৷ তবে অফিসিয়াল কনফার্মেশন এখনও পর্যন্ত সামনে আসেনি৷ সঞ্জয় ছিলেন কোনা কমস্টারের চেয়ারম্যান ৷ একজন সুপরিচিত অটো যন্ত্রাংশ প্রস্তুতকারকও ছিলেন তিনি। ব্যবসায়িক এবং সামাজিক উভয় দিক থেকেই তিনি প্রিন্স উইলিয়ামেরও বন্ধু ছিলেন।

advertisement

আরও পড়ুন: জীবিত মেয়ের ‘শ্রাদ্ধ’ করল পরিবার, পুড়িয়ে দিল সব স্মৃতি! হতবাক পাড়া-প্রতিবেশীও, কেন জানেন?

২০০৩ সালে করিশমা ও সঞ্জয়ের বিয়ে হয়েছিল। ২০১৬ সালে লম্বা আইনি লড়াইয়ের পরে তাঁদের সম্পর্ক ভেঙে যায়। এখন ছেলে ও মেয়েকে নিয়ে আলাদাই থাকেন করিশমা। অন্যদিকে, সঞ্জয় বিয়ে করেছিলেন মডেল পিয়া সচদেবকে। সুখী দাম্পত্য ছিল তাঁদের। তবে সঞ্জয়ের সঙ্গে বিচ্ছেদের পরে আর বিয়ে করেননি করিশমা কাপুর।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বৃহস্পতিবার দুপুরেই আহমেদাবাদে ঘটে যাওয়া দুর্ভাগ্যজনক প্লেন দুর্ঘটনার কথা শুনে নিজের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে পোস্টও করেছিলেন সঞ্জয় কাপুর। কিন্তু তখন সম্ভবত তিনি নিজেও কল্পনা করতে পারেননি যে আহমেদাবাদ ফ্লাইট দুর্ঘটনার দিনটি তাঁর জীবনেরও শেষ দিন হতে চলেছে।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Karisma Kapoor Ex Husband Sanjay Kapur Last Video: মৌমাছি গিলে শ্বাস পাচ্ছেন না, মাঠেই শুয়ে করিশমার প্রাক্তন স্বামী সঞ্জয়! ভিডিও দেখলে শিউরে উঠবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল