Bangla News: জীবিত মেয়ের 'শ্রাদ্ধ' করল পরিবার, পুড়িয়ে দিল সব স্মৃতি! হতবাক পাড়া-প্রতিবেশীও, কেন জানেন?

Last Updated:

Bangla News: মেয়েটির কাকার দাবি, আগেও মেয়েকে একবার বাড়িতে ফিরিয়ে আনা হয়েছিল, কিন্তু সে আবার পালিয়ে যায়। এবার আর তাকে ক্ষমা করতে পারবেন না তাঁরা। তাই বলে শ্রাদ্ধ? বিতর্ক এলাকায়...

+
জীবিত

জীবিত মেয়ের শ্রাদ্ধানুষ্ঠান

কৃষ্ণগঞ্জ: পরিবারের অমতে বিয়ে, জীবিত মেয়ের শ্রাদ্ধ অনুষ্ঠান পরিবারের। প্রথম বর্ষের ছাত্রী ভালবেসে বিয়ে করেছে ভিনধর্মের এক যুবককে। মেনে নিতে না পেরে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল পরিবার। খবর ছড়াতেই আলোড়ন পড়ল নদিয়ার কৃষ্ণগঞ্জে। কৃষ্ণগঞ্জের খাটুরা উত্তরপাড়ায় বাড়ি ওই তরুণীর। পরিবারের এমন কাণ্ডে পড়শিরাও হতবাক।
পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই তরুণীর বাবা কর্মসূত্রে ইজরায়েলে। মেয়ের এমন সিদ্ধান্তে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। মেয়েটির কাকার দাবি, আগেও মেয়েকে একবার বাড়িতে ফিরিয়ে আনা হয়েছিল, কিন্তু সে আবার পালিয়ে যায়। এবার আর তাকে ক্ষমা করতে পারবেন না তাঁরা।
আরও পড়ুন: আগুন গিলেছে মাথা গোঁজার আশ্রয়টুকুও! চোখের জল ফেলা ছাড়া আর কিছুই করার নেই কদম্বগাছির বাসিন্দাদের, কী হবে এবার?
তিনি বলেন, “পুরোহিত ডেকে ধর্মীয় নিয়ম অনুযায়ী ওর ছবিতে মালা দিয়ে শ্রাদ্ধ অনুষ্ঠান করেছি। মেয়ে আমাদের ভালবাসা-সম্মান কিছুই বোঝেনি, আজ থেকে সে আমাদের মেয়ে নয়।” পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, তরুণীর সমস্ত ছবি, জামাকাপড়, বই ও গুরুত্বপূর্ণ নথিপত্র আগুনে পুড়িয়ে ফেলা হয়।
advertisement
advertisement
আরও পড়ুন: NIRF র‍্যাঙ্কিংয়ে ভারতের সেরার সেরা মেডিক্যাল কলেজ কোনগুলো? তালিকায় বাংলার কোন কলেজ? রইল পুরো তালিকা
তার স্মৃতিচিহ্ন মুছে ফেলে তাঁরা ঘোষণা করেন, মেয়ে তাদের কাছে আজ থেকে মৃত। পরিবারের এমন কাণ্ডে প্রতিক্রিয়া দিতে গিয়ে দ্বিধাবিভক্ত পড়শিরা। কেউ কেউ ওই পরিবারের পাশে দাঁড়ালেও পছন্দের পাত্রকে বিয়ে করায় জীবিত মেয়ের শ্রাদ্ধের এই সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না অনেকেই। সব মিলিয়ে এই ঘটনায় নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: জীবিত মেয়ের 'শ্রাদ্ধ' করল পরিবার, পুড়িয়ে দিল সব স্মৃতি! হতবাক পাড়া-প্রতিবেশীও, কেন জানেন?
Next Article
advertisement
Ajker Rashifal | Horoscope Today: রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন আপনার আজকের দিন কেমন যাবে?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement