এক সময় বলিউডে অভিষেক বচ্চন ও করিশ্মা কাপুরের ( Karisma Kapoor)প্রেম ছিল সব থেকে চর্চিত বিষয়। বয়সে অভিষেক ২ বছরের ছোট ছিলেন করিশ্মা থেকে। দু'জনের বিয়ে পর্যন্ত ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত বচ্চন ও কাপুর পরিবারের মাঝে ভুল বোঝাবুঝিতে ভেঙে যায় বিয়ে। আর ঠিক তার পরেই ২০০৩ সালে সঞ্জয় কাপুরকে বিয়ে করে নেন করিশ্মা।
advertisement
সম্প্রতি একটি সাক্ষাৎকারে করিশ্মা ( Karisma Kapoor) চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন। ২০১৩ সালে করিশ্মা ডিভোর্স ফাইল করেন সঞ্জয়ের বিরুদ্ধে। এখন তিনি তাঁর সন্তানদের নিয়ে বাবা-মায়ের কাছেই থাকেন। কিন্তু এই জনপ্রিয় নায়িকাকে শ্বশুর বাড়িতে হতে হয়েছিল চরম অপমানিত।
করিশ্মা ( Karisma Kapoor) সাক্ষাৎকারে জানিয়েছেন, তাঁর বিয়ের পর সঞ্জয়ের সঙ্গে হানিমুনে গিয়েছিলেন। সেখানে গিয়ে সঞ্জয় নিজের স্ত্রীকে নিলামে তুলেছিলেন এক রাতের জন্য। নিজের বন্ধুদের মধ্যেই স্ত্রীকে নিয়ে দর কষে ছিলেন। এমনকি এখানেই শেষ নয় করিশ্মাকে জোড় করে সঞ্জয়ের বন্ধুর সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হতে বলেছিলেন। নায়িকা রাজি না হওয়ায় সেই সময়েই মার খেতে হয় স্বামীর হাতে। এর পরেও সেই সম্পর্ক টেনে নিয়ে যান করিশ্মা।
আরও পড়ুন: চারটে ছেলে মেয়ে ! তারপরেও ফের বাবা? সইফের পঞ্চম বার বাবা হওয়া নিয়ে সাফ জবাব করিনার !
নায়িকা ( Karisma Kapoor) আরও জানিয়েছেন, করিশ্মার সঙ্গে বিয়ের পরেও সঞ্জয়ের শারীরীক সম্পর্ক ছিল তাঁর প্রথম স্ত্রীর সঙ্গে। তবে শুধু স্বামী নয়, শাশুড়িও মারধোর করতেন করিশ্মাকে। এমনকি করিশ্মা যখন প্রেগন্যান্ট সে সময়েও স্বামী এবং শাশুড়ি মিলে মারতেন নায়িকাকে। দীর্ঘ ১৩ বছর এই যন্ত্রণা সহ্য করার পর সন্তানদের কথা ভেবে, সম্পর্ক থেকে বেড়িয়ে আসেন তিনি। কিন্তু অভিষেক বচ্চনের সঙ্গে সেদিন যদি তাঁর বিয়েটা হয়ে যেত, তাহলে হয়তো আজ এমন খারাপ সময় দেখতে হত না নায়িকাকে।